18/12/2024
শিশুর জন্য 👉 ৩০ ধরনের খিচুড়ি রেসিপি দিলাম আপুরা
৭ মাস - ৩ বছরের বাচ্চাকে এই রেসিপি দিতে পারবেন।
চাইলে ৩ বছরের + বাচ্চাকেও দেয়া যাবে
🔴 ০ = বাচ্চার প্রথম খিচুড়ি
🔴 ১ = দই খিচুড়ি
🔴 ২ = মুগ ডালের খিচুড়ি
🔴 ৩ = সবজির খিচুড়ি
🔴 ৪ = পালং খিচুড়ি
🔴 ৫ = মসুর ডালের খিচুড়ি
🔴 ৬ = টমেটোর খিচুড়ি
🔴 ৭ = কলিজা খিচুড়ি
🔴 ৮ = সাদা খিচুড়ি
🔴 ৯ = আলুর খিচুড়ি
🔴 ১০ = মাছের খিচুড়ি
🔴 ১১ = পেঁপের খিচুড়ি
🔴 ১২ = মিষ্টি আলুর খিচুড়ি
🔴 ১৩ = ধনেপাতার খিচুড়ি
🔴 ১৪ = তোর ডালের খিচুড়ি
🔴 ১৫ = মুরগি খিচুড়ি
🔴 ১৫ = ওটস খিচুড়ি
🔴 ১৭ = মটরশুটির ভুনা খিচুড়ি
🔴 ১৮ = মিষ্টি কুমড়া খিচুড়ি
🔴 ১৯ = চাল ডালের পাতলা খিচুড়ি
🔴 ২০ = সাবু দানার খিচুড়ি
🔴 ২১ = সবজি দিয়ে মাছের খিচুড়ি
🔴 ২২ = গমের ডালিয়ার খিচুড়ি
🔴 ২৩ = চিঁড়ের খিচুড়ি
🔴 ২৩ = ফুলকপির খিচুড়ি
🔴 ২৪ = ওজন বৃদ্ধি কারি খিচুড়ি রেসিপি - ১
🔴 ২৫ = ওজন বৃদ্ধি কারি খিচুড়ি রেসিপি - ২
🔴 ২৬ = ওজন বৃদ্ধি কারি খিচুড়ি রেসিপি - ৩
🔴 ২৭ = ওজন ও মেধা বৃদ্ধি কারি খিচুড়ি রেসিপি
🔴 ২৮ = মুগডালের বাদামি খিচুড়ি
🔴 ২৯ = বিনার খিচুড়ি
🔴 ৩০ = মশলা খিচুড়ি
👉 বাচ্চার বয়স ৬-১০ মাস পর্যন্ত খিচুড়িতে অলিভ অয়েল ব্যবহার করবেন
👉 ১০ মাস + থেকে খিচুড়িতে ঘি দিতে পারেন
👉 ৬ - ১০ মাসের বাচ্চার খিচুড়িতে এক টুকরো দারুচিনি দিতে পারেন। অন্য কোন মসলা দিবেন না
👉 ১০ মাস + বাচ্চার খিচুড়িতে সামান্য আদা জিরা দিয়ে পানি দিয়ে খিচুড়ি রান্না করবেন
👉 ১ বছরের পরবর্তী সময় বয়স অনুযায়ী বাচ্চার খিচুড়িতে আদা , রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা যোগ করে নিবেন
বাচ্চাকে নতুন খাবার দেয়ার পর অবশ্যই খেয়াল রাখুন🤷🏻♀️ বাচ্চার শরীরে কোন এলার্জি, বমি ভাব, পেট ফাপা বা প্রসাব পায়খানার রং পরিবর্তন হয়েছে কিনা । 🙅🏻♀️এ ধরনের কোনো সমস্যা হলে সে খাবার খাওয়ানো বন্ধ রাখুন।
👉 ১ বছর বয়সের আগে লবন ও মধু দিবেন না
👉 ২ বছর বয়সের আগে চিনি দিবেন না
👉পোস্ট কপি করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপুরা। ধন্যবাদ আপুরা
🥰এরকম আরো পুষ্টিকর রেসিপি এবং বাচ্চাদের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজ 🥰 ফলো করে পেইজের সাথেই থাকুন
ধন্যবাদ আপুরা 🥰
©Ariba's Life Style
#খাবার #বাচ্চা #শিশু #মা ゚viralシ