15/07/2025
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে, কাঙ্ক্ষিত বিজয় এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। – ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আজ মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে শহীদ ডা. মিলন হলে ‘জুলাই গণঅভ্যুত্থান মাস ২০২৫’ (৩৬ জুলাই) উদযাপনের অংশ হিসেবে “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” স্মরণে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।
জাতীয় এই স্মরণানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহকারী প্রক্টর ডা. মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুঃফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, ইয়াহিয়া খান ও হুমায়ুন কবীর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন,
জুলাই বিপ্লব আবেগের বিষয়। এটি একটি গণজাগরণ। পৃথিবীর বহু দেশে জুলাই বিপ্লব নিয়ে আগামী দিনে পলিটিক্যাল সায়েন্সে গবেষণা হবে। জনগণের সর্বস্তরের অংশগ্রহণের কারণেই এটি সফল হয়েছে, কাঙ্ক্ষিত বিজয় এসেছে, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। এই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারলেই এটি সত্যিকার অর্থে সার্থক হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন,
জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় দেশকে ভালোবাসার, নিজের স্বার্থকে পাশে রেখে জাতীয় স্বার্থে কাজ করার। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।
গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন,
জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের চেতনার উন্মেষ। শহীদদের আত্মত্যাগ আমরা কোনো দিন শোধ করতে পারবো না, কিন্তু তাঁদের স্মৃতি রক্ষায় আমাদের দায়িত্ব রয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন,
জুলাই বিপ্লবের স্মৃতি আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এটিকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।
ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে নির্মিত ভিডিও ডকুমেন্টারির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।
#জুলাই_বিপ্লব #গণঅভ্যুত্থান২০২৪