Harbal Aid BD

Harbal Aid BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Harbal Aid BD, Medical and health, Dhaka.

23/11/2024

যাদের পায়ের গোড়ালি ব্যাথা করে তাদের জন্য Heel Guard খুবি উপকারি। এটির সিলিকন প্যাড পায়ের গোড়ালিতে আরামদায়ক অনুভূতি প্রদান করে এবং পায়ের গোড়ালির চাপ শোষণ করে নেয়। যার ফলে পায়ের গোড়ালিতে চাপ অনেক কম অনুভুত হয়ে এবং নিয়মিত ব্যাবহারে ব্যাথা ধীরে ধীরে কমতে থাকে।

Heel Guard Heel Pain Protector কাদের জন্য * যারা পায়ের গোড়ালি ব্যাথায় ভুগছেন। * যাদের দিনের বেশির ভাগ সময় জুতা পড়ে থাকতে হয়। * যাদের পায়ের তালু সমান। * যাদের পায়ে বা অন্য কোন অঙ্গে অপারেশনের ফলে অতি সাবধানে চলাফেরা করতে হয়। * যারা পা ঘামার কারণে মেডিকেল ইনসোল ব্যাবহার করতে পারছেন না।

* যাদের পায়ের গোড়ালির হাড় বেড়ে যাবার কারণে গোড়ালি ব্যাথায় ভুগছেন। Heel Cushion Heel Pain Protector এর উপাদান ও বৈশিষ্ট্য * সিলিকনের তৈরি দীর্ঘদিন ব্যাবহারেও আকৃতি থাকে অবিকৃত। * যেকোন জুতায় ব্যাবহার করা যায়। * অত্যন্ত নমনীয় হওয়ায় প্রতি পদক্ষেপে শক এবজর্ভ করে আপনার পায়ের পাতা, গোড়ালি ও হাঁটুকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করে। * আপনার পায়ের গোড়ালি ব্যাথা প্রশমিত করে, হিল স্পার প্রতিরোধ করে এবং সর্বোপরি আরামদায়ক পথচলা নিশ্চিত করে।

* Breathable Air Holes থাকার কারণে পায়ের তালুতে ঘাম হয় না। * বিশেষজ্ঞ ডাক্তারগণ পায়ের গোড়ালি ব্যাথার চিকিৎসায় বিভিন্ন প্রকারের Orthotic ব্যাবহারের পরামর্শ দিয়ে থাকে

ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে

24/05/2024

আসছে নওতাপ ২০২৪
NASA জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
সাবধানে থাকবেন
জনকল্যাণ স্বার্থে পোস্ট টি শেয়ার করুন ।

18/04/2024

নিজে জানুন।
অন্যকে জানান।

“Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

সকল প্রকার সাপ্লি মেন্ট,  হারবাল,ইনফা' র্টিলিটি মেডে সিনের জন্য যোগাযোগ করতে পারেন। ইম্পোর্টেড ও শতভাগ কার্যকরী ইনশাআল্ল...
05/01/2024

সকল প্রকার সাপ্লি মেন্ট, হারবাল,ইনফা' র্টিলিটি মেডে সিনের জন্য যোগাযোগ করতে পারেন।
ইম্পোর্টেড ও শতভাগ কার্যকরী ইনশাআল্লাহ্‌!

ডেঙ্গি জ্বরের লক্ষণসংক্রমণের প্রায় ৪ বা ৬ দিন পরে ডেঙ্গির লক্ষণ দেখা দেয়।1. উচ্চ তাপমাত্রায় জ্বর2. মাথাব্যথা3. চোখে ব্...
12/08/2023

ডেঙ্গি জ্বরের লক্ষণ

সংক্রমণের প্রায় ৪ বা ৬ দিন পরে ডেঙ্গির লক্ষণ দেখা দেয়।

1. উচ্চ তাপমাত্রায় জ্বর
2. মাথাব্যথা
3. চোখে ব্যথা
4. পেশী এবং জয়েন্টে...

Dengue Fever:এডিস মশার কামড়ে ডেঙ্গি হয়। ডেঙ্গিতে উচ্চ তাপমাত্রায় জ্বর, মাথাব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা হয়। ডেঙ্গি হ.....

লিভার এবং নিউরো মেডিসিন
31/07/2023

লিভার এবং নিউরো মেডিসিন

Female product
29/07/2023

Female product

Address

Dhaka

Telephone

+8801738298199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harbal Aid BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Harbal Aid BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram