Dr Liton

Dr Liton Dr Robiul Islam Liton
MBBS
Rangpur Medical College & Hospital

 িভার_প্রদাহ #জেনে_রাখা_অতীব_জরুরী  #হেপাটাইটিস একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা  #লিভারের প্রদাহজনিত রোগ।...
20/07/2025

িভার_প্রদাহ
#জেনে_রাখা_অতীব_জরুরী

#হেপাটাইটিস একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা #লিভারের প্রদাহজনিত রোগ। এটি প্রধানত #ভাইরাস, অ্যালকোহল, #ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোইমিউন রোগ বা বিষাক্ত পদার্থের কারণে হতে পারে। ভাইরাসজনিত হেপাটাইটিস পাঁচটি প্রধান ধরনের— হেপাটাইটিস A, B, C, D এবং E। এর মধ্যে হেপাটাইটিস A ও E প্রধানত দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায় এবং সাধারণত তীব্র (acute) হয়, তবে হেপাটাইটিস E গর্ভবতী নারীদের জন্য মারাত্মক হতে পারে। হেপাটাইটিস B, C ও D মূলত রক্ত, যৌনসংগম বা মাতৃগর্ভের মাধ্যমে ছড়ায় এবং এর মধ্যে B ও C দীর্ঘস্থায়ী (chronic) হতে পারে, যা পরবর্তীতে লিভার #সিরোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমার (লিভার #ক্যান্সার) কারণ হতে পারে। বিশেষ করে হেপাটাইটিস D নিজে একা সংক্রমণ ঘটাতে পারে না, এটি হেপাটাইটিস B ভাইরাসের সহায়তায় সংক্রমণ ঘটায়। হেপাটাইটিস B ও C ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ‘carrier’ হিসেবে দীর্ঘদিন ভাইরাস বহন করতে পারেন। রোগের উপসর্গ হিসেবে জ্বর, দুর্বলতা, ক্ষুধামান্দ্য, বমিভাব, পেটব্যথা, চোখ ও শরীর হলুদ হয়ে যাওয়া (jaundice), প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া ইত্যাদি দেখা যায়।
#হেপাটাইটিস_এ তে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয়না। বিশ্রামই এর অন্যতম চিকিৎসা।

#তেল পড়া বা পানি পড়া বা কবিরাজিতে জন্ডিস বা হেপাটাইটিস ভালো হয়না বরং #লিভার_ফেইলুর হবার সম্ভাবনা বেশি থাকে।

#যথাসম্ভব_চিকিৎসকের_পরামর্শ_মেনে_চলুন☑️

12/06/2025

আপনার শিশু যদি ৬ মাস বয়স থেকে -
• একদমই খাবার খেতে না চায়
• শিশুর পেটে ফোলা ভাব থাকে
• শিশুর চেহারা ফ্যাকশে হয়ে যায় এবং
• শিশুর শারীরিক বৃদ্ধি বা গ্রোথ যদি থেমে থাকে

তাহলে আপনার শিশুকে নিয়ে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

শিশুদের থ্যালাসেমিয়া রোগের লক্ষণ প্রকাশ পায় জন্মের প্রথম ৬ মাস থেকে ২ বছর বয়সের মধ্যে।

থ্যালাসেমিয়া (Thalassemia) একটি জিনগত রক্তের রোগ, যা শিশুর শরীরে স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন তৈরি হওয়াকে ব্যাহত করে। হিমোগ্লোবিন হলো রক্তের একটি প্রোটিন যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। থ্যালাসেমিয়ায় হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায় বা অস্বাভাবিক হয়, ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়।

🍀 থ্যালাসেমিয়া কীভাবে হয়?

থ্যালাসেমিয়া বংশগত রোগ, অর্থাৎ এটি বাবা-মায়ের কাছ থেকে সন্তানের জিনের মাধ্যমে উত্তরাধিকারসূত্রে আসে। এটি হয় তখনই, যখন পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়া রোগের বাহক (carrier) হন।

🍀 থ্যালাসেমিয়ার ধরন

থ্যালাসেমিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়:

১. আলফা থ্যালাসেমিয়া (Alpha Thalassemia):
রক্তের হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন চেইনের ঘাটতির কারণে আলফা থ্যালাসেমিয়া হয়। এর উপ-প্রকার ভাগ গুলো হলো:
• Silent carrier
• Alpha thalassemia trait
• Hemoglobin H disease
• Alpha thalassemia major (Bart's hydrops fetalis – গর্ভকালীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়)

২. বিটা থ্যালাসেমিয়া (Beta Thalassemia):
রক্তের হিমোগ্লোবিনের বিটা চেইনের ঘাটতির কারণে বিটা থ্যালাসেমিয়া হয়। আমাদের দেশে বিটা থ্যালাসেমিয়া সবচেয়ে কমন। এর উপ-প্রকার ভাগ গুলো হলো:
• থ্যালাসেমিয়া মাইনর (Minor): এরা মূলত বাহক। এদের কোনো শারীরিক উপসর্গ না-ও থাকতে পারে।
• থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া: এদের শরীরে মাঝারি ধরনের রক্তস্বল্পতা দেখা যায়।
• থ্যালাসেমিয়া মেজর (Major বা Cooley’s anemia): এদের গুরুতর রক্তস্বল্পতা দেখা যায়। এই ধরনের শিশুর জন্মের কয়েক মাস পরই শরীরে রোগের উপসর্গ দেখা দেয়।

🍀 থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও উপসর্গ (Thalassemia Major-এ):

• অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
• ত্বক ফ্যাকাসে বা হলদেটে হয়ে যাওয়া
• বর্ধিত যকৃত ও প্লীহা (liver & spleen)
• মুখ ও হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি
• শিশু ঠিকভাবে বেড়ে না ওঠা
• বারবার ইনফেকশন
• হার্ট বা অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া (যদি চিকিৎসা না করা হয়)

🍀 থ্যালাসেমিয়া রোগ নির্ণয়:

• Complete Blood Count (CBC)
• Hemoglobin Electrophoresis
• Genetic testing (DNA analysis)
• Ferritin level (লৌহমাত্রা যাচাই)

🍀 থ্যালাসেমিয়া মেজর রোগের চিকিৎসা:

থ্যালাসেমিয়ার এখনো পূর্ণাঙ্গ নিরাময় নেই। তবে চিকিৎসা করে শিশুদের দীর্ঘ ও তুলনামূলক ভালো জীবনযাপন করানো যায়:
১. নিয়মিত রক্তসঞ্চালন (Blood Transfusion):
থ্যালাসেমিয়া মেজর রোগীদের প্রতি ২-৪ সপ্তাহ পরপর রক্ত নিতে হয়।
২. লোহা সরানোর চিকিৎসা (Iron Chelation Therapy): রক্ত নিতে নিতে শরীরে অতিরিক্ত লৌহ জমে যায়, তা সরাতে ওষুধ প্রয়োজন (যেমনঃ Deferoxamine, Deferasirox)।
৩. Bone Marrow Transplant (BMT): একমাত্র সম্ভাব্য স্থায়ী চিকিৎসা, তবে এটি জটিল ও ব্যয়বহুল এবং উপযুক্ত ডোনার পাওয়া জরুরি।

🍀 থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ:

• বিয়ের আগে নারী পুরুষের থ্যালাসেমিয়া রোগের স্ক্রিনিং করা (যদি দুইজনই বাহক হন, তাহলে বিয়ের আগে পরামর্শ নেয়া)
• বিবাহ পরবর্তীতে গর্ভকালীন জিন পরীক্ষা (Prenatal diagnosis)
• থ্যালাসেমিয়া রোগের সচেতনতা বৃদ্ধি করা।

🍀 উপসংহার:

থ্যালাসেমিয়া একটি গুরুতর, তবে প্রতিরোধযোগ্য রোগ। শিশুর জন্মের আগে সচেতন হলে এই রোগ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সচেতনতা এবং শিশুকে নিয়মিত পর্যবেক্ষণই শিশুর সুস্থতার নিশ্চয়তা দিতে পারে। অযথা আতঙ্কিত না হয়ে আপনার শিশুর যেকোনো স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় শিশুকে নিয়ে দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো এবং শিশু রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।

Courtesy: Dr. Mokhlesur Rahman Sir
Paediatric Oncologist, RpMCH


10/06/2025
With Dr Ashikur Asiqur Rahman Rony Dept. Of paediatricsRangpur Medical College and Hospital
01/06/2025

With Dr Ashikur Asiqur Rahman Rony
Dept. Of paediatrics
Rangpur Medical College and Hospital

 .
21/04/2025

.

কোনো অমিল খুজে পাওয়া যায় চোখে?মানুষের শরীরের রক্তনালীর ইমেজ।ভদ্রলোকের বদ অভ্যাস বলতে স্মোকিং করতেন।এর মূল্য হয়তো পা হারি...
16/04/2025

কোনো অমিল খুজে পাওয়া যায় চোখে?
মানুষের শরীরের রক্তনালীর ইমেজ।

ভদ্রলোকের বদ অভ্যাস বলতে স্মোকিং করতেন।এর মূল্য হয়তো পা হারিয়ে দেয়া লাগতে পারে।


06/04/2025

#জ্ঞান_আহরণের_জন্য_রাসূ(সা:) #সুদূর_চীন_দেশ_হলেও_যেতে_বলেছেন:

জালাল ডাক্তার(DMF)আজ খুব খুশি। সে MBBS এর ভুল ধরেছে প্রেসক্রিপশনে😁।রোগী কে উল্টো বলে দিয়েছে, কি সব দেখান।🫣🫣 আপনি DMF দেখাবেন। এই দেখেন আপনার বউ কে লিংগ দাড় করানোর ওষুধ দিয়েছে ব্যাটা কশাই। Vi**ra দিয়েছে মহিলা মানুষ কে। হা হা। এদের চেয়ে তো আমরা ভাল জানি। এখন থেকে DMF দেখাবেন।
বেচারা রোগীর লোক জানেই না। তার স্ত্রীকে Systemic Sclerosis থেকে হওয়া Pulomonary Hypertension এর জন্য Sildenafil মানে Vi**ra দেয়া হয়েছে।
জালাল ডাক্তার গর্বে বুক ৫ হাত ফুলিয়ে ১০০ বার এই গল্প করে বেড়ালো। সে কিভাবে আজ পৃথিবীকে বাচিয়েছে এই কথা বারবার বাড়িয়ে বলতে বলতে সে হেসে কুটি কুটি।চিন্তা করা যায় লিংগ দাড় করানোর ওষুধ দিয়েছে মেয়ে মানুষ কে?

Ignorance is Bliss
From
#ডাঃসওগাত_এহসান ভাই

05/04/2025

#ঠিক_একারণেই_নিকটাত্মীয়ের_রক্ত_নেয়া_থেকে_বিরত_থাকতে_বলা_হয়?

"মহিলার বয়স মাত্র ২৯ বছর। সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়ার কয়েকদিন পর গাইনী ডিপার্টমেন্টে চিকিৎসকের শরণাপন্ন হন জ্বর নিয়ে এবং এর সাথে তখনই/পরবর্তীতে Diarrhoea দেখা দেয়।

ঐ সময় জ্বরের কারণ হিসেবে underlying Infection চিন্তা করে পেশেন্ট কে হসপিটালে ভর্তির পরামর্শ দেয়া হয়। সেলাইয়ের জায়গার একটা অংশ কিছুটা আদ্র থাকায় সেখানে ইনফেকশন চিন্তা করা হয়।

প্রথমে এম্পেরিয়াল এন্টিবায়োটিক শুরু করা হয় কিন্তু রোগীর তেমন উন্নতি নেই। বরং শরীরের গলার নিচে-বুকে-পিঠে বিভিন্ন জায়গায় Rash দেখা। গাইনোকলজিস্ট Antibiotic এর Drug Reaction চিন্তা করে Antibiotic বন্ধ করেন।

পরবর্তীতে আদ্র জায়গা থেকে Swab নিয়ে কালচারের জন্য পাঠানো হয় কিন্তু কালচারে কোন গ্রোথ ছিল না। পরবর্তীতে কয়েক দফায় এন্টাবায়োটিক পরিবর্তন করা হয়।

এর পাশাপাশি ব্লাড কালচার করা হয় সেখানেও কোনো গ্রোথ পাওয়া যায় নি। এছাড়া জ্বরের কারণ খোঁজার জন্য টিবি সহ সম্ভাব্য অন্যান্য পরীক্ষাও করা হয় কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি।

যেহেতু ডেঙ্গু সিজন চলছে ডেঙ্গু টেস্টও করা হয়েছিল ডেঙ্গু টেস্ট নেগেটিভ, Platelet count নরমাল।

এর মধ্যে মেডিসিন ডিপার্টমেন্টে কল দেয়া হয় মেডিসিনের সিনিয়র ডাক্তার এসেও কোনো ক্লোজ খুঁজে পাচ্ছেন না।
এন্টিবায়োটিক পরিবর্তন করা হল কিন্তু উন্নতি নেই।

এর মধ্যে রোগীর CBC পরীক্ষায় দেখা যায় যে wbc কাউন্ট দিন দিন কমে যাচ্ছে। জন্ডিস দেখা দিয়েছে, বিলিরুবিন বেশি। এলবুমিন ও কমে যাচ্ছে।

Procalcitonin level, HBsAg, Anti HCV সহ অনেক টেস্ট করা হয়েছিল সব নরমাল। এদিকে Albumin দিয়েও Albumin লেভেল নরমালে রাখা যাচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্রাই করেও রোগীর কোন উন্নতি হচ্ছে না
কিন্তু কেন এমন হলো তার কোন ব্যাখ্যা ও দিতে পারছেন না ডাক্তাররা।

সবশেষে উনারা বলেন যে, Septicemia থেকে Multiorgan failure এর দিকে যাচ্ছে পেশেন্ট।

ঐ মুহূর্তে ডা. খাইরুল ভাইয়ার ডাক পড়ে। ভাইয়া ওয়ার্ডে গিয়ে পেশেন্ট কে দেখেন। একেবারে শুরু থেকে হিস্ট্রি নেন এবং প্রশ্ন করে পাওয়া একটা ক্লু থেকে ডায়াগনোসিস করেন। সেই মুহূর্তে ভাইয়া মোবাইলে থাকা পেশেন্টের Rash এর ছবি টা আমাকে দেখান।

পেশেন্টের হিস্ট্রি + Rash এর ছবি টা দেখে আমার মনে পড়ে যায় ১/২ বছর আগে বিশিষ্ট হেমাটোলজিস্ট Prof. Dr. Akhil Ranjon Biswas স্যারের শেয়ার করা দুটি কেইস হিস্ট্রি পড়েছিলাম Haematology Society of Bangladesh এর ওয়েবসাইটে। এবং এই পেশেন্টের Rash ও স্যারের শেয়ার করা পেশেন্টের Rash এর ছবির সাথে মিলে যাচ্ছে।

তখন ভাই কে জিজ্ঞেস করলাম, উনার ডায়াগনোসিস কি Blood Transfusion Associated GVHD(Graft Versus Host Disease)?

তখন ভাই জানালেন যে পেশেন্টের সিজারের সময় ব্লাড ডোনেট করে তার আপন ভাই। কেউ আসলে সেই হিস্ট্রি টা নেন নি। সবাই আসলে সিজার পরবর্তী জ্বরের কারণ হিসেবে Infective cause চিন্তা করছিলেন। তাই কোনো কনক্লুসনে আসতে পারছিলেন না কেইস টি নিয়ে। যেহেতু অনেক টেস্ট অলরেডি করা হয়ে গেছে এবং ভাইয়াও অতীতে এমন কেইস দেখেছেন তাই উনি আগ বাড়িয়ে ব্লাড ট্রান্সফিউসন হিস্ট্রি নিয়েছেন এবং ডায়াগনোসিস করতে পেরেছিলেন। আর বাইরে থেকে এলবুমিন দেয়া সত্ত্বেও পেশেন্টের এলবুমিন লেভেল কমে যাচ্ছিল তার কারণ হিসেবে ভাইয়া বললেন এক্ষেত্রে Protein loosing Enteropathy হয়।

কিন্তু GVHD এর মর্টালিটি রেইট যেহেতু অনেক বেশি, এই পেশেন্ট আসলে সার্ভাইভ করার সম্ভাবনা খুব কম ছিল। (আমি পূর্বে যে দুটো কেইস পড়েছিলাম সেই দুজনই মারা যান। একজনের ক্ষেত্রে ব্লাড ডোনার ছিলেন আপন ভাই, আরেকজনের ক্ষেত্রে আপন ছেলে।)

এই মহিলার শেষ CBC তে WBC count ছিল মাত্র ২৩০/মাইক্রো লিটার (!!!)। Neutrophil 08%, Lymphocyte 90%. ESR= 45.

পরবর্তীতে তাকে হেমোটলজি ওয়ার্ডে ট্রান্সফার করা হয়। ভাইয়া আমাকে নিয়ে যান হেমোটলজি ওয়ার্ডে ভর্তি এই পেশেন্ট দেখানোর জন্য এবং ঐ সময় অধ্যাপক ডা. আখিল রন্জন বিশ্বাস স্যারও ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলেন। কিন্তু এই পেশেন্টের বেডে গিয়ে পেশেন্ট কে পাওয়া যায় নি। কারণ উনিও GVHD এর মত একটি Grievous condition এর নিকট হার মেনে মৃত্যুবরণ করেছেন।

আল্লাহ মেহেরবানী করে রোগী কে বেশেহত নসীব করুন।
ডা. খাইরুল ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ কেইস টি শেয়ার করার জন্য। এর আগে TA-GVHD এর সেইম আরেকটি কেইস ভাইয়া ডায়াগনোসিস করেন যেখানে Open Heart Surgery এর পর পেশেন্টের জ্বর এবং Rash দেখা দেয়। সার্জারীর সময় নিকটাত্মীয় থেকে রক্ত নেন ঐ পেশেন্ট এবং কয়েকদিনের মধ্যেই মরণঘাতী এই রোগে মৃত্যুবরণ করেন।

Take_Home_Message:
নিকটাত্মীয় থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। নিকটাত্মীয়ের রক্ত মৃত্যুর কারণ হতে পারে। সাধারনত Blood Transfusion এর ২ দিন থেকে ৩০ দিন পর এই সমস্যা দেখা দিতে পারে। Immunocompromised গ্রহীতার ক্ষেত্রে রিস্ক সবচেয়ে বেশি থাকে, তবে দৃশ্যত সুস্থ গ্রহীতার ক্ষেত্রেও Rarely এমনটা ঘটে থাকে।

এর বিস্তারিত ব্যাখা দিতে গিলে অনেক বড় হয়ে যাবে লেখা। সংক্ষেপে বললে, নিকটাত্মীয়ের সাথে আপনার HLA matching থাকায় আপনার রক্তে থাকা T cell(প্রতিরক্ষা কোষ) ডোনারের রক্তে থাকা T cell কে নিজের/Self হিসেবে মনে করবে, তাই তাকে কিছু করবে না। কিন্তু ডোনারের T cell আপনার শরীরে প্রবেশের পর আপনার দেহ কোষগুলো কে Non self/Foreign হিসেবে মনে করবে এবং বিভিন্ন অঙ্গের কোষ গুলো ধ্বংস করতে শুরু করবে। যাতে মৃত্যুর সম্ভাবনা উন্নত বিশ্বেই ৯০% এর বেশি। তবে মাত্র ১% এরও কম কেইসে এটা ঘটে থাকে, অর্থাৎ খুব রেয়ার। কিন্তু হলে যেহেতু রক্ষা নেই, তাই নিকটাত্মীয়ের রক্ত এভয়েড করাই যুক্তিযুক্ত।

বোঝার সুবিধার্থে সাধারন ভাষায় বললে,
বাইরের রাষ্ট্রের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে গেলে বিজিবি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ধরুন বাংলাদেশ বিজিবির পোশাক পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকরা এদেশে প্রবেশ করল এবং বাংলাদেশ বিজিবি ঐ সকল সৈনিক কে নিজেদের লোক মনে করে কিছুই করল না। এই সুযোগে ঐ সৈনিকরা এদেশে বংশবৃদ্ধি করলো এবং বাংলাদেশের সাধারন মানুষ দের মারতে থাকলো। ঠিক এটাই ঘটে TA-GVHD তে।
*বিজিবি= গ্রহীতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ)
*সৈনিক= দাতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ)

♦বিশেষ করে আপন ভাই/বোন, বাবা /মা, ছেলে/ মেয়ে, ভাতিজা/ভাতিজি, ভাগিনা/ভাগিনী থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। আপন ভাতিজা থেকে রক্ত নিয়ে TA-GVHD হয়ে মারা গেছেন এমন কেইসও আছে।

এফসিপিএস মেডিসিনে গোল্ড মেডেল পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক Dr. Khairul Islam (MBBS,MCPS,FCPS) ভাই। ভাই শুধু ডিগ্রীধারী বিশেষজ্ঞই নন, ক্লিনিসিয়ান হিসেবেও খুবই ভালো। একাডেমিক ও মানবিক একজন মেডিসিন বিশেষজ্ঞ। ভাইয়ের সাথে দেখা হলে সবসময় বিভিন্ন কেইস নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। কেইস নিয়ে কৌতুহল থাকায় শুনতে/জানতে ভালো লাগে এবং থিংকিং ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করি। সেদিন ভাইয়া একটা অভিজ্ঞতা শেয়ার করেন।

Dr. Fahim Uddin
Khulna Medical College
Session: 2012-2013

12/03/2025

#আলহামদুলিল্লাহ।

৯২ বার রায় পিছানোর পর আজকে রায় আসলো ডাক্তারের পক্ষে।

& ব্যতীত কেউ নামের আগে ডা: প্রিফিক্স ব্যবহার করতে পারবেনা।।

রংপুর মেডিকেল কলেজ থেকে ছড়িয়ে পড়া এই আন্দোলন আজ সারা বাংলাদেশের ডাক্তার সমাজকে এক করেছে।

অবশ্যই এটা অনেক বড় সম্মানের।
আনাচে কানাচে যে হারে ব্যাঙ্গের ছাতার মত ভুয়া ডাক্তার আছে ( DMF, SACMO, MATS, LMAF পল্লী চিকিৎসক, প্যারামেডিক্স, মেডিকেল এসিস্ট্যান্ট, সাবেক CMH কাজ করা)।।

এই পাওয়া অবশ্যই জনগণের।
আমাদের একটা সহজাত প্রবৃত্তি হলো আমরা জানিনা৷ কি জানিনা? সেটাও জানিনা।

কোটি টাকার প্রশ্ন গ্রামে এম বি বি এস বা বিডিএস ডাক্তার থাকেনা কেন?
- উত্তরে জানিয়ে রাখি। উপজেলাতে যে পরিমান পোস্ট ফাকা আছে সেই পরিমান ডাক্তার নিয়োগ দেয়া হয়না। উপজেলায় বিসিএস করে আমরা পোস্টিং নেই। সেক্ষেতে ম্যাট্রিক এ ২.৫ জিপিএ পেয়ে যারা উপজেলায় এই আসনে আসীন তারা মেডিকেল সাইন্স্যের মত এই প্রশান্ত-আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ জ্ঞান কই থেকে পাবে??

সবাই সুচিকিৎসা পাক। এটা সাংবিধানিক অধিকার। আমরা সেই অধিকার নিশ্চিত করতে প্রস্তুত।।

The beauty of a Foetal Heart☑️
10/03/2025

The beauty of a Foetal Heart☑️

এই ভিডিও তে মায়ের জরায়ুতে থাকা বাচ্চার Heartbeat দেখিয়েছি। খুবই সন্দর এবং সুস্পষ্ট। চারটি চেম্বার স্পস্ট বোঝা যাচ্ছে। ...

08/03/2025

’s Day 👩🏻👩🏻

আপনি জানেন কি ? একটা রোগের জন্য আশীর্বাদ।

এই রোগের নাম .

এই রোগে Genetic কারনে শরীরে Excess iron Tissue লেভেলে জমা হয়ে Tissue Damage করে। যেমন liver এ Damage করে . islets of Pancreases এ Damage করে . Go**ds এ Damage করে Infertility Develop করে।
এই রোগের চিকিৎসা হলো . অর্থাত vein থেকে কিছুদিন পর পর রক্ত বের করা । এই কারনে রক্তের সাথে সাথে iron ও loss হয় ধীরে ধীরে।

Haemochromatosis আক্রান্ত নারীদের period হবার কারনে এমনিতেই regularly iron loss হয়। তাই Haemochromatosis আক্রান্ত পুরুষদের মতো নারী দের ক্ষেত্রে সেটা ততো টা তীব্র হতে পারে না।
এইভাবে নারীরা Haemochromatosis এর তীব্রতা থেকে রক্ষা পায়। Just Menstruation এর জন্য।

আবার তে #ছেলেদের চেয়ে #মেয়েদের ভাল!

চিন্তা করুন তো , কারন টা কি হতে পারে?
অদ্ভুত শোনালেও কারন টা হলো ছেলেদের **is !
আমরা জানি Te**is এ এক রকম Barrier থাকে।
যেটা কে বলে **is_Barrier !

এর এই Barrier সাধারনত করতে পারে না।
যেটার কারনে Te**is কাজ করে এর সুরক্ষিত ঘর হিসেবে।
ফলে সেই leukemic cell গুলো কে chemotherapy মারতে পারে না। leukemic cell গুলো সময় বুঝে ঠিক আবার Blood এ চলে আসে। যার কারনে Leukemia আবার করতে দেখা যায়! মেয়েদের যেহেতু Te**is থাকে না, তাই leukemic cell ঘাপটি মেরে লুকানোর জায়গাও খুজে পায় না। তাই Chemo অপেক্ষাকৃত ভাল কাজ করে।

সকল চিকিৎসক নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা।

“Not all Beautiful Women are Actress, Some Are Doctors too “💕
Thanks to Dr #ডাঃসওগাত_এহসান vai.

06/03/2025

দেখুন মায়ের পেটের ভিতরে আপনার আমার হৃদয় (Heart) রবের আদেশে কিভাবে স্পন্দিত হয়।
সুবহানাল্লাহ। আল্ট্রাসনোগ্রাম করবার সময়। ফুটেজ টা নেয়া।

Dr Robiul Islam Liton
Rangpur Medical College.




Address

Dhap
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Dr Liton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Liton:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category