
06/06/2025
পবিত্র ঈদুল আযহা—
ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হবার আহ্বান...
ইব্রাহিম (আ.)-এর নিঃস্বার্থ ত্যাগ ও ইসমাইল (আ.)-এর আনুগত্য আমাদের শিক্ষা দেয়—
আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই ঈমানের পরিচয়।
এই ঈদে আমাদের প্রতিটি কাজ হোক তাকওয়ার ভিত্তিতে।
মানবতার সেবাই হোক আমাদের কুরবানি।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা গড়ে তুলি একটি সুস্থ, সংবেদনশীল ও সহানুভূতিশীল সমাজ।
🌙 লাইফ_লাইন ডায়াগনস্টিক সেন্টারের
পক্ষ থেকে—
ঈদুল আযহার শুভেচ্ছা ও দোয়া।
ঈদ মোবারক!
— মোঃ মতিউর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
#এই #এই #আমরা