28/02/2025
দুপুরে খাবার খেয়ে রেস্ট নিচ্ছিলাম!হসপিটাল থেকে ফোন আসলো, আপু একটা ইমার্জেন্সি এক্স-রে আছে একটু আসেন! হসপিটালে এসে দেখলাম পেশেন্ট এক বাচ্চা!বয়স মাত্র ৯মাস! জিজ্ঞেস করলাম কি হয়েছে? অভিভাবক, "কানের দুল নিয়ে খেলতেছিলো, একটা কানের দুল খুঁজে পাইনি! সন্দেহ হচ্ছে যে খেয়ে ফেলেছে! গলা থেকে পেট পর্যন্ত একটু এক্স-রে করে দেখেন তো একটু!! "
বাচ্চা প্রচুর চঞ্চল! একদম চুপচাপ থাকে না! এক্সপোজ নিয়ে দেখলাম ওনাদের সন্দেহই ঠিক! সত্যিই কানের দুল খেয়ে ফেলেছে! এখন কি করণীয়? বাচ্চার মা,নানী কান্না শুরু করেছে! স্যার পরামর্শ দিলো! অন্য কোনোদিকে যাওয়ার দরকার নেই সরাসরি ঢাকা নিয়ে যান!
আমরা আমাদের বাচ্চাদের যখন যা সামনে পাই তাই দিয়ে খেলতে দেই যে, বাচ্চা দুষ্টমী করতেছে এটা দিলে শান্ত হবে! পরবর্তীতে বাচ্চা কিভাবে কি করতেছে আর দেখি না!আমাদের প্রত্যেকের এইসব বিষয়ে সাবধানতা অবলম্বন করা আবশ্যক! বাচ্চাদের এমন কিছু দিবো না যা সহজেই গিলে ফেলা যায়!বা যখম হওয়ার সম্ভাবনা রয়েছে!
একটু অসাবধানতার জন্য নেমে আসতে পারে বিপর্যয়!
©️collected