28/03/2024
#পলিসিস্টিক_ওভারি_সিনড্রোম
PCOS হলো নারীদের একটি হরমোনজনিত রোগ৷ একজন নারী তার সন্তানধারণ সময়কালের অর্থাৎ পিরিয়ড হওয়ার পর থেকে মেনোপোজ হওয়ার সময় পর্যন্ত, যেকোনো সময়ে এই রোগে আক্রান্ত হতে পারেন, যা তার সন্তানধারণ করার ক্ষমতা বা ফারটিলিটি-কে বাধাগ্রস্থ করতে পারে৷
PCOS-এর সম্ভাব্য লক্ষণসমূহ:
১. শরীরের বিভিন্ন অংশে অপ্রয়োজনীয় চুল গজানো৷ যেমন–মুখমণ্ডল, স্তন, হাত কিংবা পায়ের পাতায়।
২. প্রতিনিয়ত চুল পড়া বা চুলের ঘনত্ব হালকা হতে থাকা৷
৩. ত্বক অতিরিক্ত তেলতেলে হওয়া বা ব্রণ হওয়া।
৪. শরীরের বিভিন্ন অংশের ত্বক কালো হয়ে যেতে থাকা যেমন–হাত কিংবা স্তনের নিচের ত্বকে, গলার পেছনের অংশে, কুঁচকিতে কালো দাগ ইত্যাদি৷
৫. ঘুমে সমস্যা হওয়া কিংবা সারাক্ষণ দুর্বলতা অনুভব করা৷
৬. মাথাব্যথা৷
৭. পিরিয়ডকালীন সময়ে অতিরিক্ত রক্ত যাওয়া৷
৮. অনিয়মিত পিরিয়ড হওয়া৷
৯. গর্ভধারণে সমস্যা হওয়া৷
১০. ওজন বাড়তে থাকা৷
আপনি এমন অসুস্থতায় ভুগলে বা নিজের মধ্যে এমন কোন একটা লক্ষন খেয়াল করলে, দ্রুত চলে আসুন নর্থ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার এ। নর্থ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার , রাজশাহীতে নিয়মিত রোগী দেখছেন , প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: আমিনা খাতুন।
নর্থ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার
লক্ষ্মীপুর, রাজশাহী
যোগাযোগ : ০১৭১৫-৪১২০৫৪