Dr ASM Ekbal Hossain Saeid

Dr ASM Ekbal Hossain Saeid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr ASM Ekbal Hossain Saeid, Doctor, Rajshahi.

ডা. এ এস এম ইকবাল হোসেন সাঈদ
এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য)
ডিএলও(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
ব্যক্তিগত সহকারী - ০১৭০৫-১৯৩০৭০

Huge Multinodular Goitre কী?থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে গেলে তাকে গয়টার বলা হয়।যখন থাইরয়েডের ভ...
21/11/2025

Huge Multinodular Goitre কী?
থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে গেলে তাকে গয়টার বলা হয়।
যখন থাইরয়েডের ভেতরে একাধিক ছোট–বড় গাঁট (নডিউল) তৈরি হয় এবং পুরো গ্রন্থিটি অনেক বড় হয়ে যায়, তখন সেটিকে Huge Multinodular Goitre বলা হয় ।
এমন এক রোগীর আমাদের স্যার এর কাছে আসেন , গলার থাইরয়েড টিউমার এত বড় যে রোগী শেষ এক মাস ঘুমাতে পারছেন না। টিউমার অনেক বড় থাকার কারণে শ্বাসনালীতে চাপ পড়ে এবং শ্বাসকষ্ট হত । এই রোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন করে প্রায় ৭৫০ গ্ৰাম ওজনের টিউমার বের করেন ডাঃ ইকবাল হোসেন সাঈদ স্যার। অপারেশনের পর রোগীর কন্ঠস্বর ও সকল জটিলতা মুক্ত হয়ে রোগী বাড়ি ফিরে যান । আলহামদুলিল্লাহ।

শিশুদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ সমস্যা। এটা এমন এক অবস্থা, যেখানে এডিনয়েড ( নাকের পিছনে এবং গলার উপরিভাগের টিস্যু)-এ প...
11/11/2025

শিশুদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ সমস্যা। এটা এমন এক অবস্থা, যেখানে এডিনয়েড ( নাকের পিছনে এবং গলার উপরিভাগের টিস্যু)-এ প্রদাহ হয়।
২ বছর বয়স থেকেই এডিনয়েড স্পষ্ট হয়ে ওঠে। যদি তা দীর্ঘ সময় ধরে ফুলে থাকে, তাহলে সেটা সমস্যা সৃষ্টি করে।
কাদের ঝুঁকি বেশি?
প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এডিনয়েড সঙ্কুচিত হয়, তাই শিশুদের ক্ষেত্রেই এই সংক্রমণ বেশি দেখা যায়। তবে নিম্নোক্ত ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে ।
অ্যাডনয়ডাইটিসের উপসর্গ ও নির্ণয়ের উপায়:
১.নাক বন্ধ হয়ে আসা
২.মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাস,
৩.বারবার কানে সংক্রমণ,
৪. শ্রবণশক্তি হ্রাস,
৫.শ্বাসকষ্ট,
৬.নাক ডাকা
৩.স্লিপ অ্যাপনিয়া
৪.ফাঁটা ঠোঁট, শুষ্ক মুখ
৫.গ্লু ইয়ার
৬.কানে ব্যথা
৭.ঘাড়ের গ্ল্যান্ড ফোলা
অ্যাডনয়ডাইটিস নির্ণয়ের জন্য নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার শিশুর নাক, কান, মুখ ও গলা পরীক্ষা করেন। উপসর্গ গুরুতর হলে রোগীদের এক্স-রে করানোর পরামর্শ দেন তাঁরা। এতে এডিনয়েড কতটা বেড়েছে, সেটা বোঝা যায়।
অ্যাডনয়ডাইটিসের চিকিৎসা না করা হলে যেসব জটিলতা হবে, তার মধ্যে অন্তর্ভুক্ত -নাক দিয়ে জল পড়া,বারবার কানে সংক্রমণ, শ্রবণশক্তি হ্রাস,মুখের শুষ্কতা, দাঁতের ক্ষয়রোগ,অনুনাসিক স্বরে কথা বলা ও শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয় ।
চিকিৎসা:
শিশুর সঠিক হাইজিন বজায় রাখতে হবে। যাতে বারংবার সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব হয়।
গ্ৰেড -১ ও ২ এডিনয়েড ক্ষেত্রে অনেক সময় ঔষুধ দিয়ে কমানো সম্ভব।
ওষুধে যদি তা না কমে এবং গ্ৰেড -২ এবং উপরে অ্যাডিনয়েডেক্টোমি নামে সার্জারি করে আকারে বড় এডিনয়েড বাদ দেওয়া হয়।
এমনই এক সম্মানিত রোগীর অতি যত্নের সহিত অপারেশন মাধ্যমে এডিনয়েড ও টনসিল অপসারণ ( নিচে ছবি সংযুক্ত ) করেন‌ নাক কান ও গলা বিশেষজ্ঞ ডা.ইকবাল হোসেন (সাঈদ) স্যার ।
নাক কান গলা ও হেড-নেক বিষয়ে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন।
ডা. এ এস এম ইকবাল হোসেন (সাঈদ)
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।
বিশেষ প্রয়োজনে ০১৭১২-০৫১৯০১ (সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত)
চেম্বার:
ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।
আল-আকসা ভবন, বিজয় টাওয়ার ,পপুলার -২ (পুরাতন ভবন) বিপরীত পার্শ্বে, লক্ষীপুর, রাজশাহী।
দুপুর ২.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত (শুক্রবার বন্ধ) ।
সিরিয়ালের জন্য : 01705193070

04/11/2025
24/10/2025

FESS হলো কোন ধরনের কাটা ছেঁড়া ছাড়া (endoscopic) বিশেষ ক্যামেরা (এন্ডোস্কোপ) ও সূক্ষ্ম অস্ত্রোপচারের যন্ত্র ব্যবহার করে সাইনাসের ভিতরের ব্লক বা পলিপ অপারেশন ।
নাকের পলিপের সবচেয়ে আধুনিক চিকিৎসা হল এই এন্ডোস্কোপিক অপারেশন ‌।
FESS-এর সুবিধা
বাইরের কোনো কাটা লাগে না
খুব দ্রুত আরোগ্য লাভ
সাইনাসের বাতাস চলাচল স্বাভাবিক হয়
ঘ্রাণশক্তি ও শ্বাস-প্রশ্বাস উন্নত হয় ।
এমনই এক নাকের পলিপ অপারেশন‌ অত্যাধুনিক endoscopy ক্যামেরা ও মাইক্রোডিব্রাইডার মেশিনের মাধ্যমে সম্পূর্ন সফলভাবে সম্পন্ন করেন (ভিডিও সংযুক্ত) ডা সাঈদ স্যার ।
ডাঃ এ এস এম ইকবাল হোসেন( সাঈদ )
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।
চেম্বার - ১ ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও কনসাল্টেশন সেন্টার
চেম্বার -২ রাজশাহী ডায়াবেটিস জেনারেল হাসপাতাল
চেম্বার -৩ এভার কেয়ার হাসপাতাল, রাজশাহী।
সময় - দুপুর ২.৩০- রাত ৯টা‌।
মোবাইল - ০১৭০৫-১৯৩০৭০ ( ব্যক্তিগত সহকারী)

12/09/2025

সম্মানিত রোগী গলা ব্যাথা নিয়ে আসছিলেন । ৫/৬ মাস আগে মাছের কাঁটা বাঁধার কথা বলেন। গলার নিচের অংশে কাঁটা থাকায় খালি চোখে দেখা সম্ভব হয় না । স্যার নিজে এন্ডোস্কোপিক ল্যারিংগপ্সি পরীক্ষা করেন এবং গলায় মাছের কাঁটা দেখে সেটা বের করে দেন । আলহামদুলিল্লাহ। রোগীর ৫/৬ মাসের কষ্ট লাঘব হয় ।

নাক কান গলা বিষয়ে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন।
ডা. এ এস এম ইকবাল হোসেন (সাঈদ)
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।
বিশেষ প্রয়োজনে ০১৭১২-০৫১৯০১ (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত)

চেম্বার:
ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।
আল-আকসা ভবন, বিজয় টাওয়ার ,পপুলার -২ (পুরাতন ভবন) বিপরীত পার্শ্বে, লক্ষীপুর, রাজশাহী।
দুপুর ২.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত (শুক্রবার বন্ধ) ।
সিরিয়ালের জন্য : 01705-002184,01705-193070

Address

Rajshahi
6000

Telephone

+8801712051901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr ASM Ekbal Hossain Saeid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr ASM Ekbal Hossain Saeid:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category