28/01/2025
শিশুদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ সমস্যা। এটা এমন এক অবস্থা, যেখানে এডিনয়েড ( নাকের পিছনে এবং গলার উপরিভাগের টিস্যু)-এ প্রদাহ হয়।
২ বছর বয়স থেকেই এডিনয়েড স্পষ্ট হয়ে ওঠে। যদি তা দীর্ঘ সময় ধরে ফুলে থাকে, তাহলে সেটা সমস্যা সৃষ্টি করে।
কাদের ঝুঁকি বেশি?
প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এডিনয়েড সঙ্কুচিত হয়, তাই শিশুদের ক্ষেত্রেই এই সংক্রমণ বেশি দেখা যায়। তবে নিম্নোক্ত ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে ।
অ্যাডনয়ডাইটিসের উপসর্গ ও নির্ণয়ের উপায়:
১.নাক বন্ধ হয়ে আসা
২.মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাস,
৩.বারবার কানে সংক্রমণ,
৪. শ্রবণশক্তি হ্রাস,
৫.শ্বাসকষ্ট,
৬.নাক ডাকা
৩.স্লিপ অ্যাপনিয়া
৪.ফাঁটা ঠোঁট, শুষ্ক মুখ
৫.গ্লু ইয়ার
৬.কানে ব্যথা
৭.ঘাড়ের গ্ল্যান্ড ফোলা
অ্যাডনয়ডাইটিস নির্ণয়ের জন্য নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার শিশুর নাক, কান, মুখ ও গলা পরীক্ষা করেন। উপসর্গ গুরুতর হলে রোগীদের এক্স-রে করানোর পরামর্শ দেন তাঁরা। এতে এডিনয়েড কতটা বেড়েছে, সেটা বোঝা যায়।
অ্যাডনয়ডাইটিসের চিকিৎসা না করা হলে যেসব জটিলতা হবে, তার মধ্যে অন্তর্ভুক্ত -নাক দিয়ে জল পড়া,বারবার কানে সংক্রমণ, শ্রবণশক্তি হ্রাস,মুখের শুষ্কতা, দাঁতের ক্ষয়রোগ,অনুনাসিক স্বরে কথা বলা ও শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয় ।
চিকিৎসা:
শিশুর সঠিক হাইজিন বজায় রাখতে হবে। যাতে বারংবার সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব হয়।
গ্ৰেড -১ ও ২ এডিনয়েড ক্ষেত্রে অনেক সময় ঔষুধ দিয়ে কমানো সম্ভব।
ওষুধে যদি তা না কমে এবং গ্ৰেড -২ এবং উপরে অ্যাডিনয়েডেক্টোমি নামে সার্জারি করে আকারে বড় এডিনয়েড বাদ দেওয়া হয়।
এমনই এক সম্মানিত রোগীর অতি যত্নের সহিত অপারেশন মাধ্যমে এডিনয়েড ও টনসিল অপসারণ ( নিচে ছবি সংযুক্ত ) করেন নাক কান ও গলা বিশেষজ্ঞ ডা.ইকবাল হোসেন (সাঈদ) স্যার ।
নাক কান গলা ও হেড-নেক বিষয়ে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন।
ডা. এ এস এম ইকবাল হোসেন (সাঈদ)
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।
বিশেষ প্রয়োজনে ০১৭১২-০৫১৯০১ (সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত)
চেম্বার:
ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।
আল-আকসা ভবন, বিজয় টাওয়ার ,পপুলার -২ (পুরাতন ভবন) বিপরীত পার্শ্বে, লক্ষীপুর, রাজশাহী।
দুপুর ২.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত (শুক্রবার বন্ধ) ।
সিরিয়ালের জন্য : ০১৭০৫-০০২১৮৪