Dr. Abu Shahin

Dr. Abu Shahin Dr. Abu Shahin
MBBS (CMC), FCPS (Medicine), MRCP (UK). Associate Professor of Medicine,
Rajshahi Medical College.

Chamber:
Popular diagnostic centre Ltd
Room no-512, Bhaban-1, Laxmipur, Rajshahi. Contact for serial: 01776-847476
Hotline: 09613787811.

05/01/2025

চীনে সম্প্রতি একটি ভাইরাস খুব আলোচিত হচ্ছে যেটা হিউম্যান মেটানিও ভাইরাস-এর সম্বন্ধে সংক্ষেপে তুলে ধরা হলো;
হিউম্যান মেটাপনিউমোভাইরাস (Human Metapneumovirus)

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা মূলত শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আক্রান্ত করে। এটি প্রথম ২০০১ সালে আবিষ্কৃত হয় এবং এটি প্যারামিক্সোভাইরাস (Paramyxovirus) পরিবারের অংশ।

উপসর্গসমূহ:
এই ভাইরাস দ্বারা সৃষ্ট লক্ষণগুলি হালকা থেকে মাঝারি এবং কখনও কখনও গুরুতর হতে পারে। লক্ষণগুলো সাধারণত সর্দি-কাশির মতো হয়:
কাশি
শ্বাসকষ্ট
নাক দিয়ে পানি পড়া
গলা ব্যথা
জ্বর
গুরুতর ক্ষেত্রে ব্রংকিওলাইটিস বা নিউমোনিয়া হতে পারে।

কিভাবে ছড়ায়:
আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা।
হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো ছোট ছোট ড্রপলেট। দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর মুখ, নাক বা চোখ স্পর্শ করা।

ঝুঁকিপূর্ণ গোষ্ঠী:
৫ বছরের কম বয়সী শিশু
৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি
যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল
যারা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ভুগছেন

প্রতিরোধমূলক ব্যবস্থা:
নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া।
অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা।
সাধারণ স্পর্শকৃত পৃষ্ঠগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।
ভিড় এড়ানো এবং মাস্ক ব্যবহার করা।

চিকিৎসা:
এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই।
চিকিৎসা মূলত লক্ষণ উপশমের জন্য করা হয়:
পর্যাপ্ত পানি পান করা।
জ্বর এবং ব্যথার জন্য ওষুধ গ্রহণ।
গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

সতর্কতা:
চীনে সম্প্রতি HMPV সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

“সাপ ও স্বর্পদংশন বিষয় : জানতে হবে, জানাতে হবে (2)”- অধ্যাপক এম এ ফয়েজ সভাপতি টক্সিকোলজি সোসাইটি অফ বাংলাদেশ। সাবেক মহা...
30/06/2024

“সাপ ও স্বর্পদংশন বিষয় : জানতে হবে, জানাতে হবে (2)”

- অধ্যাপক এম এ ফয়েজ
সভাপতি টক্সিকোলজি সোসাইটি অফ বাংলাদেশ।
সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
অধ্যাপক মেডিসিন।

28/06/2024

রাসেলস ভাইপারের দংশনে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম আছে Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Lin...

28/06/2024
আতংক নয়জানতে হবে, চাই সচেতনতা,
28/06/2024

আতংক নয়
জানতে হবে,
চাই সচেতনতা,

তাপদাহ সম্পর্কে জানুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
25/04/2024

তাপদাহ সম্পর্কে জানুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

12/07/2022

Eid Mubarak to all.
My chamber will remain closed from 8/7 to 15/7/22.
I will do my chamber at Popular diagnostic Center, Rajshahi from 16/7/22.

21/05/2022

র‍্যাবেপ্রাজোল (Rabeprazole) নিয়ে কথা—

র‍্যাবেপ্রাজোল কি দেশে নিষিদ্ধ? বা ক্যানসারের ঝুকি বাড়ায়?
উত্তর হলোঃ কোনটাই না…,. তবে কি?

সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তর কমিটির ২৫৩তম সভার সিধান্ত অনুযায়ি ৮.৫% পেলিট সমৃদ্ধ Rabeprazole ক্যাপসুলের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত হয় এবং বাতিলের কারণ উক্ত কাম্পানী এ ধরণের ফর্মের USFDA বা UKMHRA-এর রেফারেন্স দিতে পারেনি।

Rabeprazole ওষুধটির বাংলাদেশের বাজারে দুধরণের ডোসেজ ফর্ম পাওয়া যায়। একটি ট্যাবলেট ও অন্যটি ক্যাপসুল।
যে সকল কোম্পানির Rabeprazole ক্যাপসুল ১৫% বা ২২.৫% পেলেট দিয়ে তৈরি, সেইগুলো বাতিল করা হয়নি।যেমন- Cap. Rabegend, Finix, Rebeca etc…….)

তাই অনেকে না বুঝেই ভুল তথ্য ছড়াচ্ছেন, যার ফলে তুলনামূলকভাবে নিরাপদ এবং নির্ভরযোগ্য এ ওষুধটির ব্যবহারকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

তাই নিঃ সন্দেহে আপনারা ১৫% সমৃদ্দ Rabeprazole ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

18/05/2022
18/05/2022
18/05/2022

Address

Popular Diagnostic Centre
Rajshahi
6000

Telephone

+8801733907807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Shahin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category