
19/04/2025
আলহামদুলিল্লাহ 🧡
আমার রক্তে বাঁচলে প্রান,
করবো না কেনো রক্তদান"🥰
ডোনেট নং :- ১৭০
রক্তের গ্রুপ:- (O+)
রোগীর সমস্যাঃ সিজার.
রক্তদানের তারিখ:- ১৯/০৪/২০২৫ইং
রক্তদানের স্থানঃ- রামগঞ্জ সরকারি হসফিটাল।
আলহামদুলিল্লাহ 🌹💗😘🥰
একজন মূমর্ষ রোগীর ডাকে সাড়া দিয়ে ১৩তম বারের মতো রক্ত দান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি ও ইশা ব্লাড ব্যাংক রামগঞ্জ উপজেলার সহ-সভাপতি আল-আমিন।
মহান আল্লাহ রোগী ও রক্তদাতা দুজনকেই সুস্থ রাখুক।
মানবতার ডাকে সারা দিয়ে এগিয়ে আসার জন্য ইশা ব্লাড ব্যাংক রামগঞ্জ পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও দোয়া রইলো।