Sayeed's talks

Sayeed's talks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayeed's talks, Medical and health, Rajshahi.

MD ABU SAYEED
MBBS
Rajshahi medical College

subscribe my YouTube channel :https://youtube.com/?si=3s4CdekqeRY0BZlJ

সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে❤️

বোকা মানুষ ইঞ্জেকশন দিয়ে শরীরে চিপ ঢুকানোর কনস্পির‍্যাসি থিওরি নিয়ে কপচায়। করোনা ভ্যাকসিন, ইপিআই ভ্যাকসিন নিয়ে কত কনস্পি...
18/06/2025

বোকা মানুষ ইঞ্জেকশন দিয়ে শরীরে চিপ ঢুকানোর কনস্পির‍্যাসি থিওরি নিয়ে কপচায়। করোনা ভ্যাকসিন, ইপিআই ভ্যাকসিন নিয়ে কত কনস্পির‍্যাসি!!!
অথচ ফেসবুক ম্যাটা আর হোয়াটসঅ্যাপ ইরানের মিলিটারি জেনারেল, প্রাইমমিনিস্টার এবং টপ লেভেল পার্সনদের জিপিএস ডাটা ইসরাইল এবং আমেরিকার কাছে প্রোভাইড করেছে; প্রমাণ পেয়েছে ইরান। নেটওয়ার্ক শাটডাউন করেছে ইরান।
এই কথাটা ২০১৭ থেকে বলছি পকেটে মোবাইল ফোন রাখলে আপনাকে নিয়ন্ত্রণ করতে শরীরে চিপ ঢুকাতে হবে না। ইভেন মোবাইল ক্যান কন্ট্রোল ইয়োর মাইন্ডসেট এন্ড থিংকিং। কিভাবে?!
সেটা অন্য কোন দিন!

Md. Shariful Islam vai

বাবা শব্দটাই যেন দ্বায়িত্ব এবং দ্বায়িত্ব দিয়ে পূরন করা। এ যেন দ্বায়িত্ব থেকে বিরতি পাওয়ার কোনো পথ নেই।  বাবা শব্দটাই হলো...
15/06/2025

বাবা শব্দটাই যেন দ্বায়িত্ব এবং দ্বায়িত্ব দিয়ে পূরন করা। এ যেন দ্বায়িত্ব থেকে বিরতি পাওয়ার কোনো পথ নেই।

বাবা শব্দটাই হলো সন্তানদের ভবিষ্যত দেখতে গিয়ে নিজের সখ, নিজের পছন্দের জিনিস গুলো হারিয়ে ফেলা।।

সন্তান হিসেবে আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি ছিলো আমার মেডিকেল কলেজের ওরিয়েন্টেশনে নিজের আব্বাকে নিয়ে যেতে পারা।

আমার আব্বার হয়ত অনেক স্বপ্ন ছিলো আমাদের জন্য হয়ত সেই স্বপ্ন গুলো বেচে দিয়েছেন। কিন্তুু একটা বড় স্বপ্ন লালন করে আছেন, আল্লাহ চাইলে আমি সেই স্বপ্ন পূরন করব ইনশাআল্লাহ।
দোয়া প্রার্থী।

14/06/2025

আজ ১৪ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস,

ইমার্জেন্সি রক্ত দানে বাংলাদেশের অবস্থান আসলে কেমন??
আসুন জেনে নিই।

#রক্তদিন #রক্ত #ডাক্তার

আজ ১৪ ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস আজকের এই দিনে রক্ত দান করে জীবন বাঁচানো মহামানবদের  আমার পক্ষ থেকে অজস্র সালাম ও শ্রদ্ধ...
14/06/2025

আজ ১৪ ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস

আজকের এই দিনে রক্ত দান করে জীবন বাঁচানো মহামানবদের আমার পক্ষ থেকে অজস্র সালাম ও শ্রদ্ধা।

রক্ত দিন, জীবন বাঁচান🩸

নিজে রক্ত দিন, অপরকে রক্ত দিতে উৎসাহিত করুন🩸

ভালো চিকিৎসা পাওয়ায় যেন কাল হয়ে গেছে আমাদের।  ভালো চিকিৎসার জন্য শুধু রয়েছে অসুস্থ ব্যাক্তির দৌড়াদৌড়ি কিন্তু সরকার আসলে ...
12/06/2025

ভালো চিকিৎসা পাওয়ায় যেন কাল হয়ে গেছে আমাদের। ভালো চিকিৎসার জন্য শুধু রয়েছে অসুস্থ ব্যাক্তির দৌড়াদৌড়ি কিন্তু সরকার আসলে কোনো আমূল-পরিবর্তনকারী পদক্ষেপ নিতে পারেনি।

একটা মেডিকেল কলেজ হাসপাতালের যদি হয় এই অবস্থা তাহলে দেশের মানুষ কোথায় সেবা নিবে?

পরিস্থিতি টা এমন মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নেই ভাবখান এমন।

দেশের মানুষের চিকিৎসার মান বাড়াতে নতুন হাসপাতাল বা মেডিকেল কলেজ এর দরকার নেই দরকার হচ্ছে

১। উন্নত চিকিৎসা সরঞ্জাম
২ সকল টেস্ট করার ব্যাবস্থা করা। সরকারি হাসপাতালেই সকল টেস্ট করার সুযোগ রাখতে হবে।
৩। ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ এর দ্রুত নিয়োগ এবং তাদের সংখ্যা বাড়ানো।
৪। উপজেলা হাসপাতাল কে শুধু রেফার করার জন্য না রেখে আরো উন্নত করতে হবে এবং সকল ম্যানেজমেন্ট সুবিধা থাকতে হবে

সবদিকে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে চিকিৎসা সেবার মান তলানিতে ফেলে রাখার কোনো মানে হয় না। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সেতু আর টানেল বানানোর আগে মানুষের স্বাস্থ্যসেবার কথা ভাবতে হবে

11/06/2025

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে পাকা আম খান৷ সুস্থ থাকুন।

#কৌষ্টকাঠিন্য #আম

11/06/2025

বাচ্চাদের myopia প্রতিরোধে পাকা আম খাওয়ান 🥭🥭

#আম

11/06/2025

প্রতিটা রোগীর স্বজনের স্বপ্ন

আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। নতুন করে করোনার প্রকপে উপমহাদেশ
09/06/2025

আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। নতুন করে করোনার প্রকপে উপমহাদেশ

09/06/2025

তারমানে দাদাদের দেশের সাংবাদিক এবং আমাদের দেশের সাংবাদিকই সবচেয়ে ক্ষমতাধর। আর জনগণের সমর্থন পেতে একজন ডাক্তারের বিরুদ্ধে অবৈধ একশন নেওয়া যেন নিয়ম হয়ে গেছে।

একজন রোগী গোয়ার জিএমসি-র Photography বিভাগে এসে injection vit- B12 দাবি করেন। B12 কোনো জরুরি অবস্থা নয় — এটি যেকোনো জায়গা থেকেই নেওয়া যায়, এমনকি কিছুদিন দেরিতেও ক্ষতি হয় না। সিএমও (চিফ মেডিক্যাল অফিসার) নাকি ওই রোগীকে একটি সিএইচসি-তে (কমিউনিটি হেলথ সেন্টার) যাওয়ার পরামর্শ দেন।

পরে জানা গেল, ওই রোগী একজন সাংবাদিকের আত্মীয়, যার সরাসরি যোগাযোগ রয়েছে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের সঙ্গে। এরপর শুরু হলো সার্কাস।

রানে ওপিডি-তে ঢুকে পড়েন যেন তিনি কোনো নিম্ন বাজেটের বলিউড পুলিশ, সঙ্গে ছিল তাঁর স্টাফ এবং ক্যামেরা ক্রু। তিনি প্রকাশ্যে ওই সিএমও-কে ডাকেন — যিনি একজন সম্মানিত চিকিৎসক, বছরের পর বছর ধরে জনসেবা ও শিক্ষকতায় যুক্ত — এবং তাঁকে জুনিয়রদের সামনে অপমান করেন, হুমকি দেন এবং ঘটনাস্থলেই সাসপেন্ড করে দেন, কোনো ব্যাখ্যা শোনার প্রয়োজনও মনে করেননি।

এখন এই মন্ত্রী বলছেন তিনি নাকি “গরিবের জন্য লড়াই” করছিলেন? ধুর! কোনো গরিব মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে সরাসরি ফোন করার সুযোগ পায় না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোগী ছিলেন এক সাংবাদিকের আত্মীয়, কোনো দরিদ্র বা অসহায় মানুষ নন যাঁর চিকিৎসা পাওয়াটা কঠিন।

ধরে নিলাম, যদি ওই চিকিৎসক কোনো ভুল করেও থাকেন, তাহলে তারও একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে: তদন্ত হওয়া উচিত, শোকজ নোটিশ ইস্যু করা উচিত, তাঁর জবাব নেওয়া উচিত, প্রয়োজন হলে সাক্ষ্য-প্রমাণ সহ বিশ্লেষণ — তারপরেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই রাস্তার মাতব্বরি দেখানো কি কোনো নির্বাচিত প্রতিনিধি’র শোভা পায়? অফিসের মর্যাদা রক্ষা করা শিখুন, প্রশাসনকে মিডিয়া সার্কাসে পরিণত করবেন না।

08/06/2025

কুরবানির ঈদে আগের মতো আনন্দ করতে পারিন🥹

এক ফ্রিজে আমার কলিজার ভাগ মেরে দিছে😔

#ঈদ #মাংস

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed's talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share