07/10/2025
ধন্যবাদ আপু আমাদের প্রতি আস্থা রাখার জন্য -
আপনাদের অকুন্ঠ সমর্থন, দোয়া ও ভালোবাসাই আমাদের পথচলার অনুপ্রেরণা যোগায়।
বলতে না পারা, বোবা এই প্রাণী গুলো সেবায় আমরা আমাদের নিজেদের নিয়োজিত রাখতে পেরে আমরাও গর্ব বোধ করি।
ভালো ও সুস্থ থাকুক আপনাদের পোষা প্রাণী গুলো সহ জগতের সকল প্রাণি।
আলহামদুলিল্লাহ মুফাসা এখন পুরোপুরি সুস্থ ❤️
আসসালামু আলাইকুম, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন প্রায় সবাই জানেন মুফাসা FIP (Feline Infectious Peritonitis )রোগে আক্রান্ত ছিলো। শুরুর দিকে মুফাঁসার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা ভাবতেই পারিনি তাকে আবার সুস্থ করে তুলতে পারবো।
মুফাসার সুস্থ হওয়ার পিছনে সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন ডাক্তার এইচ. এম. শাহাদাত শাহীন স্যার❤️ ডোরার হাত ভাঙ্গা থেকে শুরু করে মুফাসার FIP দুটোতেই তাদের সুস্থ হওয়ার চান্স যেখানে ছিলোই না এখন তাদের দেখলে কেউ বলতেই পারবে না তারা কখনো অসুস্থ ছিলো।
বিশেষ করে ডোরার যে কখনো হাত ভাঙছিল সে হয়তো নিজেও সেটা ভুলে গেছে😅 এই পুরো অবদান টাই শাহাদাত স্যার এর। উনার মতো অভিজ্ঞ ভেট এবং অভিজ্ঞ টিম রংপুরে থাকা টা উত্তরবঙ্গের ক্যাট প্যারেন্টস দের জন্য Blessing😊
আর এত ব্যয়বহুল একটা ট্রিটমেন্টে আশিক ভাইয়া বরাবরের মতোই অনেক বেশি হেল্পফুল ছিলেন। অনেক ধন্যবাদ Vet Care Rangpur কে ❤️
এছাড়াও যেই মানুষ গুলো সব সময় মেন্টালি সাপোর্ট দিয়ে গিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা কখনও শেষ হবে নাহ।❤️
ওদের অসুস্থতার দিনগুলো এতটাও সহজ ছিলো না। কিন্তু এই মানুষ গুলোর সহযোগিতা আর পাশে থাকা আমাদের এই দিনগুলোকে অনেকটাই সহজ করে দিয়েছিলো।😊