Health and Beauty Care Expert

Health and Beauty Care Expert This page is made for helping others by providing good products and services by us. We always assure

25/06/2020

Digital Marketing job opportunity in Bangladesh

** পন্য - Aura beauty cream (অরা বিউটি ক্রীম). অরা বিউটি ক্রীম হবে আপনার (ছেলে বা মেয়ে) টোটাল বিউটি সলিউশন।* উপাদান  - 1...
15/06/2020

** পন্য -
Aura beauty cream (অরা বিউটি ক্রীম).

অরা বিউটি ক্রীম হবে আপনার (ছেলে বা মেয়ে) টোটাল বিউটি সলিউশন।

* উপাদান -
1. Aqua 72%।
2. CETYL Alcohol 5%।
3. Tea tree oil ।
4. Ginger essential oil।
5. Stearic acid।
6. Aloe vera।
7. Camphor essential oil।
8. Glycerin 5%।

* উপকারিতা -
১. ব্রন ও ব্রনের দাগ দূর করে।
২. মেছতা দূর করে।
৩. চোখের নীচের কালো দাগ দূর করে।
৪. Rash কমায়।
৫. মুখ উজ্জ্বল করবে।
৬. রোঁদে পোঁড়া ভাব কমাবে।

১ টি ক্রীম দেড় মাস ব্যবহার করা য়ায়। পনের(১৫) বছর বয়স থেকে ব্যবহার করা য়ায়। প্রতি রাতে ব্যবহার করতে হয়। চেহারার অবস্থা খুব খারাপ হলে দিনে ও ব্যবহার করতে পারেন।

* ব্যবহার বিধি -
১. আপনার ত্বকের ধরন অনুযায়ী প্রতি রাতে Aura face wash দিয়ে মুখ ধুয়ে নিবেন।
২. Aura green tea toner ৩/৪ ফোঁটা তুলাতে নিয়ে মুখে হালকা করে দিবেন। কালো বা স্পট যুক্ত স্হানে বেশি দিতে পারেন।
৩. ৫ মিনিট পর Aura face serum ৩/৪ ফোঁটা তুলাতে নিয়ে মুখে হালকা করে দিবেন।
৪. ৫ মিনিট পর খুব অল্প পরিমানে Aura beauty cream মুখে মাখবেন।

* ওজন - ১৮ গ্রাম।

* দাম - ৮৫০ টাকা

যোগাযোগ - +৮৮০১৬৮৫০৭১৪০৬

** পন্য -Shefa Natural Fat Trim Capsule(শেফা ন্যাচারাল ফ্যাট ট্রিম ক্যাপসুল).আমেরিকার ( USA) তৈরী & FDA (Food & Drug Adm...
09/06/2020

** পন্য -
Shefa Natural Fat Trim Capsule(শেফা ন্যাচারাল ফ্যাট ট্রিম ক্যাপসুল).

আমেরিকার ( USA) তৈরী & FDA (Food & Drug Administration of USA) অনুমোদিত সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্য খাবার যা পুরুষ বা মহিলা সবার শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে স্মার্ট হতে সাহায্য করে।

* উপকারিতা -
১. শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি কমায়।
২. পেটের হজমের বিভিন্ন সমস্যা সমাধান করে। হজম ভালো হলে চর্বি কমে।
৩. স্বাস্থ্যের উন্নতি ও পুনরুদ্ধার করতে সাহায্য করে।
৪. মেদ বা চর্বি কমলে ও প্রয়োজনীয় পুষ্টি থাকায় শরীর দুর্বল হয় না।

*সেবম বিধি -
১. প্রতিদিন ১/২ টা ক্যাপসুল নিয়মিত খেতে হবে।
২. রাতে খাবার এর পর খাবেন।

* পরিমান -
প্রতি বোতলে থাকে ৩০ টা ক্যাপসুল।

* দাম -
২৮০০ টাকা (MRP).

*** স্হুুলতা কমান, স্মার্ট হোন......

* যোগাযোগ -
+৮৮০১৬৮৫০৭১৪০৬

** পন্য -Shefa Natural Diabetic Formula(শেফা ন্যাচারাল ডায়াবেটিস ফর্মুলা) .আমেরিকার ( USA) তৈরী & FDA (Food & Drug Admin...
09/06/2020

** পন্য -
Shefa Natural Diabetic Formula(শেফা ন্যাচারাল ডায়াবেটিস ফর্মুলা) .

আমেরিকার ( USA) তৈরী & FDA (Food & Drug Administration of USA) অনুমোদিত সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্য খাবার যা সর্বদা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনাকে সুস্থ সুন্দর জীবন দেবে।

* উপকারিতা-
১. রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ও রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
২. চিনি ও চর্বি কে বিপাক ক্রিয়া ঘটিয়ে নিয়ন্ত্রণে রাখে।
৩. হার্ট কে সুস্থ রাখে।
৪. প্রশ্রাব কে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
৫. হার্ট কে সুস্থ রাখতে সাহায্য করে।
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৭. উচ্চ রক্ত চাপ ও চর্বি নিয়ন্ত্রণে সহায়তা করে।

*সেবম বিধি -
১. প্রতিদিন ১/২ টা ক্যাপসুল নিয়মিত খেতে হবে।
২. রাতে খাবার এর পর খাবেন।

* পরিমান -
প্রতি বোতলে থাকে ৬০ টা ক্যাপসুল।

* দাম -
২৮০০ টাকা (MRP).

*** ডায়াবেটিকস মুক্ত জীবন গড়ুন সব ধরনের রোগ থেকে অনেকটা মুক্ত থাকুন.....

* যোগাযোগ -
+৮৮01685071406

** পন্য - Aura body whitening pack ( অরা বডি হোয়াইটেনিং প্যাক)। * উপাদান -১. ল্যাভেন্ডার২. চন্দন৩. নিম৪. মুলতানি মাটি৫. ...
09/06/2020

** পন্য - Aura body whitening pack ( অরা বডি হোয়াইটেনিং প্যাক)।

* উপাদান -
১. ল্যাভেন্ডার
২. চন্দন
৩. নিম
৪. মুলতানি মাটি
৫. মধু
৬. দুধ-কমলার খোসার গুড়া
৭. এসেনশিয়াল অয়েল

** উপাদান গুলোর কাজ ও উপকারিতা -

*চন্দন-
১. এই পন্যের মূল উপাদান চন্দন ত্বকের সৌন্দর্য্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে ব্যবহার হয়ে আসছে গৃহস্থ বাড়িতে।
২. চন্দন শুধু ফর্সা হতে সাহায্য করে না সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে ও ত্বকের নানান আঘাত কমাতে ও সাহায্য করে।

* নিম-
১. ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে।
২. নিম ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে ও কাজ করে।
৩. নিমে আছে ১৩০ রকমের ঔষধি গুন।
৪. ত্বক ও বডির ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর।
৫. নিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও খুবই কার্যকর।

* মুলতানি মাটি -
১. বলি রেখা ও ব্রণ সারাতে খুবই কার্যকর।
২. মুলতানি মাটিতে আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড যা ব্রণ সারাতে খুবই কার্যকর।
৩. অনেক ধরনের রুপ চর্চার দ্রব্যে মুলতানি মাটি ব্যবহার হয়ে থাকে।
৪. ত্বকের মৃত কোষ পরিষ্কার করে ত্বক কে শ্বাস নিতে সাহায্য করে যা ত্বকের সব ক্ষেত্রে উন্নতি ঘটায়।
৫. ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি করে।
৬. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বক কে টান টান করে।
৭. ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে কার্য্যকর।

* উপকারিতা -
১. ব্রণ হয়ে যদি তার থেকে দাগ হয় তাহলে চিন্তার কোন কারন নেই। সপ্তাহে ৪ দিন বা চাইলে প্রতিদিন অরা বডি হোয়াইটেনিং প্যাক ব্যবহার করলে ব্রণের দাগ সহ সব ধরনের কালো দাগ দূর করবে।
২. ব্রণ হওয়ার পর ত্বকে ছোট ছোট গর্ত দেখা য়ায়। বডি প্যাক ব্যবহারে তা দূর হয়।
৩. খোলা লোম কূপের সমস্যা ধীরে ধীরে সমাধান করে।

* ব্যবহার বিধি -
১. গোসলের সময় গলা থেকে নখ পর্যন্ত পুরো শরীরে ২০ মিনিট বডি প্যাক লাগিয়ে রাখতে হবে।
২. তারপর অল্প পানি দিয়ে পুরো শরীর ৫-৭ মিনিট ম্যাসাজ করতে হবে।
৩. এরপর ধুয়ে ফেলতে হবে।
৪. সাবান ব্যবহার করা যাবে না।
৫. শরীর শুকিয়ে পরে Aura body serum ব্যবহার করতে হবে।

* ওজন - ৪০০ গ্রাম।

* দাম - ৫৫০ টাকা ( MRP)

* যোগাযোগ - 01685071406

চুলের নানান সমস্যা থেকে বাচতে ব্যবহার করতে পারেন আমাদের Hair Tonic. সম্পুর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
28/03/2020

চুলের নানান সমস্যা থেকে বাচতে ব্যবহার করতে পারেন আমাদের Hair Tonic. সম্পুর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

27/03/2020

I need some people who find job but they haven't any job experience but they desperately trying to get a job.
This post's only require these skills:
1. Leadership Skill
2. BNCC Members
3. Rover Skate

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health and Beauty Care Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram