
24/04/2024
রাত আড়াইটা তবুও থেমে নেই আমাদের মানব সেবা কাজ।(আলহামদুলিল্লাহ)
বাচ্চা মরা এক মায়ের অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে বাঁচা মারা অবস্থা প্রায়।রক্তের জন্য কিভাবে মরতে দিতাম?
১২.৩০ ব্লাড রিকোয়েস্ট পাই কিন্তু নেগেটিভ গ্রুপ কতটা রেয়ার সবাই জানে।তবুও আল্লাহর রহমতে এক বন্ধুকে পেয়ে যায় রোগীর অবস্থা খুবই খারাপ দেখে এই মধ্য রাতেই তাকে বুঝিয়ে ব্লাড দিতে পাঠিয়ে দি।(আলহামদুলিল্লাহ)
সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবকরাও দায়িত্বশীলতার সাথে প্রশংসনীয় কাজ করেছে।(ধন্যবাদ)
এই মুহুর্তে গুলোই স্মরণীয় হয়ে রবে,আমাদের আগামীর পথ চলার রসদ হিসাবে কাজ করবে।(ইনশাআল্লাহ)