Dr. Saad-Homoeopath

Dr. Saad-Homoeopath ”আত্মকেন্দ্রীকতা”আমাদেরকে অসুখী করে,একা করে,ব্যর্থ করে,অসুস্থ করে।
Dr. Saad(Homoeopath)
Reg: 40834.

10/12/2023

আজ পর্যন্ত মানবিক দৃষ্টি থেকে, সহপাঠী ভেবে, কলিগ ভেবে, যাকে ছাড় দিয়েছি সেই " তখন-ই তার মতো ভাবতে শুরু করেছে আমাকে"।
তাই উচিৎ নিজের rules কে সবার জন্য সব সময়ের জন্য ঠিক রাখা, সম্ভব হলে চলবে তা না হলে যাবে।

10/12/2023

• Cholelithiasis- 7 month
• মাসিক ৭ মাস যাবত বন্ধ। ৩ বছর থেকে অনিয়মিত।
• থাইরোয়েড।– ১৬ বছর।
• ডায়াবেটিস- ৯.৫।
ইনসাআল্লাহ রোগী সুস্থ হবে

09/12/2023

• Osteophytes in C2-C7- Neck pain > Motion agg (ঔষধ না খেলে)
• Burning Abdomen- খেতে গেলে বেরিয়ে আসে। 10 বছর।
• RBS- 11.21
• UTI-
• Angina pectoris -
• Headache – ঘাড়ের দিক থেকে জ্বালা করে।
• হাত পা চাবাই- পা পাড়ালে ভালো লাগে। রেষ্টে বেশী হয়। ইনসাআল্লাহ রোগী সুস্থ হবে

09/12/2023

বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে বাঙ্গালির মুখের স্বাদের কারণে।
তাই দিন দিন এলার্জির রোগী বাড়ছে।

গাজীপুরে রোগী দেখছি; ইনশাআল্লাহ আগামি কাল উত্তরাতে; ১১ তারিখ মিরপুর-১৪ তে রোগী দেখবো।
09/12/2023

গাজীপুরে রোগী দেখছি; ইনশাআল্লাহ আগামি কাল উত্তরাতে; ১১ তারিখ মিরপুর-১৪ তে রোগী দেখবো।

09/12/2023

ডাক্তারী এমন একটা জিনিস যা বই পড়ে হয় না। বই পড়ে ডাক্তার হওয়া যায় কিন্তু ডাক্তারী করা যায না। ডাক্তারী আয়ত্ত করতে হলে শত শত রোগী অভিজ্ঞ ডাক্তারের পাশে বসে দেখতে হবে।
দুই কলম লিখতে পারলে যেমন লেখক হওয়া যায় না, ঠিক তেমনি সার্টিফিকেট আর চেম্বার ভর্তি মেডিসিন নিয়ে বসে ডাক্তারী করতে বসে পড়লে; ডাক্তার হওয়া যায় না।

ভুল করেও, ইনজেকশন দিয়ে কেউ পাইলসের চিকিৎসা করবেন না। আপনার ক্যান্সার হয়ে যেতে পারে।
08/12/2023

ভুল করেও, ইনজেকশন দিয়ে কেউ পাইলসের চিকিৎসা করবেন না। আপনার ক্যান্সার হয়ে যেতে পারে।

08/12/2023

অকাল বার্ধক্য; অণ্ডকোষের অ্যাট্রোফি- সবার আগে Con কে চিন্তা করবেন।

08/12/2023

Spermatorrhoea- এর জন্য আমার দৃষ্টিতে সেরা হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে Calad. যা প্রতিনিয়ত ব্যবহার করে দারুণ রেজাল্ট পায়।

এই শীতে হালকা অলিভওয়েল অথবা বেবি ওয়েল বাচ্চার শরীরে দেওয়ার পরে, বাচ্চা কে অন্তত ১৫ মিনিট রোদে বসিয়ে রাখুন।>ফলে আপনার বাচ...
08/12/2023

এই শীতে হালকা অলিভওয়েল অথবা বেবি ওয়েল বাচ্চার শরীরে দেওয়ার পরে, বাচ্চা কে অন্তত ১৫ মিনিট রোদে বসিয়ে রাখুন।
>ফলে আপনার বাচ্চার ভিটামিন- ডি এর ঘাটতি পুরন হবে, হাড়, দাঁত মজবুত হবে।
>আপনার বাচ্চার ইমিউনিটি তৈরি হবে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
>বাচ্চার সেরোটোনিন হরমোন নি:সৃত হবে; ফলে বাচ্চার ঘুম ভালো হবে।
>UV রশ্মির ফলে ব্রেইনের ডেভেলপমেন্ট ভালো হবে।
>মেলাটোনিন হরমোন নি:সৃত হয়, ফলে বাচ্চার ঘুম নিয়ে বাবা মা কে চিন্তা করতে হয় না।
>বাচ্চার চর্মরোগ হওয়ার প্রবণতা কমে যায়; Injury হলে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
>বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগা দূর হবে; ফলে আপনার বাচ্চা সুস্থ হয়ে বেড়ে উঠবে।
আমি আমার বাচ্চা কে নিয়মিত রোদে বসায়; আলহামদুলিল্লাহ জন্মের পরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয় নি বা ঠান্ডা লাগেনি।

https://youtu.be/5MqsNr3rHrw
08/12/2023

https://youtu.be/5MqsNr3rHrw

াদের সকলের উদ্দেশ্যে আমার চেম্বারের ঠিকানা দিচ্ছি।মোল্লা হোমিও হল ডা. সাদ ইবনে মোজাম্মেল(সাদ)জেনারেল হ.....

ইনশাআল্লাহ! আগামী শনিবার 9 তারিখ টঙ্গী গাজীপুরে ও 10 তারিখ রবিবার উত্তরা মোল্লারটেক উদয়ন স্কুলের সামনে এবং ১১ তারিখ সোম...
07/12/2023

ইনশাআল্লাহ! আগামী শনিবার 9 তারিখ টঙ্গী গাজীপুরে ও 10 তারিখ রবিবার উত্তরা মোল্লারটেক উদয়ন স্কুলের সামনে এবং ১১ তারিখ সোমবার মিরপুর-১৪ তে সকাল 10:00 টা থেকে রাত 10:00 পর্যন্ত রোগী দেখবো। আপনারা যারা রোগী দেখাতে চান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

✅ আমাকে দেখাতে হলে অবশ্যই আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট গুলো যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে আসতে হবে। আপনারা যারা প্যারালাইসিস, ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, টিউমার, সোরিয়াসিস, ব্রেন টিউমার, ব্রেস্ট টিউমার, পিত্তপাথুরী, চর্ম, যৌন, হাঁপানি, লিভার সিরোসিস, জন্ডিস, বাত ব্যথা, মাইগ্রেন এবং ঠান্ডা লাগা সহ শিশুদের এবং বড়দের যেকোন জটিল রোগের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়।
✍️ আমার চিকিৎসাধীন রোগীদের ফলোআপ কেস দেখতে এই লিংকে: https://www.youtube.com/playlist.. ক্লিক করুন।
✅উত্তরা চেম্বারে আসার সহজ পথ: বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমে এসে এয়ারপোর্টে (রেলগেট) নামবেন, এবার রিক্সাওয়ালাকে বলবেন আমি মোল্লারটেক উদয়ন স্কুলের সামনে যেতে চাই রিক্সাওয়ালা ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। নামার পরে আমার 01978-599334 এই নাম্বারে ফোন করবেন আমার যারা সহকারি থাকবে তারা আপনাদের রিসিভ করে নেবে।

✅টঙ্গী চেম্বারে আসার সহজ পথ: এশিয়া পেট্রোল পাম্পে নেমে, খা-পাড়া রোড, টঙ্গী পশ্চিম থানা, স্বপ্ন শপিং মলের পশ্চিমে, হাবিব হোমিও হল। টঙ্গী পশ্চিম থানার সামনে নামার পরে, আমার 01978-599334 এই নাম্বারে ফোন করবেন আমার যারা সহকারি থাকবে তারা আপনাদের রিসিভ করে নেবে।

✅মিরপুর-14 চেম্বারে আসার সহজ পথ: 110, গোয়াল বাড়ি, পুলিশ স্কুলের সামনে, মনিপুর স্কুল রোড, মেডি পয়েন্ট এর পাশে ঢাকা 1206 ।
Google location: https://maps.app.goo.gl/rfMeEqqZGqW7Kkvt8

✍️সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন: 01978-599334 এই নাম্বারে ( সকাল ৭টা থেকে সকাল ৯ টা পর্যন্ত সিরিয়াল নেওয়া হয় )

ডা. সাদ ইবনে মোজাম্মেল(সাদ)
জেনারেল হোমিওপ্যাথি প্রাকটিশনার
‼️ অনলাইনে চিকিৎসা করি না ‼️

Address

Https://maps. App. Goo. Gl/ighBt72EiEmpryzq 8
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saad-Homoeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saad-Homoeopath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category