BIRDEM General Hospital

BIRDEM General Hospital No More Diabetic Patient will die without treatment- Dr. Mohammad Ibrahim

26/03/2025
ডায়াবেটিস সচেতনতা দিবস       ২৮ ফেব্রুয়ারী ২০২৫
27/02/2025

ডায়াবেটিস সচেতনতা দিবস
২৮ ফেব্রুয়ারী ২০২৫

18/02/2025

বারডেম জেনারেল হাসপাতালে যুক্তরাজ্যের সেন্ট ক্লেয়ার হসপিটালের সহায়তায় দেশে প্রথমবারের মতো প্যালিয়েটিভ কে...

18/02/2025

বারডেম জেনারেল হাসপাতালে সেন্ট ক্লেয়ার হসপিসের (যুক্তরাজ্য) সহায়তায় প্রথমবারের মতো প্যালিয়েটিভ কেয়ার–বিষয়ক তি....

ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা চালু হলো বারডেম হাসপাতালে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস প্র...
10/12/2024

ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা চালু হলো বারডেম হাসপাতালে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসা-সেবা দেয়া হবে। এ লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে আজ ২ ডিসেম্বর ২০২৪ সোমবার বেলা ১১.৩০ টায় বারডেম মিলনায়তনে (৩য় তলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। এ ছাড়া, বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী। ক্যান্সার চিকিৎসায় ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং (এনজিএস)’ সম্পর্কে বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. এম শওকত হাসান এবং ইমিউনোলজি বিভাগের প্রধান ও চিফ রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম। অনুষ্ঠানে দেশের ক্যান্সার বিশেষজ্ঞসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এখন থেকে বারডেমে ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস-ভিত্তিক বিআরসিএ-১ ও বিআরসিএ-২-এর মাধ্যমে স্তন ক্যান্সার ও ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা চালু রয়েছে। আন্তর্জাতিক নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে বর্তমানে ফুসফুস, কোলন ও প্রোস্টেটের মতো সলিড টিউমারের ক্ষেত্রে এনজিএস-ভিত্তিক ক্যান্সার জিন প্যানেল পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। এছাড়া, বিশেষ পরিস্থিতিতে লিকুইড বায়োপ্সির মতো অত্যাধুনিক পরীক্ষাও অবিবিলম্বে শুরু হবে। বারডেমে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা থাকায় রোগীরা দেশেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুবিধা পাবেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

উল্লেখ্য, বিশ্বের পাঁচটি অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সারের স্থান চতুর্থ। পৃথিবী জুড়ে অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যুর কারণ ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, কিডনিরোগ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগগুলি। এসব রোগের কারণে ১৭০ লক্ষ মানুষের মৃত্যুর মধ্যে ৮৬% মানুষের মৃত্যু ঘটছে বাংলাদেশের মতো নি¤œ ও মধ্য আয়ের দেশগুলোতেই। বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৩ থেকে ১৫ লাখ, যার মধ্যে প্রতি বছর প্রায় দুই লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়। পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার এবং হেড-নেক ক্যান্সার রয়েছে শীর্ষ স্থানে। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়।

দুঃখজনকভাবে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার শনাক্ত হয় দেরিতে। এর মূল কারণ, দেশে উপযুক্ত রোগনির্ণয়ের সুবিধা না থাকা।

14/11/2024

আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে রক্ত পরীক্ষা ছাড়াই ডায়াবেটিস এর ঝুঁকি জানতে (DRC App) ক্লিক করুণ-https://play.google.com/store/apps/details?id=com.sakosys.DRC অথবা গুগল প্লে স্টোর থেকে DRC App টি ডাউনলোড করুন।

14/11/2024

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম ও জাইকা এর যৌথ উদ্যোগে আয়োজিত- “ডাক্তার, নার্স ও প্যারামেডিক্সদের মধ্যে ইনসুলিন ও গ্লকোমিটারের ব্যবহার সম্পর্কিত জ্ঞান যাচাই” বিষয়ক সার্ভেটিতে অংশগ্রহন করুন।

সার্ভেটি শুধুমাত্র ডাক্তার, নার্স ও প্যারামেডিক্সদের জন্য।
https://forms.gle/u2ze9mG2uPqHFaTz9

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ও স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রামের ...
14/11/2024

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ও স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রামের এর যৌথ প্রয়াসে "গর্ভধারণ পূর্ব সেবার মাধ্যমে গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ" বিষয়ক একটি বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হয়েছে। আগামি ৬ মাসের মধ্যে গর্ভধারণে সক্ষম নারী (১৮-৪০ বছর)বাচ্চা নেয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অতিসত্বর বিনামূল্যে নিম্নোক্ত সেবাটি গ্রহণ করুন।

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when BIRDEM General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BIRDEM General Hospital:

Share

Category