Speech Therapy Rangpur স্পিচ থেরাপি রংপুর

Speech Therapy Rangpur স্পিচ থেরাপি রংপুর বলতে ও শুনতে সমস্যা সহ অটিজম অবস্থার উন্নয়ন। Autism, Hearing Impair,AVT, Speech & OT Therapeutic Services.

26/06/2025

ফুল ফুটুক আর নাই ফুটুক! কথা ফুঁটবেই.... ... .. . রংপুর শহরের প্রাণকেন্দ্রে, হাতের নাগালেই ...

07/03/2025

স্পিচ থেরাপি রংপুর সেন্টার এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, সাথে অবিরাম ভালোবাসা...

12/07/2024

Progression towards mainstream... 2024

03/07/2024

আয় আয় চাঁদ মামা....

01/07/2024

July/ 2024

23/05/2024

পিউবারফনিয়া মূলত একটি কণ্ঠস্বরের রোগ। এটি অস্বাভাবিক কণ্ঠস্বর হিসেবেও পরিচিত। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়ে উভয়ের কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে থাকে। যখন এ স্বরের পরিবর্তন স্বাভাবিক শারীরিক পরিপক্বতার পরে আর সঞ্চারিত না হয়, তখন ঐ ব্যক্তির কণ্ঠস্বর অস্বাভাবিক হয়ে যায়। এটি সাধারণত ১১-১৫ বছর বয়সের মধ্যে শুরু হয়। ছেলেদের স্বর সাধারণত মেয়েদের মতো এবং মেয়েদের কণ্ঠস্বর শিশুদের মতোই থেকে যায়। আবার যে কোন বয়সেও কন্ঠস্বর চিকন- মোটা - ভাঙ্গা- ফ্যাসফ্যাসে হতে পারে। এই কন্ঠস্বরের জন্য জীবনে অনেকটাই অস্বস্তিতে থাকতে হয়। কন্ঠস্বরের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে, সমগ্র রংপুর বিভাগে একমাত্র "স্পিচ থেরাপি রংপুর সেন্টার" ই রয়েছে সমাধান। সেশন বুকিং : ০১৭১৬৭৫২৭০৫ ( রংপুর ) ..............জয় হোক সকল প্রতিবন্ধকতা র

21/04/2024

শিশু বিকাশ শাখা ও ককলিয়ার ইমপ্লান্ট শাখায় ভর্তি চলছে..... (আসন সীমিত)
শুনতে ও বলতে শেখাই/ প্রতিবন্ধকতা হয় দূর/

রংপুর বিভাগের একমাত্র থেরাপিউটিক সার্ভিস সেন্টার ও স্কুলিং এ স্বাগতম✨ ককলিয়ার ইমপ্লান্ট,  হেয়ারিং এইড বেবী সহ বিভিন্ন রক...
15/02/2024

রংপুর বিভাগের একমাত্র থেরাপিউটিক সার্ভিস সেন্টার ও স্কুলিং এ স্বাগতম✨ ককলিয়ার ইমপ্লান্ট, হেয়ারিং এইড বেবী সহ বিভিন্ন রকমের ডিলে/ ডিসঅর্ডার সম্পন্ন শিশুদের জন্য : জিএফএস থেরাপিউটিক স্কুলিং এ ভর্তি চলছে। তথ্য ও যোগাযোগ : ০১৭১৬৭৫২৭০৫
"""" শুনতে ও বলতে শেখাই, প্রতিবন্ধকতা হয় দূর """"

আসন সীমিত ✨ ফুরিয়ে যাওয়ার আগেই কর্নফার্ম করুন 🤔

11/02/2024

it's for cochlear implant-hearing aid & Developmental delays baby....

05/12/2023
শুনতে ও বলতে শেখাই/প্রতিবন্ধকতা হয় দূর/ আমরাই স্পিচ থেরাপি রংপুর/..... হট লাইন: ০১৭১৬৭৫২৭০৫
11/11/2023

শুনতে ও বলতে শেখাই/প্রতিবন্ধকতা হয় দূর/ আমরাই স্পিচ থেরাপি রংপুর/..... হট লাইন: ০১৭১৬৭৫২৭০৫

04/10/2023

🔵🟥 আপনার আদরের শিশুটি কি দেড় কিংবা
দুই বছর বয়সেও কথা বলছে না!
ডাকলে সারা দিচ্ছে না!!
চোখে চোখ রাখে না!!!
অতি চঞ্চল, রাগ- জেদ বেশী!!!
এই লক্ষণ গুলো যদি আপনার শিশুর মধ্যে থাকে তাহলে আপনার উচিত অতিদ্রুত নিকটস্থ থেরাপিউটিক সার্ভিস সেন্টারে কাউন্সিলিং করে- প্রয়োজনীয় থেরাপি সেবা গ্রহন করা। এক্ষেত্রে কালবিলম্ব করা মানে শিশুর বিকাশে অন্তরায় চলমান রাখা, যার দায় হয়তো সারাজীবন বহন করতে হবে আপনাকেই!
🟩🟠 শিশুদের এই বিকাশজনিত সমস্যা সমাধানে প্রয়োজন নিয়মিত থেরাপি গ্রহণ যা একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। কিছু কিছু শিশুর ক্ষেত্রে এই থেরাপি চালু রাখতে হয় বছরের পর বছর। ইতিপূর্বে এ ধরনের শিশুদের থেরাপি সেবা নিতে অভিভাবক
দের ঢাকায় বছরের পর বছর অবস্থান করে থেরাপি সেবা নিতে হতো! যা ছিলো অনেক কষ্টকর ও ব্যয় বহুল, অনেকের জন্য! এতে করে অনেকে থেরাপি সেবা থেকে ঝড়ে পড়তো! যা অত্যন্ত দু:খ জনক!
🔴🟣 এসব বিষয় মাথায় রেখে, রংপুর তথা উত্তরের এই রংপুর বিভাগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের জন্য "স্পিচ থেরাপি রংপুর" থেরাপিউটিক সার্ভিস সেন্টার ২০১৮ খ্রী: হতে কার্যক্রম শুরু করে।
আমাদের রয়েছে:
দেশ বিদেশে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত প্রফেশনাল পেরেন্টস্ ও চাইল্ড কাউন্সিলর, স্পিচ, অটি, সেন্সুরি, বিহেবিয়ার ও প্লে থেরাপিস্ট এবং স্পেশাল/ এনক্লুসিভ এডুকেটরগন। তাদের নিরলস ও আন্তরিক সেবায় -অভিজ্ঞতালদ্ধ জ্ঞানের প্রয়োগে আলোকিত হচ্ছে অত্র অঞ্চলের বহু শিশু। অনেকে ফিরছে স্বাভাবিক জীবনে। বহু মা- বাবার মুখে ফুটছে হাসি।

🟣🔵🔵🟢🟡🟠🔴 🔴🟣 🟣🔵🔵🟢🟡🟠🔴
সেবা পেতে :
🗣️ 01716 752705 নম্বরে সরাসরি কথা বলে এপয়ন্টমেন্ট নিয়ে, সুনিদিষ্ট সময়ে উপস্থিত হতে হয়।
🦻 ফেসবুক পেজে massage :
https://www.facebook.com/profile.php?id=100063746752159
ইমেইল : speechtherapyrangpur@gmail.com
ঠিকানা: -------------------------------------------------------------
৯/৩, কেরানী পাড়া, কাকিনাকুঠি রোড,
( ডিসি'র বাসভবনে র সামনে ) রংপুর সদর, রংপুর।
✨ সরসরি নয়, ফোনে কথা বলে, আসতে হয় ✨
-------------------------------------------------------------------------
🔴🟢🗣️ জয় হোক সকল প্রতিবন্ধকতা র 🦻🟢🔴
"""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''
gfs- speech therapy rangpur
gov. reg. no. rang/metro/551/'98

Address

Rangpur

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 16:00 - 18:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801716752705

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speech Therapy Rangpur স্পিচ থেরাপি রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Speech Therapy Rangpur স্পিচ থেরাপি রংপুর:

Share