Sayeed's talks

Sayeed's talks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayeed's talks, Medical and health, Rajshahi.

MD ABU SAYEED
MBBS
Rajshahi medical College

subscribe my YouTube channel :https://youtube.com/?si=3s4CdekqeRY0BZlJ

সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে❤️

10/08/2025

আন্দোলন এরকমই হওয়া উচিত,

এদেশ আমার,
চিকিৎসার মতো মৌলিক অধিকার আদায় করে নিতে হবে, এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ুক। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হোক,মুখে নয় কাজে প্রমান চাই।

 শিশুদের প্রাণ রক্ষায় বাংলাদেশি ডাক্তারের অন্যবদ্য আবিষ্কার! বিশ্বের শীর্ষ গণমাধ্যমসমূহের শিরোনাম হওয়া এই ডাক্তার সম্পর্...
07/08/2025



শিশুদের প্রাণ রক্ষায় বাংলাদেশি ডাক্তারের অন্যবদ্য আবিষ্কার! বিশ্বের শীর্ষ গণমাধ্যমসমূহের শিরোনাম হওয়া এই ডাক্তার সম্পর্কে জানেন কি?

বিশ্বে প্রতি বছর ৯ লক্ষ ২০ হাজার শিশু [মা]রা যায় নিউমোনিয়ার কারণে যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায় মারা যায়। বর্তমানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল ডিজিস রিসার্চ সেন্টারে (icddr.b), সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে নিয়োজিত ডা. মোহাম্মদ জোবায়ের চিশতি এই নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্প খরচের ডিভাইস উদ্ভাবন করেন যা বাঁচাতে পারে লক্ষ লক্ষ শিশুর মূল্যবান প্রাণ।

নিউমোনিয়া মূলত হয়ে থাকে স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া অথবা রেসপিরাটরি সিনসাইটিকাল ভাইরাসের মতো অণুজীবের কারণে এবং এই রোগটি সরাসরি ফুসফুসকে আক্রান্ত করে। এই রোগের ফলে শরীরের অভ্যন্তরে ফুসফুস ফুলে যায় এবং ফুসফুসে তরল জমে যার কারণে ফুসফুস অক্সিজেন গ্রহণ করতে পারে না। ভেন্টিলেটরের সাহায্যে শিশুদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা সম্ভব কিন্তু, তা অনেক ব্যয়বহুল। ফলে দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশের মতো দেশে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের [মৃ]ত্যুর হার কমানো অনেক চ্যালেঞ্জিং।

এই একই রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন ডা. চিশতী৷ ১৯৯৬ সালে তিনি ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিলেন সিলেট মেডিকেল কলেজে৷ সেখানে প্রথম রাতেই তাকে মোকাবিলা করতে হয় অন্তত দুর্বিসহ পরিস্থিতির। একের পর এক নিউমোনিয়ার রোগী আসতে থাকে। সেদিন রাতে প্রায় ১৫-২০টি শিশুকে নিয়ে আসা হয় যার মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তিনি সর্বোচ্চ চেষ্টা করেও তাদের মধ্যে ৩ জন শিশুকে বাঁচাতে পারেননি। সেদিনই তিনি ঠিক করেন এই পরিস্থিতি তিনি বদলাবেন৷ রিসোর্সের অভাবে যেন আর কোনো শিশুকে [ম]রতে না হয়৷

ডাক্তার জোবায়ের চিশতি অস্ট্রেলিয়ায় কাজ করার সময় কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রশার এর মাধ্যমে নিউমোনিয়ায় আক্রান্ত ফুসফুসকে কার্যক্ষম রাখার পদ্ধতি দেখেন কিন্তু তা ছিলো অনেক ব্যয়বহুল। দেশে ফিরে তিনি আইসিডিডিআরবি তে যোগ দিয়ে একটি স্বল্পমূল্যের ডিভাইস বানানোর কাজে লেগে যান যাতে করে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা বাঁচতে পারে। তিনি একটি পরিত্যক্ত শ্যাম্পুর প্লাস্টিক বোতল নিয়ে তাতে পানি ভরেন এবং প্লাস্টিক সাপ্লাই টিউবের মাধ্যমে স্বল্পমূল্যের একটি ডিভাইস তৈরি করেন যা নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হতে পারে। দুই বছরের গবেষণার পর তিনি ল্যানসেটে গবেষণাপত্র প্রকাশ করেন। তার এই আবিষ্কার বেশ কার্যকরী৷ হাসপাতালগুলোতে নিউমোনিয়ায় শিশু মৃত্যুহার তিনি ৭৫% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দামী ভেন্টিলেটরের দাম যেখানে প্রায় ৮-১৫ লক্ষ টাকার মত, সেখানে প্লাস্টিকের এই যন্ত্র তৈরি করতে খরচ হয় মাত্র ২০০ টাকার মত!

২০১৭ সালে তার এই আবিষ্কার বিশ্বে চমক সৃষ্টি করে।

পাশাপাশি ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত নিউমোনিয়ায় ইনোভেশন সামিটে 'মোস্ট প্রমিজিং চাইল্ডহুড নিউমোনিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে তার এই আবিষ্কারটি৷ ডাক্তার জোবায়ের চিশতি তার এই ডিভাইস দিয়ে কো[ভি]ড-[১৯] এর রোগীদেরও প্রাণ রক্ষা করতে কাজ করেছেন বাংলাদেশ সরকারের সাথে।

কীভাবে কাজ করে এই যন্ত্র:

নিউমোনিয়া হলে শিশুদের অক্সিজেন দিতে হয়। তখন অক্সিজেন সিলিন্ডারের নলের সঙ্গে প্লাস্টিকের পানির বোতলের নলের একটি অংশ সংযুক্ত করা হয়। যখন শিশুটি শ্বাস নেয় তখন ওই নলের মাধ্যমে পানির বোতলে বুদবুদ তৈরি হয়। এতে বোতলের মধ্যে একটি চাপ তৈরি হয়। যা ফুসফুসকে সচল রাখতে সাহায্য করে, ফুসফুস চুপসে যেতে বাধা দেয় এবং নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন নেওয়া সহজ করে।

ডাক্তার জোবায়ের চিশতির এই আবিষ্কার সারা বিশ্বের দরিদ্র্য মানুষের কাছে এক আশীর্বাদস্বরূপ। বিশ্বব্যাপী শিশুদের প্রাণ বাঁচানো এই যুগান্তকারী আবিষ্কার আমাদের গর্বের এক উৎস।

©️Tawfique Hasan

ফিটনেস নিয়ে কঠিন  সমস্যার মধ্যে আছি।হোস্টেলে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের অভাবে ডায়েট করতে পারিনা৷ আবার বাসায় আসলে পছ...
06/08/2025

ফিটনেস নিয়ে কঠিন সমস্যার মধ্যে আছি।

হোস্টেলে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের অভাবে ডায়েট করতে পারিনা৷
আবার বাসায় আসলে পছন্দের খাবারের লোভে ডায়েট করতে পারিনা।
তাহলে ডায়েট করবটা কখন?

02/08/2025

নেতারা দেশেই চিকিৎসা নিলে জনগণের আস্থা বাড়বেই ইনশাআল্লাহ

এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ না...
02/08/2025

এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ নামের মেকানিকাল হার্ট স্থাপন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

উনিই সেই জাহাঙ্গীর কবির, আজ নতুনভাবে আলোচনায় এসেছেন জামাতের আমিরের ওপেন হার্ট/বাইপাস সার্জারী করে। ৪ টা বাইপাস লাগছে জামাতের আমিরের,যা আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

এই পর্যন্ত উনি ২৯০০০+ হার্ট সার্জারী করেছেন,চিন্তা করা যায়! ২৯ হাজার+। শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালে এমবিবিএস পাশ করার পর শুরু হয় তার ডাক্তারি জীবন।
এমন দক্ষ অনেক ডাক্টার আমাদের দেশে রয়েছেন নেই শুধু ভালো সিস্টেম/ম্যানেজমেন্ট কিংবা প্রোপার টেকনোলজি। দিনশেষে সেই সিস্টেম এর দোহাই দিয়ে দক্ষ ডাক্টাররাও হারিয়ে যায় কিংবা হয়ে যায় আনপ্রফেশনাল।এই সিস্টেমকে ঠিক করার প্রধান দায়িত্ব তো রাজনীতিবিদদের, তাহলে হয়তো এমন অসংখ্য জাহাঙ্গীর কবিরকে আমরা পাবো।

©️ Md. Mehfuz Ahmed

31/07/2025

লবন খেলেই কি ব্লাড প্রেশার বাড়ে?

WHO, এর মতে যাদের high blood pressure রয়েছে বা এর ঝুকির মধ্যে রয়েছে তাদের দিনে ৫ গ্রামের চেয়ে বেশি লবন খাওয়া উচিত নয়।

পরীক্ষায় বন্ধুর খাতা দেখে লিখে পাশ করা লোককে যখন ওষুধের বোতলের ডিজাইন করার দ্বায়িত্ব দেওয়া হয়।কিন্তু দেখে লেখেও নাম্বার ...
29/07/2025

পরীক্ষায় বন্ধুর খাতা দেখে লিখে পাশ করা লোককে যখন ওষুধের বোতলের ডিজাইন করার দ্বায়িত্ব দেওয়া হয়।

কিন্তু দেখে লেখেও নাম্বার বেশি পাইছে (দাম বেশি)

25/07/2025

৪ হাজার বছর আগে মিশরীয়রা কিভাবে মমি তৈরি করতো??

দিন কাল যা আসছে, ডাক্তারদের অস্ত্রের লাইসেন্স দেওয়া ছাড়া উপায় নাই🙂
25/07/2025

দিন কাল যা আসছে, ডাক্তারদের অস্ত্রের লাইসেন্স দেওয়া ছাড়া উপায় নাই🙂

এই অথর্ব উপদেষ্টার আসলেই পদত্যাগ করা উচিত।  ১ বছরে এই মহিলা কোনো কাজই করেনি, কোনো হাসপাতালের উন্নতি ও করেনি
23/07/2025

এই অথর্ব উপদেষ্টার আসলেই পদত্যাগ করা উচিত।

১ বছরে এই মহিলা কোনো কাজই করেনি, কোনো হাসপাতালের উন্নতি ও করেনি

ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা।

- হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

22/07/2025

আগুনে পোড়া রোগীর চিকিৎসায় তেলাপিয়া মাছ যেভাবে কাজে লাগে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed's talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram