10/07/2025
"জিপিএ-৫ না পেয়ে থেমে যাইনি, বরং দাঁড়াতে শিখেছি..." 🌱
রেজাল্টের দিনটা কারো জন্য আনন্দের, আবার কারো জন্য ভীষণ হতাশার।
তোমরা অনেকেই এখন দুশ্চিন্তায় ডুবে আছো, ভাবছো “রেজাল্ট ভালো না হলে বুঝি জীবনটাই শেষ!” কিন্তু একটু থেমে ভাবো, তুমি কি আল্লাহর পরিকল্পনার কথা মনে করছো? "Allah is the best planner." তিনি জানেন, কখন কী দেওয়া তোমার জন্য উত্তম।
আজকে হয়তো অনেকেই ভালো রেজাল্ট করবে, আবার অনেকে আশানুরূপ রেজাল্ট পাবে না। কিন্তু রেজাল্ট ভালো হয়নি মানেই কি জীবন থেমে যাবে? উত্তর একটাই : না, কখনোই না। এটা হয়তো তোমার জন্য একটা পরীক্ষা, তোমার ধৈর্য, তোমার ভরসা, আর তোমার চেষ্টা কতটা দৃঢ়, সেটাই দেখার সময়। ভবিষ্যতে আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছেন, হয়তো এখনই সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অপেক্ষা করো, সময়ই সব বলে দিবে।
📖 “অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে আছে স্বস্তি।” সূরা আল-ইনশিরাহ। আজকের খারাপ দিনটা চিরস্থায়ী নয়। যেমন করেই হোক, এই সময়টাও পেরিয়ে যাবে। সুখের দিনও ঠিক আসবে, ইনশাআল্লাহ। তাই, হতাশ হয়ে থেমে থেকো না।
যা রেজাল্টই আসুক না কেন, আগামী দিনে যেন তুমি আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারো সেটাই হোক আজকের শপথ।
সবার জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা। ইনশাআল্লাহ, তোমাদের সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
বিশ্বাস রাখো, পরিশ্রম কখনো বৃথা যায় না।
মো: লায়েন ইসলাম
বুয়েট -২৩
Ex. নটরডেম কলেজ, ঢাকা
তোমাদের জন্য ছোট্ট একটা উদাহরণ স্বরুপ একটা নমুনা দিলাম, :
জিপিএ-৫ না পেয়ে থেমে যাইনি, দাঁড়াতে শিখেছি..