Health Care Nursing Home & Diagnostic Centre

Health Care Nursing Home & Diagnostic Centre Our focus is on proven quality healthcare and your safety is Our No.1 Priority.

বিসমিল্লাহির রাহমানির রাহিম🌙✨ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ত্যাগের মহিমায় মহ...
05/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
🌙✨ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ-উল-আযহা আমাদের শিক্ষা দেয় –
ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধে মানবতা গড়ে তোলার দীক্ষা।

আসুন, এই পবিত্র দিনে আমরা নিজেদের পরিশুদ্ধ করি
আর গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের আনন্দকে ছড়িয়ে দিই সবার মাঝে।

🌸 ঈদ মোবারক! 🌸
আপনার ও আপনার পরিবারের জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।

– জিয়াউর রহমান মিদুল
পরিচালক প্রশাসন,
হেলথ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📲০১৭৯২-৩০৮৮৫০
📲০১৫১১-৩০৮৮৫০
📲০১৯৭৯-৪০৮৮৫০

#ঈদউলআযহা #ঈদেরশুভেচ্ছা

13/05/2025

✨ আলহামদুলিল্লাহ! ✨
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী-তে
সংযোজিত হলো আধুনিক ল্যাপারস্কপি মেশিন!

আপনার বিশ্বস্ত চিকিৎসা সেবার ঠিকানা – এখন আরও আধুনিক ও উন্নত!

🔬 নতুন সেবা:
➡️ উন্নতমানের ল্যাপারস্কপি মেশিন।
➡️ আরও নিরাপদ ও সফল অপারেশন
➡️ আধুনিক প্রযুক্তির ব্যবহার

✅ আমাদের সেবাসমূহ:
• অভিজ্ঞ ডাক্তার ও সার্জন টিম
• দক্ষ ও আন্তরিক নার্সিং স্টাফ
• সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্য সেবা
• ২৪/৭ জরুরি সেবা
• পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ

📍ঠিকানা:
#৬১৮, শেরশাহ্ রোড, (পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবন-১ এর পশ্চিম পার্শ্বে), লক্ষীপুর, রাজশাহী।

📞 যোগাযোগ:
01792-308850
01789-652225

আপনার সুস্থতা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার।
হেলথ্ কেয়ার নার্সিং হোম – বিশ্বাস, সেবা ও যত্নে এগিয়ে।

🏥 হেলথ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার – আপনার নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান!✨ সুস্থ ও সুন্দর জীবন পেত...
02/04/2025

🏥 হেলথ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার – আপনার নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান!

✨ সুস্থ ও সুন্দর জীবন পেতে সঠিক চিকিৎসার প্রয়োজন। আমরা দিচ্ছি আধুনিক চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডায়াগনস্টিক সুবিধা, যা আপনাকে নিশ্চিত করবে সর্বোত্তম চিকিৎসা সেবা।

🩺 আমাদের সেবাসমূহঃ

🔬 আধুনিক ডায়াগনস্টিক সেবা

✅ কম্পিউটারাইজড প্যাথলজি
✅ বায়োকেমিস্ট্রি
✅ হেমাটোলজি
✅ হরমোন এনালাইসিস
✅ ইমিউনোলজি এনালাইসিস
✅ মাইক্রোবায়োলজি
✅ সেরোলজি
✅ ইসিজি
✅ ডিজিটাল এক্স-রে
✅ পিসিআর টেস্ট
✅ এম.আর.আই

🏥 অপারেশন সুবিধাসমূহ

✅ সিজারিয়ান ডেলিভারি
✅ পাইলস অপারেশন
✅ হার্নিয়া অপারেশন
✅ গল ব্লাডার সার্জারি
✅ এপেন্ডিসাইটিস অপারেশন
✅ ছোট-বড় সকল ধরনের সার্জারি

👩‍⚕️ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা

🔹 মেডিসিন
🔹 গাইনি ও প্রসূতি
🔹 শিশু ও নবজাতক
🔹 কিডনি
🔹 হার্ট
🔹 নিউরোলজি
🔹 অস্থি ও বাত রোগ
🔹 চর্ম ও যৌন রোগ
🔹 মানসিক রোগ

👩‍⚕️ রোগীদের জন্য বিশেষ নার্সিং সেবা

✅ প্রশিক্ষিত নার্স দ্বারা বাসায় রোগী সেবা

✅ সিনিয়র সিটিজেন ও বিশেষ কেয়ার প্রয়োজনীয় রোগীদের জন্য সার্বক্ষণিক নার্সিং কেয়ার।

✅ গর্ভবতী ও নবজাতকের বিশেষ যত্ন।

📢 আমাদের অতিরিক্ত সেবাসমূহ

🔹 গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা ও পরামর্শ
🔹 নিয়মিত হেলথ চেকআপ ও রোগ প্রতিরোধ পরামর্শ
🔹 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের বিশেষ সেবা
🔹 জরুরি রোগীদের জন্য ২৪/৭ চিকিৎসা সেবা

📍 আমাদের ঠিকানা:

🏠 শেরশাহ রোড, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে, রাজশাহী।

📞 যোগাযোগ করুন: 01789-652225/01792-308850/01511-308850

🌐 Website: www.healthcarehospitalbd.com
📩 Email: healthcarehospital.raj@gmail.com

💙 আপনার সুস্থতা আমাদের প্রথম অগ্রাধিকার! 💙

🕌 ঈদের নামাজের সঠিক নিয়ম 🕌আসছে পবিত্র ঈদুল ফিতর/ঈদুল আযহা! ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করা অত্...
30/03/2025

🕌 ঈদের নামাজের সঠিক নিয়ম 🕌

আসছে পবিত্র ঈদুল ফিতর/ঈদুল আযহা! ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ঈদের নামাজের নিয়ম সম্পর্কে বিভ্রান্ত হন, তাই আজ আমরা আপনাদের জন্য সহজভাবে ঈদের নামাজ আদায়ের পদ্ধতি তুলে ধরলাম।

✅ প্রথম রাকাত:

১️⃣ তাকবিরে তাহরিমা (প্রথম তাকবির) দিয়ে হাত বাঁধতে হবে।
২️⃣ সূরা ফাতিহা ও অন্য সূরা তিলাওয়াত করতে হবে।
৩️⃣ অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে (তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে)।
৪️⃣ রুকু, সেজদা করে দ্বিতীয় রাকাতে উঠতে হবে।

✅ দ্বিতীয় রাকাত:

১️⃣ সূরা ফাতিহা ও অন্য সূরা তিলাওয়াত করতে হবে।
২️⃣ অতিরিক্ত চারটি তাকবির দিতে হবে (চতুর্থ তাকবিরের পর রুকুতে যেতে হবে)।
৩️⃣ স্বাভাবিকভাবে নামাজ শেষ করতে হবে।

ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নত, তাই নামাজ শেষে মনোযোগ দিয়ে খুতবা শুনুন।

আসুন, এবারের ঈদে আমরা সবাই শুদ্ধভাবে নামাজ আদায় করি এবং আল্লাহর রহমত কামনা করি।

হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের ঈদ মোবারক জানায়! 🌙✨

#ঈদের_নামাজ #সুন্নাহ_অনুসরণ #হেলথকেয়ার_নার্সিংহোম

🌙 ঈদ মোবারক! 🤲🌙✨ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ✨🌙تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُم(আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ ...
29/03/2025

🌙 ঈদ মোবারক! 🤲

🌙✨ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ✨🌙

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُم
(আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে ইবাদতসমূহ কবুল করুন)

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান শেষে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ আনন্দ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। আসুন, আমরা ক্ষমা, সহানুভূতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের খুশি সকলের সঙ্গে ভাগ করে নেই।

মহান আল্লাহ আমাদের সকলের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।

সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

🕌✨ ঈদ মোবারক! ✨🕌

- জিয়াউর রহমান মিদুল
পরিচালক প্রশাসন,
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার

🎉 ঈদ মোবারক! 🎉রমজানের পূর্ণতা, রোজার শেষে খুশির বার্তা—এলো পবিত্র ঈদ-উল-ফিতর!স্বাস্থ্যসেবা যেখানে ভালোবাসার অঙ্গীকার, সে...
29/03/2025

🎉 ঈদ মোবারক! 🎉

রমজানের পূর্ণতা, রোজার শেষে খুশির বার্তা—এলো পবিত্র ঈদ-উল-ফিতর!
স্বাস্থ্যসেবা যেখানে ভালোবাসার অঙ্গীকার, সেখানে হেলথ্ কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিবার আপনাদের জানাচ্ছে ঈদের আন্তরিক শুভেচ্ছা।

আপনার সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঈদের দিনসহ ২৪/৭ খোলা! যেকোনো জরুরি চিকিৎসা সেবা বা ডায়াগনস্টিক পরীক্ষার জন্য নির্ভর করুন আমাদের ওপর।

✨ ঈদ হোক আনন্দময়, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন! ✨

📍 ঠিকানা: #৬১৮, শেরশাহ্ রোড, (পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবন-১ এর পশ্চিম পার্শ্বে), লক্ষীপুর,রাজশাহী।
📞 যোগাযোগ: ০১৭৯২-৩০৮৮৫০/০১৫১১-৩০৮৮৫০

04/03/2025
রমজান মাসে ২৪ ঘণ্টার আমলের রুটিনআসসালামু আলাইকুম,রমজান মাস আমাদের জন্য বিশেষ রহমতের সময়। এই পবিত্র মাসে আমরা যদি প্রতিটি...
03/03/2025

রমজান মাসে ২৪ ঘণ্টার আমলের রুটিন
আসসালামু আলাইকুম,
রমজান মাস আমাদের জন্য বিশেষ রহমতের সময়। এই পবিত্র মাসে আমরা যদি প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমাদের আমল আরও বরকতময় হবে ইনশাআল্লাহ। হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য রমজানের একটি পূর্ণাঙ্গ আমলসূচি তুলে ধরা হলো—
✅ ফজরের আগে:

তাহাজ্জুদ পড়া

সাহরি খাওয়া

ফজরের আজান হলে দ্রুত ইবাদতে মনোযোগ দেওয়া

আজানের পর ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায়

✅ ফজরের পর:

জামাতের সাথে ফজরের নামাজ আদায়

নামাজের পর দোয়া ও জিকির করা

কুরআন তিলাওয়াত ও তাফসির পড়া

সকালবেলার দোয়া ও ইস্তিগফার

✅ যোহরের পর:

নামাজ আদায়ের পর দোয়া ও কুরআন তিলাওয়াত

নিয়মিত সুন্নত আমল ও ইবাদত করা

✅ আসরের পর:

আসরের নামাজের সুন্নত ও ফরজ আদায়

মসজিদে অবস্থান করা (ইতিকাফ)

দোয়া ও জিকির

✅ ইফতারের সময়:

ইফতারের আগে দোয়া করা

সুন্নত মোতাবেক ইফতার করা

✅ মাগরিবের পর:

জামাতের সাথে মাগরিবের নামাজ আদায়

খাবার গ্রহণের পর দোয়া ও তাসবিহ পাঠ করা

✅ এশার পর:

জামাতের সাথে এশা ও তারাবির নামাজ পড়া

কুরআন তিলাওয়াত ও তাহাজ্জুদ পড়ার প্রস্তুতি নেওয়া

রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই বরকতময় মাসে বেশি বেশি ইবাদত করার তাওফিক দান করুন।
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার
#রমজানের_আমল #ইবাদত #হেলথকেয়ার_নার্সিং_হোম

🌙 রমজানের শুভেচ্ছা 🌙আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত। আজ প্রথম রোজা, আ...
01/03/2025

🌙 রমজানের শুভেচ্ছা 🌙
আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত। আজ প্রথম রোজা, আত্মশুদ্ধি ও ইবাদতের এক নতুন যাত্রা শুরু হলো।
রমজান শুধু উপবাস থাকার মাস নয়; বরং ধৈর্য, ত্যাগ, সংযম ও তাকওয়ার এক মহাসুযোগ। এ মাসে কুরআন নাজিল হয়েছে, যা আমাদের জীবন চলার শ্রেষ্ঠ দিকনির্দেশনা। আসুন, আমরা সবাই ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করি, গরীব-দুঃখীর পাশে দাঁড়াই এবং রমজানের বরকতপূর্ণ সময়কে যথাযথভাবে কাজে লাগাই।
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! আল্লাহ যেন আমাদের সকলের সিয়াম ও ইবাদত কবুল করেন।
🤲 রহমতের সাগরে স্নান করে শুদ্ধ হওয়ার মাস—রমজানুল মোবারক!
#রমজান_মোবারক #হেলথকেয়ার_নার্সিং_হোম #সেহরি #ইফতার #তাকওয়া #রহমত #মাগফিরাত #নাজাত

📢 মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ বার্তা 🎉১৬ ডিসেম্বর, আমাদের গৌরবের দিন, বীরত্ব আর বিজয়ের প্রতীক!স্বাধীনতার এই দিনে আমরা গ...
15/12/2024

📢 মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ বার্তা 🎉

১৬ ডিসেম্বর, আমাদের গৌরবের দিন, বীরত্ব আর বিজয়ের প্রতীক!

স্বাধীনতার এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁদের অসীম সাহসিকতার জন্য আমরা চিরঋণী।

হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

আমাদের অঙ্গীকার, সেবায় মানবতা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জাতির উন্নতি এবং জনগণের সুস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার।

আসুন, এই বিজয়ের দিনে একসঙ্গে শপথ নেই—সবাই মিলে সুন্দর, স্বাস্থ্যসম্মত ও সুখী এক বাংলাদেশ গড়ে তুলি।

💚 শুভ বিজয় দিবস!
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সবার পাশে, সবসময়।

(আপনার সেবা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:
[যোগাযোগ : ০১৭৯২-৩০৮৮৫০]
অথবা আমাদের সেন্টারে সরাসরি আসুন।)

#বিজয়_দিবস #স্বাধীনতা

🚨আপনি কি রক্তজনিত রোগে ভুগছেন?বিশেষজ্ঞ চিকিৎসা ও পরামর্শ নিয়ে নিন এখনই!রক্তরোগ, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ও অন্যান্য...
21/11/2024

🚨আপনি কি রক্তজনিত রোগে ভুগছেন?

বিশেষজ্ঞ চিকিৎসা ও পরামর্শ নিয়ে নিন এখনই!

রক্তরোগ, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ও অন্যান্য রক্তজনিত রোগে ভুগছেন?
সমাধানের জন্য পরামর্শ করুন অভিজ্ঞ চিকিৎসক 👨‍⚕️ডা: মোঃ রফিকুজ্জামান খান এর সাথে।

চিকিৎসার বিষয়সমূহ:

✅ দুর্বলতা ও রক্তস্বল্পতা
✅ কালো পায়খানা, জন্ডিস, রক্তপাত
✅ অতিরিক্ত মাসিক বা ঘনঘন মাসিক
✅ থ্যালাসেমিয়া এবং অন্যান্য রক্তরোগ
✅ লাল প্রস্বাব, জ্বর-গ্লান্ড ফোলা

👨‍⚕️ডা: মোঃ রফিকুজ্জামান খান
✍️এমবিবিএস, ডিসিপি, এফসিপিএস (হেমাটোলজি)
অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)
ইতালি, বেলজিয়াম, ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত।

রোগী দেখার সময়:

📅শুক্রবার
⏰সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত

ঠিকানা:

🏥হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার
#৬১৮, শেরশাহ্ রোড, (পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবন-১) এর পশ্চিম গলি, লক্ষীপুর, রাজশাহী।

📞 যোগাযোগ:
০১৯১৭-২২২৪৬৩, ০১৭২৭-২২৬৭৭২
📧 ইমেইল: drkhan64@gmail.com

বিশেষজ্ঞের সঠিক পরামর্শ এবং চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন!
হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার - রোগীদের জন্য নিবেদিত সেবা।

🌟 স্বাস্থ্য সেবায় আস্থা ও সেবা - হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার 🌟আমাদের ক্লিনিকে আপনাদের জন্য রয়েছে নি...
05/11/2024

🌟 স্বাস্থ্য সেবায় আস্থা ও সেবা - হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার 🌟

আমাদের ক্লিনিকে আপনাদের জন্য রয়েছে নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবার সকল ব্যবস্থা। ২০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মানের চিকিৎসা ও যত্ন প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের সেবাসমূহ:

নিরাপদ প্রসূতি সেবা: সিজারিয়ান সেকশন ও নরমাল ডেলিভারি, যেখানে আপনার মাতৃত্বকালীন যাত্রা হবে নিশ্চিত নিরাপদ।

ডায়াগনস্টিক সুবিধা: উন্নত মানের ল্যাব টেস্ট ও ডায়াগনস্টিক সুবিধা, দ্রুত ও নির্ভুল ফলাফল নিশ্চিত করে।

পরীক্ষিত ও প্রশিক্ষিত নার্সিং সেবা: ক্লিনিকের দক্ষ নার্স ও পরিচর্যাকারী দল সবসময় আপনার এবং আপনার পরিবারের পাশে।

নবজাতক যত্ন ও বিশেষ যত্ন সেবা: শিশু এবং বিশেষ যত্ন প্রয়োজন এমন রোগীদের জন্য প্রশিক্ষিত ও যত্নশীল সেবা প্রদান।

আমাদের লক্ষ্য হল, সেবা এবং সততা দিয়ে মানুষের আস্থা অর্জন করা। আপনার সুস্থতার দিকে আমরা সর্বদা যত্নবান।

যোগাযোগের ঠিকানা:
📍 ঠিকানা: হেলথ্ কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শেরশাহ্ রোড, (পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর পশ্চিম পার্শ্বে),লক্ষীপুর,রাজশাহী।
📞 ফোন: [০১৭৮৯৬৫২২২৫/০১৭৯২৩০৮৮৫০]

সুস্থ থাকার জন্য আসুন আমাদের পাশে। আমরা আছি আপনার স্বাস্থ্য সেবায় নির্ভরযোগ্য সহায়ক হিসেবে।

Address

Laxmipur More Shersha Road, Laxmipur
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Nursing Home & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Care Nursing Home & Diagnostic Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram