22/01/2024
👉মিষ্টি কন্ঠ পেতে ও মুখের দুর্গন্ধ দূর করতে যষ্টিমধু খুবই উপকারী । শত শত বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবে যষ্টিমধু বেশ পরিচিত।
👉গ্যাস্ট্রিক আলসার, এজমা, গলাব্যাথা, কাশি সহ আরো অনেক রোগ উপশমে বহুমুখি গুণসম্পন্ন ভেষজ “যষ্ঠিমধু” এ জন্য “যষ্টিমধুকে” মাল্টিপারপাস হার্বস বলা হয়।
যষ্টিমধু খাওয়ার উপকারিতা-
✅কাশি,গলাব্যথা ও রক্তক্ষরণরোধে যষ্টিমধু খুব কার্যকর।
✅যাদের মুখে দূর্গন্ধ হয় এবং দাঁতে পাথর জমে যষ্টিমধু দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের পাথর ও দূর্গন্ধ দূর হবে।
✅কন্ঠনালীর জন্য যষ্টিমধু খুবই উপকারী।এজন্য বিখ্যাত সঙ্গীত শিল্পীরা যষ্টিমধু খেয়ে থাকেন কণ্ঠস্বর ভালো রাখার জন্য।
✅দুধের সাথে যষ্টিমধু গুড়া মিলিয়ে পান করলে স্মৃতিশক্তি প্রখর হয়।
✅যষ্টিমধুতে থাকা গ্লাইসিরাইজিন বিষাক্ত উপাদান থেকে লিভারকে সুরক্ষিত রাখে।
✅যষ্টিমধু,তিলের তেল ও আমলকী একসাথে মিশিয়ে মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ ও খুশকি নির্মূল হয়।
✅যষ্টিমধুর গুড়োর সাথে খাঁটি ঘি মিশিয়ে মুখে ব্যবহার করলে মুখের ব্রণ,বলিরেখা ও চর্মরোগ দূর এবং ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।
✅বুকে কফ জমে থাকলে ও খুসখুসে কাশি হলে চায়ের সাথে যষ্টিমধু মিশিয়ে পান করলে বুকের কফ ও কাশি সেরে যাবে।
✅নিয়মিত যষ্টিমধু খেলে কথার জড়তা বা তোতলাভাব সেরে যায়।
✅যষ্টি মধু এসিডিটির সমস্যা দূর করে।এক্ষেত্রে ফুটানো পানিতে যষ্টি মধুর গুঁড়া ভিজিয়ে ঠাণ্ডা করে তার সাথে মধু মিশিয়ে পান করলে দ্রুত ফল পাওয়া যায়
🌿 চলুন আমরা আবার ক্যামিকেল থেকে ফিরে আসি প্রকৃতির দিকে, সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান🤲
Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.