06/11/2025
শীতকালে নাকের বা ব্যবহার সর্তকীকরণ,
দীর্ঘদিন ব্যবহার করার ফলে Rebound Congestion এর জন্য Swelling হয়ে স্থায়ীভাবে হতে পারে,ফলে নাক বন্ধ হয়ে শ্বাস-প্রস্বাস নেওয়া সম্পুর্ণভাবে বন্ধ হতে পারে, সেক্ষেত্রে #মাথাব্যথা তীর্বতা আরো বেড়ে যেতে পারে!!!
দীর্ঘদিন নাকের ড্রপ বা স্প্রে ব্যবহারের ফলে, #ঘ্রানশক্তি কমে যেতে পারে,এতে খাবারের গন্ধ বা স্বাদ সম্পুর্ণ চলে যেতে পারে।
#নাকজ্বালাপোড়া করা,গলা শুকিয়ে যাওয়া,ঘুমহীন,চোখে দিয়ে পানিপড়া ও লাল,ঝাপসা দেখা সমস্যা হতে পারে।
Nasal_decongestants (নাকের ড্রপ/স্প্রে) or
খুব সতর্ককতার সাথে ব্যবহার করতে হবে
কারণ,
নাসারন্ধ্রএ #মিউকোসা_ইনফ্লামেশন তৈরি করে!
?এখন প্রশ্ন হলো
সর্বোচ্চ_কতদিন এইসব ড্রপ ব্যবহার করা উত্তম,
১-৭ দিন শ্রেয় এরপরেও প্রয়োজন হলে একটানা সর্বোচ্চ ১-১৪ দিন, এর বেশি হলে !
শীতকালে আমাদের দেশে এইসব ড্রপ ছাড়া অনেকের চলেই না!
এমন কি স্প্রেগুলোও দীর্ঘদিন ব্যবহার করা ড্যাঞ্জারাস!
একটু সাবধানতা ও একটু সর্তকতায় আপনিও সুস্থ থাকতে পারেন!
ডাঃ মোঃ হারুন উর রশিদ
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সহযোগী অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগ
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী
#অনুসন্ধানঃ / #সিরিয়াল: ০১৩২৪৪০১১২১