22/10/2025
🎉 গর্বের মুহূর্ত 🎉
লাইফ লাইন পরিবারের প্রিয় চিকিৎসক ডা. হামিদা পারভীন এখন সহকারী অধ্যাপক (Assistant Professor)!
এটি শুধু তাঁর একার অর্জন নয় — এটি আমাদের সবার গর্ব।
যিনি বহু নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাতে পাশে থেকেছেন নির্ভরতার প্রতীক হয়ে,
আজ সেই মানুষটি আরও একধাপ এগিয়ে গেলেন সাফল্যের সিঁড়িতে।
লাইফ লাইন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে
ডা. হামিদা পারভীন ম্যাডামকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার মতো চিকিৎসকের সঙ্গে পথ চলতে পারা আমাদের জন্য সম্মানের।
#অভিনন্দন