Dr.shazedul karim science laborary rangpur managing director 01712155845

Dr.shazedul karim science laborary rangpur  managing director  01712155845 The Digital Diagonostic center very nice

Permanently closed.
06/10/2024
06/04/2024

মানুষের যেমন পানির পিপাসা লাগে তেমনি আমার বাবা,মার পিপাসা,,, আব্বা আব্বা,মা মা বলে এত ডাকি তোমরা সাড়া দাও না তাই পিপাসাও মেটে না।

14/02/2024

"আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারী সকলের জন্য রইলো,দোয়া, অভিনন্দন ও শুভ কামনা অবিরাম"।।

22/01/2024

"নিজেকে উচ্চ আর অন্যকে তুচ্ছ,মনে করার নাম হচ্ছে অহংকার"।।

30/12/2023
30/12/2023

থার্টি ফার্স্ট নাইট: এ অসভ্যতার শেষ কোথায়?

পাশ্চাত্য কালচার কথিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনে জাতির জাগ্রত বিবেক আলেম-উলামা শত নিষেধ ও সতর্কবার্তা দিয়েছেন। কারণ তা ইসলামে নিষিদ্ধ। তারপরও পশ্চিমা কালচারে গা ভাসিয়ে দেওয়া একশ্রেণীর উদ্ভট ও উগ্র মানুষ (যারা অধিকাংশই নামধারী মুসলিম) গভীর রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ডিজে পার্টি এবং উচ্চ ভলিউমে গান-বাজনা করে কত মানুষের ক্ষতি করলো, কত রোগী, শিশু, ক্লান্ত-পরিশ্রান্ত ও ঘুমন্ত মানুষের আরাম-আয়েশ ও ঘুম কেড়ে নিলো, পরীক্ষার্থীর পড়া-শোনায় ব্যাঘাত সৃষ্টি করলো, সালাত ও জিকির-আজকারে নিমগ্ন মানুষকে বিরক্ত করলো। আতশবাজির ভয়ঙ্কর আওয়াজে মনে হচ্ছিল, যেন দেশে যুদ্ধ শুরু হয়েছে।

ফানুস ও আতশবাজিতে পুড়ে শেষ হল এভাবে কোটি-কোটি টাকা। ঘটলো বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা। খবরে বলা হয়, সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে। [rtvonline]

যদিও প্রশাসনের পক্ষ থেকেও আতশবাজি এবং ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা ছিল কিন্তু কোথায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কোথায় শব্দ দূষণ নামক আইনের প্রয়োগ?
এভাবে মানুষের ক্ষতি করা এবং মানুষকে কষ্ট দেওয়া কোন সভ্যতার সংজ্ঞায় পড়ে?
এ অসভ্যতার শেষ কোথায়?

সত্যি যখন কোনো জাতির কপাল পুড়ে যায় তখন দেশ আগুনে পুড়ে গেলেও তাদের চেতনা বোধ জাগ্রত হয় না। কিন্তু এ তো দুনিয়ার আগুন। আখিরাতের আগুনে পোড়ার জন্য তারা কি প্রস্তুত?

হে অন্ধ, বেহুঁশ ও নির্বোধ জাতি, কখন তোমাদের হুঁশ ফিরবে? কখন তোমরা এই অন্ধ অনুকরণ থেকে ফিরে আসবে?

হে কচুরিপানার মত ভেসে বেড়ানো শেকড়বিহীন যুবক, কখন তুমি তোমার শেকড়কে চিনবে? তোমার শেকড় তো ইসলাম। এটাই তোমার মূল পরিচয়।

পাশ্চাত্যের গোলক ধাঁধায় তোমরা যারা আজ হাবুডুবু খেয়ে ইসলামকে অবহেলা করছ, মনে রাখবে, এই রঙ্গ ভরা যৌবন দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ মৃত্যুর নীল স্পর্শে তোমার কাল্পনিক রঙ্গিন দুনিয়াটা ফ্যাকাসে হয়ে যাবে। তারপর এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে কেবল আফসোস করবে। কিন্তু তখন তা আর কোনও কাজ আসবে না।

সুতরাং সময় থাকতে তওবা করে ফিরে আসো তোমার রবের পথে। অতীতের সকল পাপাচার এবং হারাম কর্মকাণ্ডে লজ্জিত হয়ে রবের দরবারে হাজির হও ধ্বংসের করাল গ্রাসে নিপতিত হওয়ার পূর্বেই। দয়াময় প্রতিপালক তোমার তওবা কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয় তিনি পরম দয়ালু ও

ইন্টারন্যাশনাল হসপিটাল  রংপুর লিফট শুভ উদ্বোধন হল আলহামদুলিল্লাহ
28/11/2023

ইন্টারন্যাশনাল হসপিটাল রংপুর লিফট শুভ উদ্বোধন হল আলহামদুলিল্লাহ

23/11/2023

"সততা,ন্যায়নীতি,সত্যবাদিতা,এবংসুন্দর ব্যবহার হচ্ছে,একজন মানুষের জীবনে বড় সঞ্জয়। যা অর্থের চেয়েও অনেক সময় উপকারে আসতে পারে"।।

20/11/2023

❝এমন বন্ধু পরিত্যাগ করো-
যে তোমার শত্রুর সাথে উঠাবসা করে।❞

➥শেখ সাদী

Address

Rangpur

Telephone

+8801712155845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.shazedul karim science laborary rangpur managing director 01712155845 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.shazedul karim science laborary rangpur managing director 01712155845:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram