
11/07/2025
✅ 🩺 হিজামা (কাপিং) চিকিৎসা – সুন্নাহ তারিখে করুন, স্বাস্থ্য ও সওয়াব দুটোই নিন! 🩺
হিজামা বা কাপিং থেরাপি রাসুলুল্লাহ ﷺ এর পছন্দনীয় চিকিৎসা পদ্ধতি। তিনি নিজে করেছেন, সাহাবাদের করেছেন এবং করার জন্য উৎসাহ দিয়েছেন।
🌙 ✅ হাদিসে এসেছে:
📌 রাসুলুল্লাহ ﷺ বলেছেন –
«إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ»
✅ অর্থঃ "তোমরা যেসব চিকিৎসা করো, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা।"
(সহিহ বুখারি 5696, মুসলিম 2205)
🌙 ✅ সুন্নাহ তারিখসমূহ:
হিজামার জন্য চন্দ্র মাসের বেজোড় দিনগুলো উত্তম।
✅ ১৭, ১৯, ২১ – এই তিনটি তারিখ বিশেষভাবে সুন্নাহ হিসেবে বর্ণিত।
📌 রাসুলুল্লাহ ﷺ বলেছেন –
«احْتَجِمُوا لِسَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى وَعِشْرِينَ»
✅ অর্থঃ "তোমরা হিজামা কর ১৭, ১৯ ও ২১ তারিখে।"
(তিরমিজি 2051, সহিহ হিসেবে বর্ণিত)
---
🌿 ✅ সুন্নাহ তারিখে হিজামার উপকারিতা:
⭐ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
⭐ মাথাব্যথা, মাইগ্রেন উপশম হয়
⭐ রক্তে বিষাক্ত পদার্থ দূর করে
⭐ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
⭐ বাত, জয়েন্টের ব্যথা উপশম করে
⭐ মানসিক চাপ, অনিদ্রা কমাতে সহায়ক
⭐ সুন্নাহ অনুযায়ী করার বরকত ও সওয়াব পাওয়া যায়
---
💚 ✅ হিজামা – শুধু চিকিৎসা নয়, সুন্নাহও!
রাসুলুল্লাহ ﷺ এর এই প্রিয় চিকিৎসা পদ্ধতিকে জীবনে স্থান দিন। সুন্নাহ তারিখে হিজামা করে নিন, আল্লাহর রহমত ও শিফা আশা করুন।
🩺আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন।
📞সিরিয়াল নিতে ফোন করুনঃ
🩺মহিলা: 01516572235 (WhatsApp)
🩺পুরুষ: 01537736170 (WhatsApp)
🌐বালিয়াপুকুর মেইন রোড, আর এইচ গেট (রুয়েট ২য় গেট) এর অপজিটে,উপরভদ্রা, রাজশাহী।
Google লোকেশনঃ https://maps.app.goo.gl/AgYEcMFdPesp1fT58
✅ #হিজামা #সুন্নাহ_চিকিৎসা #হিজামা_তারিখ