Sayeed's talks

Sayeed's talks স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য জানতে এবং স্বাস্থ্য সচেতন হতে পেজটি ফলো করুন।

MD ABU SAYEED
MBBS,
Rajshahi medical College

টিকা দিন সুস্থ থাকুন🙂
16/10/2025

টিকা দিন সুস্থ থাকুন🙂

টাইফয়েড এর ভ্যাক্সিন দিন, সুস্থ থাকুন
10/10/2025

টাইফয়েড এর ভ্যাক্সিন দিন, সুস্থ থাকুন

তার নাম ছিল আনার্কা ওয়েস্টকট। ইতিহাসের বইয়ে তুমি তার নাম পাবে না, কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি তৈরি হয়েছে তার ক...
04/10/2025

তার নাম ছিল আনার্কা ওয়েস্টকট। ইতিহাসের বইয়ে তুমি তার নাম পাবে না, কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি তৈরি হয়েছে তার কষ্টের উপর। আনার্কার বয়স তখন মাত্র ১৭ বছর। তিনি ছিলেন এক দাসী মেয়ে, সদ্য সন্তান প্রসব করেছিলেন। সেই প্রসবে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল—রক্তপাত, যন্ত্রণা, আর অসহায় অবস্থা। তিনি চিকিৎসা পাওয়ার আশা করেছিলেন। কিন্তু সাহায্যের বদলে তাকে নিয়ে যাওয়া হলো এক চিকিৎসকের কাছে—চিকিৎসার জন্য নয়, বরং তাকে ব্যবহার করার জন্য।

সেই চিকিৎসকের নাম ছিল ড. জে. ম্যারিয়ন সিমস। আজ অনেকে তাকে “আধুনিক স্ত্রীরোগবিদ্যার জনক” বলে। কিন্তু তিনি আনার্কাকে একজন মানুষ হিসেবে দেখেননি, এক তরুণী হিসেবে তো নয়ই। তিনি তাকে দেখেছিলেন এক প্রয়োগের বস্তু হিসেবে।

তিনি আনার্কার শরীরে ৩০ বারেরও বেশি অস্ত্রোপচার করেন—কোনো অজ্ঞান না করে, কোনো সম্মতি ছাড়াই, কোনো দয়া ছাড়া। প্রতিটি ছুরিকাঘাতে আনার্কা চিৎকার করতেন। তার দেহ বারবার কাটা হতো, আবার জোড়া লাগানো হতো। তার যন্ত্রণা কেউ শুনত না, কারণ সে ছিল এক দাসী।

তার দেহের উপরই গড়ে উঠেছে আজকের স্ত্রীরোগবিদ্যার যন্ত্র, পদ্ধতি ও চিকিৎসা কৌশল। আর সেই ডাক্তার—তিনি হয়ে উঠলেন বিখ্যাত। তার নামে হাসপাতাল তৈরি হলো, তার মূর্তি স্থাপন করা হলো।

কিন্তু আনার্কা?
তাকে ভুলে যাওয়া হলো। না কোনো স্বীকৃতি, না কোনো স্মৃতিস্তম্ভ, না কোনো বিচার।

তার নাম জানার অধিকার আমাদের আছে।
তার কণ্ঠ শোনার সময় এসেছে।
এটাই আনার্কার গল্প—এবং আমরা অবশেষে তা বলছি।

আইলাবু
02/10/2025

আইলাবু

স্কুলে আমাদের স্যার ম্যামরা বলতো, আম্রিকা, ইংল্যান্ডে নাকি MP রা  শিক্ষকদের গাড়ি আগে যেতে দেয়। আর ওদের ওখানে সবার সমান অ...
25/09/2025

স্কুলে আমাদের স্যার ম্যামরা বলতো, আম্রিকা, ইংল্যান্ডে নাকি MP রা শিক্ষকদের গাড়ি আগে যেতে দেয়। আর ওদের ওখানে সবার সমান অধিকার। কেও রাস্তা আটকাতে পারে না।

Interesting
17/09/2025

Interesting

05/09/2025

মায়ের দুটি কিডনি এবং ছেলের ব্রেন চুরি করেছে কসাই ডাক্তার

কথা একদম সত্য 💯
03/09/2025

কথা একদম সত্য 💯

In every  group discussion, I’m the one on the right sided person
03/09/2025

In every group discussion, I’m the one on the right sided person

দিল্লি না ঢাকা??চেন্নাই, চেন্নাই 😆
03/09/2025

দিল্লি না ঢাকা??

চেন্নাই, চেন্নাই 😆

ওষুধের কমিশন অবৈধ ই হয় তাহলে এর দায় কি সরকারের উপর বর্তায় না? ড্রাগ এডমিনিস্ট্রেট অথোরিটি কি বসে বসে আঙ্গুল চুষে? তাদের ...
31/08/2025

ওষুধের কমিশন অবৈধ ই হয় তাহলে এর দায় কি সরকারের উপর বর্তায় না?
ড্রাগ এডমিনিস্ট্রেট অথোরিটি কি বসে বসে আঙ্গুল চুষে? তাদের দোষ কেও দিচ্ছে না।
নাকি সব দোষ ডাক্তারের?
যারা এগুলো হাতে করে নিয়ে আসে তাদের আগে শাস্তি হওয়া উচিত। ওষুধ কোম্পানিকেও জরিমানার আওতায় আনতে হবে।

আসলে যেই লঙ্কায় যায় সেই রাবন হয়। সরকারও চায় না ওষুধ কমিশন বন্ধ হোক। কারন এসব ওষুধ কোম্পানির মালিক গুলোই এদেশের প্রভাবশালী রাজনীতিবিদ। নিম্নমানের ওষুধ যদি কমিশন দিয়ে বিক্রি করা যায় তাহলে কেই বা চাইবে এগুলো বন্ধ করতে?

যাার সরকারে বসে আছে তারাও ভিউ পাইতে পাবলিক স্পিচ দেয় কিন্তু আইনগত কোনো ব্যাবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নাই।
তাই বলি যদি আঙ্গুল উঠাতে হয় তাহলে ডাক্তারের দিকে উঠানোর আগে সরকারের দিকে, ওষুধ কোম্পানির দিকে উঠান।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed's talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram