Migraine-Headaches Consultation

Migraine-Headaches Consultation Neurology Specialist on TeleNeurology Practice, Virtual Chamber Open Today, & Everyday for EveryOne. SmartPhone!

A Powerful Tool that Connects You to the 7 Billion People. It's Enough to Receive Your Virtual Consultation, Anytime, Anywhere, and even from Your Home.

15/06/2025
ভেস্টিবুলার মাইগ্রেন (Vestibular Migraine) !!মাইগ্রেন শব্দটার সাথে অনেকের পরিচয় আছে ,মাইগ্রেন একধরণের মাথা ব্যাথা,বলা না...
29/01/2025

ভেস্টিবুলার মাইগ্রেন (Vestibular Migraine) !!
মাইগ্রেন শব্দটার সাথে অনেকের পরিচয় আছে ,মাইগ্রেন একধরণের মাথা ব্যাথা,
বলা নাই কওয়া নাই হটাৎ করেই কোথা থেকে মাথা ব্যাথা আরম্ভ হয়, সাধারণত মাথার একপাশে আরম্ভ হয় , সাথে বমি বমি ভাব, বা বমি হয়ে যেতে পারে,
কেউ কেউ বলেন বমি হলে একটু ভালো লাগে !
আলোর দিকে তাকাতে খুব খারাপ লাগে [ সহ্য হয়না ]
কারো কথা—ভালো কথা বা মন্দ কথা—অথবা কোনো শব্দ একেবারেই অসহ্য লাগে;
ব্যাথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে;
৩০মি থেকে পুরা একটা দিন থাকতে পারে [ম্যাক্সিমাম ৭২ ঘন্টা ],
তারপর খুব টায়ার্ড লাগে ;
বলা যাই দিনটাই একেবারে মাটি,
এমনটাই আমাদের সবার ধারণা !

খুব মজার ব্যাপার হচ্ছে - মাথা ব্যাথা ছাড়াও মাইগ্রেন হতে পারে ,
সেইটার নাম—ভেস্টিবুলার মাইগ্রেন [Vestibular Migraine]
কি হয়: মাঝে মধ্যেই মাথা ঘুরানো, ডিজি ডিজি ভাব,উঠা বসা, হাটা -চলা ফেরায় ইমব্যালেন্স,
অথচ মাথা ব্যাথা নাই, কানে কোনো সমস্যাও নাই, কখনো কান পাকেনি -অথচ মাথা ঘুরছে -ইমব্যালেন্স লাগছে !
চলা ফেরায় -উঠা বসায় সস্থি পাচ্ছেন না,
আবার একা একাই ভালো ও হয়ে যাচ্ছে,
যদিও ব্যাথা না, কিন্তু ভেস্টিবুলার মাইগ্রেন আপনার ব্যাক্তিজীবনকে বেশ ঝামেলায় ফেলে -
এই সমস্যা খুব বেশি একটা আমলে নেয়া হয়না- বা নির্ণয় হয়না,
খুব কম সংক্ষক মানুষ পাওয়া যাবে - উনি বলছেন আমার ভেস্টিবুলার মাইগ্রেন আছে !
ভালো খবর হচ্ছে - এইটাও একটা রোগ—সত্যি সত্যি রোগ—এবং চিকিৎসাও আছে।
অবশ্যই নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন

যত মাইগ্রেইন রোগী আছে তার ৫০% জানেন না উনার মাইগ্রেইন আছে;& ৫০% অপটিমাম চিকিৎসা পাচ্ছেননা, দ্বিতীয়ত যত মাইগ্রেন রোগী আছে...
26/10/2024

যত মাইগ্রেইন রোগী আছে তার
৫০% জানেন না উনার মাইগ্রেইন আছে;
& ৫০% অপটিমাম চিকিৎসা পাচ্ছেননা,

দ্বিতীয়ত
যত মাইগ্রেন রোগী আছে
তার ৫০% -এর কম রোগী
চিকিৎসকের পরামর্শ নেন ।...........
এই গুলো আমার কথা না;
বিশ্ব মাথা ব্যাথা সোসাইটির তথ্য...

ব্যাথা ! মাথা ব্যাথা- কোনো রকম আঘাত ছাড়া- অথবা দৃশ্যত কোনো কারণ দেখা যাচ্ছে না,-এধরণের মাথা ব্যথাকে প্রাইমারি মাথা ব্যাথ...
19/09/2023

ব্যাথা ! মাথা ব্যাথা- কোনো রকম আঘাত ছাড়া- অথবা দৃশ্যত কোনো কারণ দেখা যাচ্ছে না,
-এধরণের মাথা ব্যথাকে প্রাইমারি মাথা ব্যাথা বলা হয়ে থাকে।
এই ব্যাথা দেখা যাবেনা, দেখানো যাবে না,
আকার নাই, আকৃতি নাই রং নাই, এমন কি পরীক্ষা করেই দেখা যাবে না,
কাউকে ঠিক বুঝানো যাবেনা - কেউ সহজে বিস্বাস ও করতে চাইবে না,
শুধু যার মাথা এবং যার ব্যাথা সেই এই ব্যাথা অনুভব করতে পারবেন-
তিনজন মানুষ সহজেই বিস্বাস করবেন-
- যার মাথা ব্যাথা আছে
- অন্য আরেকজন -যিনি মাথা ব্যাথায় ভুগছেন
-এবং চিকিৎসক.................
চিকিৎসকের পরামর্শই নেবেন- অবশই পরামর্শ নেবেন,
নিজের চিকিৎসা নিজে করবেন না,
নিজের চিকিৎসা নিজে করলে- সমস্যা আরও জটিল আকার ধারণ করবে - ক্রনিক হয়ে যাবে,
এবং medication Overused Headache (MOH)-এ রূপান্তরিত হবে -যেইটা চিকিৎসকের জন্য জটিল এবং আপনার জন্য অনেক অনেক কষ্টকর

জুন মাস বিশ্ব মাথা ব্যাথা এবং মাইগ্রেন সচেনতা দিবস -Headaches are among the Most Common Neurological Disorders.বিশ্ব স্ব...
04/06/2022

জুন মাস বিশ্ব মাথা ব্যাথা এবং মাইগ্রেন সচেনতা দিবস -
Headaches are among the Most Common Neurological Disorders.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO, 2017) তথ্য অনুযায়ী সারাপৃথিবীতে প্রায় এক বিলিয়ন মানুষ
বিভিন্ন ধরণের মাথা ব্যাথায় গুগছেন -
বলা যেতে পারে:
প্রতি ৬ জন নারীর মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে,
প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে,
এবং প্রতি ২০ জন পুরুষ মানুষের মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে.

It is One of the 20th Most Disabling Illnesses in the Planet.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO, 2017) তথ্য অনুযায়ী-
Throughout the World, Migraine Disease & Headache have been underestimated,
under-recognized, and under-treated Health Conditions Irrespective of Socio-Economic Context.
মাথা ব্যাথা কোনো ছোঁয়াচে রোগ না, এবং বেশির ভাগ ক্ষেত্রে জীবন নাশকও না,
অনেকেই চিকিৎসকের পরামর্শ নেননা-
অর্ধেক রোগী (৫০%) নিজে নিজে কিচিৎসা করে থাকেন-

Address

Ramna

Telephone

+8801860356716

Website

https://dr.neurologyaminur.com/

Alerts

Be the first to know and let us send you an email when Migraine-Headaches Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Migraine-Headaches Consultation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Medical Doctor: NeuroPhysician

Dealing With Complete Neurological Diseases