13/05/2022
ডা. ত্রিপুরা শঙ্কর স্যারের টাইম লাইন থেকে নেওয়া।
মহিলাদের যন্ত্রনাদায়ক রোগ Seborrheic vulvitis ও হোমিওপ্যাথি।
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
ডারমাটোলোজি ও গাইনির আউটডোরে যারা ডিউটি করেন তারা জানেন যে আমাদের চারপাশে কত মহিলা কত গোপণ রোগ চেপে রেখে হাঁসি মুখে সংসার করছেন।
যোনিদ্বারে চুলকানি -একটা অতি সাধারন রোগ। বেশির ভাগ সময় এই রোগ নিয়ে রোগীরা হয় চর্ম বিভাগে নতুবা স্ত্রীরোগ বিভাগে দেখাতে যান। এই স্থানে চুলকানি হলে সাধারনত দেখা যায় হয়
মহিলার শ্বেতস্রাব হচ্ছে বা ওখানে দাদ জাতীয় কোনো ফাঙ্গাস ইনফেকশন হয়েছে বা লোম তোলার পরে থেকে চুল্কাচ্ছে বা ওখানে যৌন মিলনের সময় কোনো সুগন্ধী ব্যবহার করার পর থেকে চুল্কাচ্ছে বা নতুন কোনো কন্ডোম বা প্যান্টি ব্যবহার করার পরে চুল্কাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যে রোগটা নিয়ে বলছি সেরকম কোনো হিস্ট্রি থাকে না। চুলকানি আর চুলকানি, আর আঁশের মত কি যেন ওঠে, ব্যস, এইটুকু।
এইসব ক্ষেত্রে যৌনাঙ্গ পরীক্ষা বাঞ্চনীয়।বেশির ভাগ সময় মহিলারা কোনো পুরুষ ডাক্তারকে যৌনাঙ্গ দেখাতে চান না আর দূর্ভাগ্যের ব্যপার হল আমাদের দেশে পুরুষ ডাক্তারেরই সংখ্যা বেশি। ফলে হয় কি ডাক্তারও মার খাবার বা কেস খাবার ভয়ে পীড়াপীড়ি করেন না ফলে হয় কি আন্দাজে আন্দাজে রোগীর মুখের কথার উপর নির্ভর করে চিকিৎসা চলে। তাতে কিছু ক্ষেত্রে উপকার হয় আবার হয় না।
একটা ঘটনার বিবরন দিলে ব্যপারটা ভাল বোঝানো যাবে।
এইরকম একটা কেসের চিকিৎসা প্রায় 4 মাস ধরে কোনো এক হোমিও ডাক্তার করছিলেন। তাতে রোগীর কিছু মাত্র উপকার না হওয়াতে আমার আউটডোরে দেখাতে আসেন। শুনে মনে হল একে দেখা দরকার কারন যে যে কারনে চুল্কানি হয় এর তা নেই। মুসলিম মহিলা, কিছুতেই বুঝবেন না। শেষে তার স্বামী তাকে রাজী করাতে এক লেডি ইন্টার্ণকে সঙ্গে নিয়ে যৌনাঙ্গ দেখে আমি আঁতকে উঠি। কি ভয়ঙ্কর অবস্থা!! বর্ণনার প্রয়োজন নেই কিন্তু দেখে সন্দেহ হল মহিলার Seborrheic Vulvitis হয়েছে। বেশ বিরল ধরনের চুলকানি। Allopathy তে এই রোগে স্থায়ী উপকার হয় না সে বিষয়ে জোর দিয়ে বলা যায়।
কেস টেকিং করে মেডিসিন দেওয়া হল এবং তাতে তাঁর কোনো উপকার হল না। মেডিসিন কি দিয়েছিলাম? constitutional মেডিসিন ছিল Merc sol. সেই মেডিসিন ৬ একমাত্রা দেওয়া হল। সাধারনতঃ আমার হাতে বেশির ভাগ রোগীর প্রথম ভিজিটের পর থেকে উপকার শুরু হয় কিন্তু এই মহিলার চারবার দেখানোর পরেও কিছু না হওয়াতে চিন্তায় পড়লাম। এই সব ক্ষেত্রেRepertory খুব সাহায্য করে কিন্তু সেখানেও এর রোগের যে চরিত্র - আঁশ যুক্ত চুলকানি, জায়গায় জায়গায় লোম উঠে গ্যাছে, ইত্যাদি কিন্তু কোনো সাদাস্রাব নেই-- তা কোনো মেডিসিনে পেলাম না। খুব অসহায় লাগছিল। কি করা যায়!! তখন Skin এর Special Therapeutics, Kippax এর বই খুলে পড়তে গিয়ে দেখি Seborrhea র চ্যাপ্টারে sepia তে লেখা আছে "Seborrhea of the ge****ls in woman"। পরের ভিজিটে তাকে sepia 6 এক মাত্রা দিই। ১৪ দিন পরে এসে বলেন " এই ওষুধটা আগে কেন দেন নি? আমার চুলকানি এই কদিনে শতকরা আশিভাগ কমে গ্যাছে"। আমি আর কোনো ডোজ দিই নি ; পরবর্তীকালে ৩ মাসের মধ্যে তার সমস্ত চুলকানির অন্তর্ধাণ হল। আমিও লজ্জা থেকে বাঁচলাম।
🏥 প্রয়োজনে- 01756281861