Pasilc

Pasilc Psychological Assessment and Service for Improving Life Competencies (PASILC) (জীবনের ?

CBT ট্রেনিং এর তৃতীয়  দিন । আজকেও ট্রেনিং ফ্যাসিলিটেট করছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ড. তানজির আহমেদ তুষ...
23/08/2025

CBT ট্রেনিং এর তৃতীয় দিন ।

আজকেও ট্রেনিং ফ্যাসিলিটেট করছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ড. তানজির আহমেদ তুষার

23/08/2025

Love Language সম্পর্কে জানুন

চলছে প্যাসিল্ক আয়োজিত CBT ট্রেনিং এর দ্বিতীয়  দিন এর ট্রেনিং। আজকের ট্রেনিং ফ্যাসিলিটেট করছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ...
22/08/2025

চলছে প্যাসিল্ক আয়োজিত CBT ট্রেনিং এর দ্বিতীয় দিন এর ট্রেনিং।

আজকের ট্রেনিং ফ্যাসিলিটেট করছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ড. তানজির আহমেদ তুষার এবং জিয়ানুর কাবির

19/08/2025
19/08/2025

😔 সবসময় নিজেকে আড়াল করে রাখা, সম্পর্ক এড়িয়ে চলা – এটা শুধু লাজুক স্বভাব নয়, হতে পারে Avoidant Personality Disorder (APD)।

👉 অনেকেই ভেতরে ভেতরে ভোগেন এই সমস্যায়, কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারেন না।
👉 সময়মতো সচেতনতা, সহায়তা ও সঠিক থেরাপি জীবনে পরিবর্তন আনতে পারে।

🎥 ভিডিওতে জেনে নিন DSM-5 অনুযায়ী Avoidant Personality Disorder-এর লক্ষণ।

✨ মানসিক চাপ, দুঃশ্চিন্তা বা কোনো সমস্যায় ভুগছেন?👉 প্যাসিল্ক দিচ্ছে ফ্রি কাউন্সেলিং সার্ভিস!📅 সময়: ১৭ই আগস্ট থেকে ১৬ই ডি...
17/08/2025

✨ মানসিক চাপ, দুঃশ্চিন্তা বা কোনো সমস্যায় ভুগছেন?
👉 প্যাসিল্ক দিচ্ছে ফ্রি কাউন্সেলিং সার্ভিস!

📅 সময়: ১৭ই আগস্ট থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত
📍 স্থান: প্যাসিল্ক ট্রেনিং সেন্টার, চৌদ্দপাই, বিনোদপুর, রাজশাহী

💬 আপনার সমস্যার সমাধানে পাশে থাকবেন অভিজ্ঞ কাউন্সেলরগণ।
👉 আজই যোগাযোগ করুন এবং নিজের মানসিক শান্তি ফিরে পান।

📞 01727147714
🌐 www.pasilc.com.bd

প্যাসিল্কে আয়োজিত আজকের সারাদিনের সোসাল স্কিল ট্রেনিং এর একদল নতুন ট্রেনার ও ট্রেইনি।যারা কি না দশম ব্যাচের ট্রেইনি প্রফ...
16/08/2025

প্যাসিল্কে আয়োজিত আজকের সারাদিনের সোসাল স্কিল ট্রেনিং এর একদল নতুন ট্রেনার ও ট্রেইনি।
যারা কি না দশম ব্যাচের ট্রেইনি প্রফেশনাল সাইকোলজিস্ট। ট্রেনিং শেষ হওয়ার আগেই এতগুলো নতুন ট্রেইনি কে ট্রেনিং করানোর মতো দক্ষতা অর্জন করেছে,এটা সত্যিই অনেক বড় একটা এচিভমেন্ট তাদের জন্য।

🎓✨ প্যাসিল্ক নবম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ✨🎓 ১৫ আগস্ট ২০২৫🌟বিশেষ মুহূর্তে নবম ব্যাচের সার্টিফিকেট প্রদান সম্প...
16/08/2025

🎓✨ প্যাসিল্ক নবম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ✨🎓

১৫ আগস্ট ২০২৫
🌟বিশেষ মুহূর্তে নবম ব্যাচের সার্টিফিকেট প্রদান সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
প্রফেসর ড. মোহাঃ এনামুল হক স্যার
চেয়ারম্যান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমাদের মাঝে উপস্থিত ছিলেন –
সৈয়দ নাদিক আক্তার স্যার
সহযোগী অধ্যাপক, রাজশাহী কলেজ
এছাড়াও উপস্থিত ছিলেন নবম,দশম ব্যাচ সহ আরো অন্যান্য ব্যাচের পার্টিসিপ্যান্ট

আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।

16/08/2025

যৌন জীবনে বাধা? এটা শুধু শারীরিক নয়, মানসিক কারণেও হতে পারে।
সাইকোসেক্সুয়াল ডিসফাংশন একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা - কিন্তু অনেকেই লজ্জায় চুপ থাকেন।
চুপ থাকলে সমস্যা বাড়বে, সমাধান হবে না। সাইকোলজিস্ট মোঃ হাসান আল্ ফারাবী হিমেলের কাছে জেনে নিন DSM-5 অনুযায়ী এর ধরন, কারণ এবং চিকিৎসা।
ভিডিওটি দেখুন, সচেতন হোন — এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে কথা বলুন।

Address

Rajshahi

Opening Hours

Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 15:00 - 17:30

Telephone

+8809611900210

Alerts

Be the first to know and let us send you an email when Pasilc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pasilc:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram