Nafi Pharma Rangpur

Nafi Pharma Rangpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nafi Pharma Rangpur, Health & Wellness Website, Rangpur.

এখানে দেশী-বিদেশী ঔষধ, সার্জিক্যাল আইটেম খুচরা ও সূলভ মূল্যে পাওয়া যায়।

গুনগত মানে আমরা আপোষহীন, সঠিক পন্য এবং সঠিক সময়ে আপনাদের হাতে পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ। " Nafi Pharma Rangpur " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন। ❤

বর্তমান ডিজিটাল যুগের সেরা প্লাটফর্ম এ আমরা বসবাস করছি।কর্ম ব্যস্ততার এই যুগে মানুষের হাতে এখন সময় খুব কম।আগের যুগের মত বাজারে গিয়ে ৩

/৪ ঘন্টা সময় ব্যায় করে কেনাকাটা করা বেশ কঠিন এবং সঠিক মানের সঠিক পন্যটি চেনাও বেশ দায়।

তাই আপনাদের চাহিদার কথা চিন্তা করেই আমাদের এই অনলাইন প্লাটফর্মের শুভ সুচনা।

আমরা প্রতিটি পন্যের গুনগত মান কঠিনভাবে যাচাই বাছাই করে তবেই আমাদের ভোক্তাদের হাতে পৌছে দিচ্ছি।

আমাদের এখানে আপনার পছন্দের পন্যটি খুব সহজে ও দ্রুত পৌছে দেওয়া আমাদের দায়িত্ব যা আমরা প্রতিনিয়ত পালন করে আসছি এবং সামনেও করব ইনশাআল্লাহ।

আমাদের ব্যবসায়িক মুলনীতি হলো প্রোডাক্ট, কোয়ালিটি এন্ড সার্ভিস।

সুতরাং:
আমাদের পন্য সম্পর্কে বিস্তারিত জানতে ও ক্রয় করতে , " Nafi Pharma Rangpur " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

02/07/2025

সুই এ সুতো লাগানোর এক আজব মেশিন।
ভালো লেগেছে তার কন্ঠ ও সুর। নাফি ফার্মার কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পন্যটি নিয়েছে।

📢 এখন ছোট থেকে বড় সবারই পাইলসের সমস্যা – প্রতিকারই প্রতিরোধ!আজকাল ছোট হোক বা বড় – অনেকেই পাইলস বা অর্শ রোগে ভুগছেন। ব্যস...
19/06/2025

📢 এখন ছোট থেকে বড় সবারই পাইলসের সমস্যা – প্রতিকারই প্রতিরোধ!

আজকাল ছোট হোক বা বড় – অনেকেই পাইলস বা অর্শ রোগে ভুগছেন। ব্যস্ত জীবন, ফাস্টফুড, কম পানি পান আর নিয়ম না মেনে চলাই এর প্রধান কারণ। তবে সচেতন হলে এই যন্ত্রণাদায়ক সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

🛑 পাইলস কেন হয়?

প্রতিদিন পর্যাপ্ত পানি না পান করা

ফাইবার বা আঁশযুক্ত খাবার কম খাওয়া

দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকা

নিয়মিত টয়লেটে না যাওয়া

কোষ্ঠকাঠিন্য

অতিরিক্ত ঝাল ও ভাজা খাবার খাওয়া

---

✅ সমাধান কী?

1️⃣ খাদ্যভ্যাস পরিবর্তন করুন:
– বেশি করে শাকসবজি, ফল ও আঁশযুক্ত খাবার খান
– প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন
– ঝাল, তেলেভাজা ও ফাস্টফুড থেকে দূরে থাকুন

2️⃣ জীবনযাপনে সচেতনতা আনুন:
– প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন
– দীর্ঘক্ষণ বসে থাকবেন না
– কোষ্ঠকাঠিন্য হলে দেরি না করে চিকিৎসা নিন
– টয়লেট চাপ দিয়ে নয়, স্বাভাবিকভাবে করার চেষ্টা করুন

---

🩺 কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

রক্তপাত হলে

পায়ুপথে তীব্র ব্যথা বা চুলকানি হলে

ঘন ঘন পাইলসের উপসর্গ দেখা দিলে

🌿 ঘরোয়া কিছু টিপস:

নিমপাতা, অ্যালোভেরা জেল বা বরফ সেঁক পাইলস কমাতে সহায়ক হতে পারে

ইসবগুলের ভুসি রাতে পানির সাথে খাওয়া কোষ্ঠকাঠিন্য দূর করে
সতর্ক থাকুন, সুস্থ থাকুন!
পাইলসকে গোপন নয়, মোকাবিলা করুন সচেতনভাবে।

18/06/2025

এখানে দেশী-বিদেশী ঔষধ, সার্জিক্যাল আইটেম খুচরা ও সূলভ মূল্যে পাওয়া যায়।

গুনগত মানে আমরা আপোষহীন, সঠিক পন্য এবং সঠিক সময়ে আপনাদের হাতে পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।
এখনই প্রয়োজনে অর্ডার করুন নিচের নাম্বারে
01716425515

Send a message to learn more

27/09/2024

নাফি ফিটনেস ঠিক রাখার জন্য কি চেষ্টাটাই না করে।
আর আমরা এত অলস। তার পরামর্শ গুলো সবার শোনা দরকার।

21/09/2024

অতিরিক্ত গরমে নাফি একটু বিনোদন এ ব্যস্ত

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Nafi Pharma Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nafi Pharma Rangpur:

Share