Doctor Nazmul Bappi

Doctor Nazmul Bappi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor Nazmul Bappi, Medical and health, Ramna.
(3)

ডক্টর|মেন্টাল হেলথ|নিউরো সাইকিয়াট্রি|স্কিন| সেক্সুয়াল হেলথ |হেলথ এডুকেটর | সোশ্যাল এক্টিভিস্ট
MBBS(DMC),BCS(Health),CCD(Birdem),
PGT(Medicine),MD Resident Phase-B ,Psychiatry,BMU(PG Hospital ) Hi This is Dr Nazmul Huda Bappi
MBBS(DMC),BCS(HEALTH)
CCD(BIRDEM),PGT(MEDICINE)
MD Resident,Psychiatry,BSMMU
This page if for Heath related medical tips and etc

🧠 ব্রেন টিউমারঃ আগে ভাগে সচেতন হোন, সুস্থ থাকুন!ব্রেন টিউমার এমন একটি জটিল অবস্থা, যা সময়মতো চিকিৎসা না পেলে হতে পারে প্...
07/07/2025

🧠 ব্রেন টিউমারঃ আগে ভাগে সচেতন হোন, সুস্থ থাকুন!

ব্রেন টিউমার এমন একটি জটিল অবস্থা, যা সময়মতো চিকিৎসা না পেলে হতে পারে প্রাণঘাতী। তবে আধুনিক চিকিৎসা এবং দ্রুত নির্ণয়ের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

🔍 ব্রেন টিউমারের সাধারণ লক্ষণ গুলোঃ
▪️ মাথাব্যথা, বিশেষ করে সকালের দিকে
▪️ বমি ভাব বা বারবার বমি হওয়া
▪️ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা কমে যাওয়া
▪️ স্মৃতিশক্তি বা চিন্তা-শক্তির দুর্বলতা
▪️ শরীরের একদিকে দুর্বলতা বা অবশতা
▪️ খিঁচুনি হওয়া বা আচরণগত পরিবর্তন

©







04/07/2025

২ মিনিট এ কমিয়ে ফেলুন আপনার স্ট্রেস
হেডফোন দিয়ে শুনুন।।

জুম্মা মোবারক ❤️❤️
04/07/2025

জুম্মা মোবারক ❤️❤️

দেশে মাদকের অবস্থা ভয়াবহ। আপনার সন্তান কে চোখে চোখে রাখুন। কোথায় যাচ্ছে কার সাথে মিশছে নজরে রাখুন।।**আন্তর্জাতিক মাদক নি...
26/06/2025

দেশে মাদকের অবস্থা ভয়াবহ। আপনার সন্তান কে চোখে চোখে রাখুন। কোথায় যাচ্ছে কার সাথে মিশছে নজরে রাখুন।।

**আন্তর্জাতিক মাদক নিরাময় দিবস**
২৬ জুন ২০২৫

🧠 "মাদক নয়, জীবন বেছে নিন!"

আজকের দিনে আমাদের শপথ হোক— মাদক থেকে মুক্ত সমাজ গড়ার।
মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবারকে আঘাত করে।
সহানুভূতি, সচেতনতা ও সহায়তায় গড়ে উঠুক একটি নেশামুক্ত আগামি।

🩺 মানসিক সহায়তার জন্য পাশে আছি।

আলহামদুলিল্লাহ চিকিৎসা এরকম একটি পেশা যেখানে সেবাগ্রহিতাকে কখনো অবৈধ ঘুষ দিতে হয় না। মাত্র ১০ টাকার টিকেটে সরকারি হাসপাত...
20/06/2025

আলহামদুলিল্লাহ চিকিৎসা এরকম একটি পেশা যেখানে সেবাগ্রহিতাকে কখনো অবৈধ ঘুষ দিতে হয় না। মাত্র ১০ টাকার টিকেটে সরকারি হাসপাতালে সেবা পাওয়া যায়।

একজন সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর হাতে আকা ছবি। ছবিটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল)  এর মনোরোগ বিভাগ থেকে...
16/06/2025

একজন সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর হাতে আকা ছবি।
ছবিটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল) এর মনোরোগ বিভাগ থেকে সংগৃহীত।

নতুন কোভিডের লক্ষ্মণ গুলো জেনে নিন।
11/06/2025

নতুন কোভিডের লক্ষ্মণ গুলো জেনে নিন।

২০২০ সালের নোভেল করোনা ভাইরাস কে মনে আছে?আবার ফিরে এসেছে সেই করোনা,নতুন রূপে!পরিচিতিঃনোভেল করোনা(SARS-CoV-2) এর এখন পর্য...
10/06/2025

২০২০ সালের নোভেল করোনা ভাইরাস কে মনে আছে?
আবার ফিরে এসেছে সেই করোনা,নতুন রূপে!

পরিচিতিঃনোভেল করোনা(SARS-CoV-2) এর এখন পর্যন্ত ৫টি প্রজাতি এসেছে-Alpha,Beta,Delta,Gamma,Omicron.
এবার যেগুলো ফিরে এসেছে এগুলো Omicron প্রজাতির।
মিউটেশনের সাথে সাথে Omicron এর আবার অনেক উপজাত হয়েছে-BN,XBB,JN.1,ইত্যাদি।
এদের মধ্যে JN.1 বর্তমানে ব্যাপক তান্ডব চালাচ্ছে।
JN.1 এর জাতগুলো হলো XFG,XFC,NB 1.8.1
ভারতে ছড়িয়ে পড়া ভ্যারিয়েন্ট হলো NB 1.8.1
এবং বাংলাদেশে শনাক্ত হওয়া রোগীদের প্রায়ই সব রোগী XFG ও XFC ভ্যারিয়েন্টে আক্রান্ত!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে জানা গেছে, এই সাবভ্যারিয়েন্টটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের থেকে প্রায় চারগুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বাজারে প্রচলিত করোনা টিকাগুলো এই ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয়।

লক্ষণঃ
-গলাব্যথা
-জ্বর
-খুব দ্রুত ক্ষুদা চাহিদা কমে যাওয়া
-জয়েন্টে ব্যথা,
তবে অনেক ক্ষেত্রে এটি ব্যথাহীন ভাবে আক্রমণ করছি।
⚠️এটির আরেকটি বড় সমস্যা হলো-এটি নাকের সোয়াব পরীক্ষায় অনেক ক্ষেত্রে সঠিক ফলাফল দিচ্ছে না।কারণ এটি গলাকে আক্রমণ না করে সরাসরি ফুসফুস কে আক্রান্ত করছে এবং নিউমোনিয়া সৃষ্টি করছে।

✅ কী করণীয়?
1. মাস্ক ব্যবহার করুন-বিশেষ করে ভীড় বা ঘন এলাকায় ।
2. হাত পরিষ্কার রাখুন-সাবান বা স্যানিটাইজার সঙ্গে রাখুন।
3. লক্ষণ দেখুন
4. পরীক্ষা করান
5. চিকিৎসা নিন

দেশে গত মে মাস থেকেই করোনার প্রকোপ বাড়ছে।চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬।বৃহস্পতিবার (৫ জুন) করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও যান।দেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।অর্থাৎ বুঝতেই পারছেন-এটির শনাক্তের হার বেশ অনেক বেশি!সুতরাং সাবধান থাকুন,সুস্থ থাকুন!
-
স্বাস্থ্য ভাবনা-Health Tips

⚠️অতীব জরুরী ⚠️
08/06/2025

⚠️অতীব জরুরী ⚠️

এখানে দুজন বাচ্চা,এখানে দুইটাই স্বাস্থ্যকর বাচ্চা, তিন মাস বয়সী, দুজনকেই শুধুমাত্র  বুকের দুধ ফিড করানো হয় এবং বিশ্বাস ...
07/06/2025

এখানে দুজন বাচ্চা,
এখানে দুইটাই স্বাস্থ্যকর বাচ্চা,
তিন মাস বয়সী,
দুজনকেই শুধুমাত্র বুকের দুধ ফিড করানো হয় এবং বিশ্বাস করেন বাম দিকের মোটা নয়, ডানদিকের শিশুও অপুষ্ট নয়।

এগুলি স্বাভাবিকতার ভিন্নতা!

সম্ভবত, যখন তারা ক্রলিং বা হামাগুড়ি শুরু করবে তখন বাম দিকের বাচ্চাটা কিছুটা শুকিয়ে যাবে এবং ডানদিকের জন একটু মাসল ম্যাস গেইন করবে।

আপনার সন্তানের তুলনা অন্য শিশুদের সাথে করবেন না।

প্রত্যেকেই আলাদা।

ওয়েট বেশি মানেই ভাল হয় আবার শুকনা মানেই পুস্টিহীন নয়।

সোর্স - the motherhood
©

আবার বাড়ছে কোভিড।
04/06/2025

আবার বাড়ছে কোভিড।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার পরিচিত কোন থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সারের রোগীর আর্থিক সহায়তার প্রয়োজন থাকলে ...
26/05/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার পরিচিত কোন থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সারের রোগীর আর্থিক সহায়তার প্রয়োজন থাকলে অতিদ্রুত নিম্নোক্ত কাগজপত্র নিয়ে হেমাটোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করলে যাচাই-বাছাই করে সহায়তা পেতে পারেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
সহায়তায়: সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অফিস, ডিএমসিএইচ।
©

Address

Ramna

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Nazmul Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Nazmul Bappi:

Share