10/06/2025
২০২০ সালের নোভেল করোনা ভাইরাস কে মনে আছে?
আবার ফিরে এসেছে সেই করোনা,নতুন রূপে!
পরিচিতিঃনোভেল করোনা(SARS-CoV-2) এর এখন পর্যন্ত ৫টি প্রজাতি এসেছে-Alpha,Beta,Delta,Gamma,Omicron.
এবার যেগুলো ফিরে এসেছে এগুলো Omicron প্রজাতির।
মিউটেশনের সাথে সাথে Omicron এর আবার অনেক উপজাত হয়েছে-BN,XBB,JN.1,ইত্যাদি।
এদের মধ্যে JN.1 বর্তমানে ব্যাপক তান্ডব চালাচ্ছে।
JN.1 এর জাতগুলো হলো XFG,XFC,NB 1.8.1
ভারতে ছড়িয়ে পড়া ভ্যারিয়েন্ট হলো NB 1.8.1
এবং বাংলাদেশে শনাক্ত হওয়া রোগীদের প্রায়ই সব রোগী XFG ও XFC ভ্যারিয়েন্টে আক্রান্ত!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে জানা গেছে, এই সাবভ্যারিয়েন্টটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের থেকে প্রায় চারগুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বাজারে প্রচলিত করোনা টিকাগুলো এই ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয়।
লক্ষণঃ
-গলাব্যথা
-জ্বর
-খুব দ্রুত ক্ষুদা চাহিদা কমে যাওয়া
-জয়েন্টে ব্যথা,
তবে অনেক ক্ষেত্রে এটি ব্যথাহীন ভাবে আক্রমণ করছি।
⚠️এটির আরেকটি বড় সমস্যা হলো-এটি নাকের সোয়াব পরীক্ষায় অনেক ক্ষেত্রে সঠিক ফলাফল দিচ্ছে না।কারণ এটি গলাকে আক্রমণ না করে সরাসরি ফুসফুস কে আক্রান্ত করছে এবং নিউমোনিয়া সৃষ্টি করছে।
✅ কী করণীয়?
1. মাস্ক ব্যবহার করুন-বিশেষ করে ভীড় বা ঘন এলাকায় ।
2. হাত পরিষ্কার রাখুন-সাবান বা স্যানিটাইজার সঙ্গে রাখুন।
3. লক্ষণ দেখুন
4. পরীক্ষা করান
5. চিকিৎসা নিন
দেশে গত মে মাস থেকেই করোনার প্রকোপ বাড়ছে।চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬।বৃহস্পতিবার (৫ জুন) করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও যান।দেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।অর্থাৎ বুঝতেই পারছেন-এটির শনাক্তের হার বেশ অনেক বেশি!সুতরাং সাবধান থাকুন,সুস্থ থাকুন!
-
স্বাস্থ্য ভাবনা-Health Tips