04/10/2023
🔵🟥 আপনার আদরের শিশুটি কি দেড় কিংবা
দুই বছর বয়সেও কথা বলছে না!
ডাকলে সারা দিচ্ছে না!!
চোখে চোখ রাখে না!!!
অতি চঞ্চল, রাগ- জেদ বেশী!!!
এই লক্ষণ গুলো যদি আপনার শিশুর মধ্যে থাকে তাহলে আপনার উচিত অতিদ্রুত নিকটস্থ থেরাপিউটিক সার্ভিস সেন্টারে কাউন্সিলিং করে- প্রয়োজনীয় থেরাপি সেবা গ্রহন করা। এক্ষেত্রে কালবিলম্ব করা মানে শিশুর বিকাশে অন্তরায় চলমান রাখা, যার দায় হয়তো সারাজীবন বহন করতে হবে আপনাকেই!
🟩🟠 শিশুদের এই বিকাশজনিত সমস্যা সমাধানে প্রয়োজন নিয়মিত থেরাপি গ্রহণ যা একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। কিছু কিছু শিশুর ক্ষেত্রে এই থেরাপি চালু রাখতে হয় বছরের পর বছর। ইতিপূর্বে এ ধরনের শিশুদের থেরাপি সেবা নিতে অভিভাবক
দের ঢাকায় বছরের পর বছর অবস্থান করে থেরাপি সেবা নিতে হতো! যা ছিলো অনেক কষ্টকর ও ব্যয় বহুল, অনেকের জন্য! এতে করে অনেকে থেরাপি সেবা থেকে ঝড়ে পড়তো! যা অত্যন্ত দু:খ জনক!
🔴🟣 এসব বিষয় মাথায় রেখে, রংপুর তথা উত্তরের এই রংপুর বিভাগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের জন্য "স্পিচ থেরাপি রংপুর" থেরাপিউটিক সার্ভিস সেন্টার ২০১৮ খ্রী: হতে কার্যক্রম শুরু করে।
আমাদের রয়েছে:
দেশ বিদেশে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত প্রফেশনাল পেরেন্টস্ ও চাইল্ড কাউন্সিলর, স্পিচ, অটি, সেন্সুরি, বিহেবিয়ার ও প্লে থেরাপিস্ট এবং স্পেশাল/ এনক্লুসিভ এডুকেটরগন। তাদের নিরলস ও আন্তরিক সেবায় -অভিজ্ঞতালদ্ধ জ্ঞানের প্রয়োগে আলোকিত হচ্ছে অত্র অঞ্চলের বহু শিশু। অনেকে ফিরছে স্বাভাবিক জীবনে। বহু মা- বাবার মুখে ফুটছে হাসি।
🟣🔵🔵🟢🟡🟠🔴 🔴🟣 🟣🔵🔵🟢🟡🟠🔴
সেবা পেতে :
🗣️ 01716 752705 নম্বরে সরাসরি কথা বলে এপয়ন্টমেন্ট নিয়ে, সুনিদিষ্ট সময়ে উপস্থিত হতে হয়।
🦻 ফেসবুক পেজে massage :
https://www.facebook.com/profile.php?id=100063746752159
ইমেইল : speechtherapyrangpur@gmail.com
ঠিকানা: -------------------------------------------------------------
৯/৩, কেরানী পাড়া, কাকিনাকুঠি রোড,
( ডিসি'র বাসভবনে র সামনে ) রংপুর সদর, রংপুর।
✨ সরসরি নয়, ফোনে কথা বলে, আসতে হয় ✨
-------------------------------------------------------------------------
🔴🟢🗣️ জয় হোক সকল প্রতিবন্ধকতা র 🦻🟢🔴
"""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''
gfs- speech therapy rangpur
gov. reg. no. rang/metro/551/'98