07/09/2020
আমরা দৈনন্দিন জীবনে যে যাই করিনা কেন, সবকিছুই করি বেঁচে থাকার জন্যে, আমাদের খাদ্যের বন্দবস্ত করার জন্যে। আর আমাদের খাবার গুলোকে পাকস্থলি যাতে ভালো ভাবে হজম করতে পারে, সেই জন্যে আল্লাহ আমাদের "মুখ" নামক এক ব্লেন্ডার মেশিন দিয়েছে। যার মধ্যে মেশিন হিসেবে আছে আমাদের দাঁত। এই দাঁত দিয়েই আমারা দৈনন্দিন খাবার গুলো চিবিয়ে পাকস্থলীতে পাঠায়।
যারা দাঁত নিয়ে সমস্যার সম্মুখীন তারাই বুঝবে দাঁতের মর্ম।
পৃথিবীর অন্যতম একটি প্রোডাক্ট হলো "FOREVER".।
আজ আমি FOREVER এর টুথ জেল নিয়ে কি কথা বলার জন্যে এসেছি। এই পন্যটি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে আসে। এটিকে পৃথিবীর সবচেয়ে ভালো টুথ জেলও বলা হয়ে থাকে। এটিতে রয়েছে Aloevera & Bee Propolis, যা দাঁতের ভাংগা গড়া ছাড়া প্রায় সকল সমস্যার সমাধান করে।
যেমনঃ
১. মুখের দুর্গন্ধ দূর করে।
২. দাঁতে শিরশির অনুভুতি দূর করে।
৩. দাঁতের ক্ষয় প্রতিরোধ করে।
৪. দাঁতের গোড়া মজবুত করে।
৫. ধীরে ধীরে দাঁতের পুরাতন দাগ দূর করে।
ইত্যাদি।
এই টুথজেল টিকে অনেকেই FIrst Aid হিসেবেও ব্যবহার করে। যেমনঃ
১. পোড়া স্থানে ব্যবহারযোগ্য।
২. কাটাছিড়া কোন স্থানে ব্যবহারযোগ্য।
আরেকটা মজার ব্যপার হলো এটি বাচ্চারাও ব্যবহার করতে পারবে। কারন এটি খেয়ে ফেললেও কোন সমস্যা নেই। কারণ এটিতে ক্ষতিকারক উপাদান ফ্লোরাইড ব্যবহার করা হয়নি, যেটি অন্যান্য টুথপেস্ট অথবা টুথজেল এ দাঁত পরিস্কারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয়।
আসুন আমরা সবাই সু্স্থ থাকি, আর আল্লাহ প্রদত্ত ব্লেনডার মেশিনের(দাঁত) যত্ন করি।
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৬১২৪৬৫০০৫