28/06/2025
"জ্ঞানই শক্তি" - রংপুরে স্নেহা নার্সিং কলেজের বি.এস.সি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (২য় ব্যাচ ২০২১-২২) শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ভিজিট আয়োজন করা হয়েছে। এটি তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যতের পেশাগত জীবনে সহায়ক হবে।
🧠 সাইকিয়াট্রিক ফিল্ড ভিজিট
📍 স্থান: মানসিক হাসপাতাল, পাবনা
📅 তারিখ: ২৯শে জুন, ২০২৫
🎓 আয়োজক: স্নেহা নার্সিং কলেজ, রংপুর
👩⚕️ অংশগ্রহণকারী: বি.এস.সি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (২য় ব্যাচ ২০২১-২২), স্নেহা নার্সিং কলেজ, রংপুর