Bangladesh Islamic Psychology Association-BIPA

Bangladesh Islamic Psychology Association-BIPA BIPA promotes the integration of Islamic principles with psychological science to enhance mental well-being in Bangladesh.

Led by psychologists, we are committed to advancing education, research, and ethical practice in Islamic psychology.

বাংলাদেশে ইসলামিক সাইকোলজির নবযাত্রা:ঢাকা, ৫ জুলাই:রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে য...
10/07/2025

বাংলাদেশে ইসলামিক সাইকোলজির নবযাত্রা:
ঢাকা, ৫ জুলাই:
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যাসোসিয়েশন(BIPA)। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল ৭১-এ অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট মনোবিজ্ঞানী, গবেষক এবং ইসলামিক স্কলাররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া)-এর ইসলামিক সাইকোলজির প্রফেসর এবং লন্ডনের আল বালাগ একাডেমির পরিচালক, চিকিৎসা মনোবিজ্ঞানী অধ্যাপক ড. গোলাম হোসেন রসুল।
তিনি বলেন," কুরআন ও সুন্নাহ ভিত্তিক মানসিক স্বাস্থ্য ব্যবস্থাই ইসলামিক সাইকোলজির মূল প্রতিপাদ্য। বাংলাদেশে এর কার্যকর প্রয়োগ শুরু হলে এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান নাজির আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহীনুর রহমান, সমাজসেবক তাসলিমা মুনিরা ও বিশিষ্ট লেখক ও গবেষক, একাডেমি ২১-এর চেয়ারম্যান জিয়াউল হক।

সভায় সভাপতিত্ব করেন ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ-এর চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসা মনোবিজ্ঞানী জনাব এম. মোখলেছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চিকিৎসা মনোবিজ্ঞানী জনাব নুরুস সা'দত। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চিকিৎসা মনোবিজ্ঞানী ও মডেল অ্যাডিকশন অ্যান্ড সাইকিয়াট্রিক কেয়ার, ঢাকার ম্যানেজিং পার্টনার মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশে ইসলামিক সাইকোলজির গবেষণা, প্রশিক্ষণ, চিকিৎসায় প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে একটি ইসলামিক মূল্যবোধভিত্তিক মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে।

এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণকারী সবার মধ্যে ছিল উৎসাহ, প্রত্যাশা ও পরিবর্তনের প্রত্যয়। ইসলামিক সাইকোলজির এই নতুন যাত্রা ভবিষ্যতে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের

Address

71/1, Pioneer Road (near AG Office), Segunbagicha
Ramna
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islamic Psychology Association-BIPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram