
08/06/2025
রোগীর পরিবার জানতোই না, তাকে রাতে সাপে কামড়েছে। রাত ২টা থেকে রোগীর গলায় ব্যথা ও বারবার অবচেতন হয়ে যাওয়ার উপসর্গ দেখা দেয়। অবশেষে বুধবার সকাল ৭টায় রোগীকে আশঙ্কাজনক অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোগীকে তাৎক্ষণিকভাবে ভর্তি করেন।
সকাল ১০টায় রুটিন ডিউটিতে আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত হয়ে রোগীর উপসর্গ দেখে অনুমান করেন, এটি সাপে কামড়ানোর ঘটনা হতে পারে। তিনি রোগীর স্বজনদের বিছানার আশপাশে খুঁজে দেখতে বলেন। পরে রোগীর বিছানার বালিশের নিচে মৃত অবস্থায় একটি বিষধর সাপ পাওয়া যায়, যা ছিল ‘চাইনসোয়ে’ (স্থানীয় নাম)।
সঙ্গে সঙ্গে সাপে কাটার চিকিৎসা শুরু করা হয়। ততক্ষণে রোগীর হৃদপিণ্ড প্রায় ৭০% অকার্যকর হয়ে গিয়েছিল। এরপর লামা হাসপাতালের চিকিৎসক, উপসহকারী মেডিকেল অফিসার এবং নার্সদের টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় রোগীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
এই ঘটনা লামা হাসপাতালের চিকিৎসকদের মানবিকতা ও দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো।
©