
10/09/2021
# Anal_Fissure_বা_মলদ্বারে_ব্যথা
মলদ্বারের ব্যথায় অনেকেই ভুগে থাকেন। এনাল ফিশার মানে মলদ্বারে ঘা অথবা ফেটে যাওয়া। এটি যে কোনো বয়সে হতে পারে। যেমনঃ মলদ্বারের বাইরে/ পেছনের দিকে ব্যথা, বসতে/দাঁড়ালে ব্যাথা অনুভব করা, মলদ্বার হতে রক্তক্ষরণ, ফোঁড়ার স্থানটি ফুলে যায়, প্রচণ্ড টনটনে ব্যথ্যা ও জ্বালা করা, অনেক সময় ছোট ছোট অসংখ্য আঁচিল মলদ্বারের চারপাশে দেখা যায়,কখনও কখনও মলদ্বারে অতিরিক্ত মাংসপিণ্ড, পুঁজ পড়া, চুলকানি ও ব্যাথা হওয়া।
#কারণ_এবং_কীভাবে_ঘটে :
★এমন হওয়ার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য।
★ মলত্যাগের চাপ আসলে দীর্ঘ সময় ধরে রাখা।
★ কিছু ভাইরাস গঠিত রোগ দ্বারা হয়ে থাকে এবং যৌন সঙ্গমের মাধ্যমে এগুলো বিস্তার লাভ করে।
★এ ছাড়া শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে গিয়ে ও এমন হতে পারে।
#প্রতিরোধ:
🌼প্রচুর আঁশযুক্ত খাবার খাওয়া যেমন: শাকসবজি, কাঁচা ফলমূল, ছোলা, ইসবগুলের ভূসি ইত্যাদি।
🌼পর্যাপ্ত পানি পান করা।
🌼মলদ্বার পরিচ্ছন্ন রাখা।
🌼মলদ্বারে ক্যান্সার হলেও পায়ুপথে ব্যথা হতে পারে।
অতএব, মলদ্বারে ব্যথা হলে সঠিক রোগ নির্ণয়ের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পরামর্শের জন্য কল করুন
01301121386