19/07/2025
হাটের দিনে উঠল ভোর,
লোকজন করে কতো শোর।
বাজার ভরে চাল আর ডাল,
তাজা মাছ আর তরকারি কাল।
গরু-ছাগল বাঁধা আছে,
কেউ বা দেখে, কেউ বা যাচে।
ঝুঁড়ি ভরা শাকসবজি,
বেচা-কেনা চলছে আজি।
হাট মানেই মজার দিন,
হাসি-আনন্দে ভরে দিন।