Maternal & Child Health Training Institute - MCHTI, Azimpur, Dhaka

Maternal & Child Health Training Institute - MCHTI, Azimpur, Dhaka Specialized Centers | MATERNAL AND CHILD HEALTH TRAINING INSTITUTE (MCHTI)
AZIMPUR, DHAKA, BANGLADESH In 1960: The institution was upgraded to 100 bed hospital.

In 1953: Started with 20-bed hospital by the joint initiative of UNICEF and WHO. Its main objective was limited MCH services, training of Lady Health Visitors (LHV) engaged in MCH/FP activities. In 1991: Government of Bangladesh submitted a proposal to Govt. of Japan to upgrade the MCHTI by Grant Aid. Japan Government agreed to support for the up-gradation & renovation. In1997: MCHTI got the statu

s and certificate as a ‘Baby Friendly Hospital’ by WHO and UNICEF. In May 1998: A contact was signed between the Governments of Bangladesh & Japan and reconstruction & renovation work of MCHTI was started. In September 1999: Launched five years Technical Assistance Project for "Human Resource Development in Reproductive Health" (HRDRH) in connection with Grant Aid. In June 2000: Reconstruction & renovation was completed and modernization of MCHTI with extension of 100 bed to 173 bed . The Honorable Prime Minister of Bangladesh and Japan inaugurated the newly constructed MCHTI on 19th August, 2000. At present Woman Friendly Hospital Initiative (WFHI) has been taken to ensure in MCHTI :
Quality of Care. Delivery of ‘Mother-baby package’. Management and reporting of ‘Violence against Women (VAW)’. Gender equity in health services delivery with appropriate allocation of resources for women. Objectives :
To reduce maternal morbidity and mortality of pregnant women of the country. To reduce infant mortality rate through quality care. To work as a model center for Family Planning services. To act as a tertiary referral center for Maternal & Child Health (MCH) and Family Planning (FP). To serve as a Maternal and Child Health Care Training Institute especially in the field of Sexual and Reproductive Health (SRH). To serve as leading Training Organization (LTO) for building capacity of the MCH service providers of Bangladesh and in the region. Clinical Achievements

The quality of clinical services has been remarkably improved during the implementation of HRDRH Project (1992-2004). Investment into modern diagnostic technology enabled to provide 24 hrs. Services to clients instead of referring patients to other facilities. Along with the quality of clinical services, the capacity of staff for delivering quality MCH has increased. Modern diagnostic equipment enabled to offer various tests at low cost. Statistics show development of clinical services and increased number to patients that represents a higher reputation of the institution.

নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ শিশু জন্ম নেয়ার পরে, শিশুর  মায়ের সাথে আজ বিকালে পরিচালক মহোদয় শুভেচ্ছা বিনিময় করছেন।
14/07/2024

নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ শিশু জন্ম নেয়ার পরে, শিশুর মায়ের সাথে আজ বিকালে পরিচালক মহোদয় শুভেচ্ছা বিনিময় করছেন।

অত্র হাসপাতালের পরিচালক ডা: তৃপ্তি বালা  মহোদয় এর প্রত্যক্ষ ততত্বাবধানে জুলাই মাসের ৪ তারিখ থেকে শিশু ওয়ার্ডে মা ও শিশুদ...
12/07/2024

অত্র হাসপাতালের পরিচালক ডা: তৃপ্তি বালা মহোদয় এর প্রত্যক্ষ ততত্বাবধানে জুলাই মাসের ৪ তারিখ থেকে শিশু ওয়ার্ডে মা ও শিশুদের জন্য সপ্তাহে অন্তত একদিন পুষ্টিকর খাবার প্রদান, সমাজ কল্যান বিভাগের সহযোগিতায় শুরু করা হয়েছে।

06/06/2024
03/06/2024

নিরাপদ মাতৃত্ব দিবস -২৮ শে মে, ২০২৪ উপলক্ষে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুরে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় * হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাচান*। অত্র প্রতিষ্ঠান এর পরিচালক ডা: তৃপ্তি বালা, তার বক্তব্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি র গুরুত্ব ও অত্র প্রতিষ্ঠান এ প্রাতিষ্ঠানিক ডেলিভারি কিভাবে আরো বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন।

আজ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর সম্মানিত পরিচালক ডা: তৃপ্তি বালা অত্র প্রতিষ্ঠান এর জাতীয় ভিটামিন-এ ...
01/06/2024

আজ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর সম্মানিত পরিচালক ডা: তৃপ্তি বালা অত্র প্রতিষ্ঠান এর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ভোদন করেন। এসময় তিনি ৬ মাস হতে ৫ বৎসর বয়সী শিশুদের জন্য ভিটামিন-এ র গুরুত্ব তুলে ধরেন এবং এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন

আজ নিরাপদ মাতৃত্ব দিবস -২৮ শে মে, ২০২৪ উপলক্ষে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুরে, এক আলোচনা সভা অনু...
28/05/2024

আজ নিরাপদ মাতৃত্ব দিবস -২৮ শে মে, ২০২৪ উপলক্ষে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুরে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় * হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাচান*। অত্র প্রতিষ্ঠান এর পরিচালক ডা: তৃপ্তি বালা, তার বক্তব্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি র গুরুত্ব ও অত্র প্রতিষ্ঠান এ প্রাতিষ্ঠানিক ডেলিভারি কিভাবে আরো বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন।

আজ ২৫/৫/২০২৪ ইং তারিখে অত্র হাসপাতালে র গাইনী বিভাগে অনারারি ট্রেনিং কার্যক্রম চলমান রাখা এবং শিশু বিভাগে পুনরায় অনারারি...
25/05/2024

আজ ২৫/৫/২০২৪ ইং তারিখে অত্র হাসপাতালে র গাইনী বিভাগে অনারারি ট্রেনিং কার্যক্রম চলমান রাখা এবং শিশু বিভাগে পুনরায় অনারারি ট্রেনিং কোর্স চালুর বিষয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (BCPS)এর একটি প্রতিনিধি দল, অত্র হাসপাতাল পরিদর্শন করেন। এসময় অত্র হাসপাতালে সম্মানিত পরিচালক ডা: তৃপ্তি বালা র নেতৃত্ব এ বিভাগীয় প্রধানগন, সিনিয়র চিকিৎসক গন পরিদর্শন দলকে হাসপাতালের বিভিন্ন বিভাগ এবং কার্যক্রম তুলে ধরেন। গাইনী বিভাগের কনসালটেন্ট ডা: শিরীন হাসপাতাল এবং গাইনী বিভাগের কার্যক্রম বিষয়ক একটা তথ্যবহুল চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।প্রফেসর এবিএম মাকসুদুল আলম আলম এর নেতৃত্বে BCPS এর প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন,প্রফেসর মো: জাহাঙ্গীর আলম,প্রফেসর শেখ জিন্নাত আরা নাসরিন।

আজ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুর, ঢাকায় ,  comprehensive newborn care package ( CNCP) - TOT for ...
23/05/2024

আজ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুর, ঢাকায় , comprehensive newborn care package ( CNCP) - TOT for Doctors, প্রশিক্ষণ এর সমাপনী দিনে প্রশিক্ষনার্থী দের মাঝে সার্টিফিকেট প্রদান করেন, জনাব. আব্দুন নূর মোহাম্মদ আল ফিরোজ, অতিরিক্ত সচিব,
মহাপরিচালক,পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এসময় আরো উপস্থিত ছিলেন ডা: মো: মনিরুজ্জামান সিদ্দীকী,পরিচালক, (এমসিএইচ সার্ভিসেস ইউনিট),; ডা তৃপ্তি বালা, পরিচালক,( এমসিএইচটিআই,আজিমপুর ঢাকা), ডা: কাজী মো: জোবায়ের গালীব, লাইন ডিরেক্টর (এমসি-আরএএইচ)।

28/04/2024
মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার...
17/03/2024

মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। হাসপাতালের সুযোগ্য পরিচালক ডাক্তার তৃপ্তি বালা মহোদয় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় প্রধানগন,ট্রেনিং কো অরডিনেটর,সিনিয়র কনসালট্যান্ট গাইনি বক্তব্য রাখেন। পরিচালক মহোদয় তার বক্তব্যে জাতির পিতার দেখানো পথে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে শিশুদের গুরুত্ব তুলে ধরেন। শিশুদের সুস্থ দেহ, সুন্দর মন গড়ে তুলতে অভিভাবক হিসাবে আমাদের করনীয় স্মরণ করিয়ে দেন। শিশুরা চিত্রাঙ্কন , কবিতা, ছড়া, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরিচালক মহোদয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন এবং উপস্থিত সকল শিশু কে নিয়ে কেক কাটেন। জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।
আজ হাসপাতাল এ শিশুদের মাঝে কেক এবং চকলেট বিতরন করা হয়।আউটডোর বিনামূল্যে শিশু রোগীদের সেবা দেয়া হয়। ইনডোর এ ভর্তি থাকা শিশু রোগীদের মাঝে হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে বিশেষ উপহার প্রদান করা হয়। হাসপাতালের সকল ভর্তি থাকা রোগীদের জন্য আজ বিশেষ খাবার এর ব্যবস্থা করা হয়েছে।

এমসিএইচটিআই, আজিমপুর, ঢাকায় আজ ০২/০২/২০২৪খ্রি. তারিখ ৪র্থ তলায় পরিষ্কার  অভিযান চালানো হেয়েছে।
02/02/2024

এমসিএইচটিআই, আজিমপুর, ঢাকায় আজ ০২/০২/২০২৪খ্রি. তারিখ ৪র্থ তলায় পরিষ্কার অভিযান চালানো হেয়েছে।

Address

Azimpur
Ramna
1205

Alerts

Be the first to know and let us send you an email when Maternal & Child Health Training Institute - MCHTI, Azimpur, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maternal & Child Health Training Institute - MCHTI, Azimpur, Dhaka:

Share