Bhurungamari Blood Donation Group - ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Bhurungamari Blood Donation Group - ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ

Bhurungamari Blood Donation Group - ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ জরুরী সেবা : ০১৭২৫৫০০৪৪০, ০৯৬৯৬১৮২৪৪৫

📢 ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন🩸 স্থান: বলদিয়া ডিগ্রি কলেজ🩸 সময়: সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত🩸 আয়োজনে: ভূরুঙ্গ...
22/09/2025

📢 ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

🩸 স্থান: বলদিয়া ডিগ্রি কলেজ
🩸 সময়: সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত
🩸 আয়োজনে: ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ

👉 আমরা অনেকেই এখনো নিজের রক্তের গ্রুপ জানি না। অথচ বিপদের মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকা খুবই জরুরি। তাই আসুন, নিজে জানুন আপনার রক্তের গ্রুপ এবং সচেতন হোন।

✨ সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই সুযোগ হাতছাড়া করবেন না।

🎓 কলেজের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।

💉 ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ – মানবতার সেবায় একতাবদ্ধ।

11/09/2025

🌟✨ ভুরুঙ্গামারি ব্লাড ডোনেশন গ্রুপ-এর বিশেষ উদ্যোগ ✨🌟

প্রিয় শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ,
মানবতার সেবায় আমরা আসছি—

📌 সোনাহাট ডিগ্রী কলেজে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করতে 🩸

📅 তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং
🕚 সময়: সকাল ১১:০০ ঘটিকা
📍 স্থান: সোনাহাট ডিগ্রী কলেজ টি.এস.সি।

💡 কেন জানবেন নিজের রক্তের গ্রুপ?
✅ জরুরি মুহূর্তে রক্তদানে প্রস্তুত থাকতে পারবেন।
✅ নিজের ও পরিবারের সুরক্ষায় কাজে আসবে।
✅ রক্তদানের মাধ্যমে গড়ে উঠবে মানবতার সুন্দর সেতুবন্ধন।

🙂 আসুন, সবাই মানবতার এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করি এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করি।

আয়োজক: ভুরুঙ্গামারি ব্লাড ডোনেশন গ্রুপ।
📞 যোগাযোগ:
01791-317571
01720536323
01728262871
0176502899

16/08/2025

📢 ভুরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ – অনলাইন মিটিং সারসংক্ষেপ 🩸

📅 তারিখ: ১৫ আগস্ট ২০২৫
🕒 সময়: রাত ৯:০০ – ১০:৩০ মিনিট
💻 প্ল্যাটফর্ম: Google Meet

আজকের মিটিংয়ের মূল লক্ষ্য ছিল আমাদের সংগঠনকে আরও কার্যকর, সংগঠিত ও গতিশীল করে তোলা।
সবার আন্তরিক অংশগ্রহণ ও মূল্যবান মতামতের মাধ্যমে আমরা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি—

---

📌 মিটিংয়ের প্রধান সিদ্ধান্তসমূহ

1️⃣ সরকারি অনুমোদন:
সংগঠনকে সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা।

2️⃣ অনলাইন রক্তদাতা ডাটাবেস:
জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে অনলাইনে সর্বদা হালনাগাদ তালিকা সংরক্ষণ।

3️⃣ প্রেরণাদায়ী পুরস্কার ব্যবস্থা:
দাতা ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে প্রতি মাসে সেরা দাতা/ভলান্টিয়ার নির্বাচন ও পুরস্কার প্রদান।

4️⃣ যোগাযোগ সহজীকরণ:
রক্ত ম্যানেজ কারীর জন্য প্রয়োজনীয় ফোন মিনিট প্রদান, যাতে যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হয়।

5️⃣ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা:
ফেসবুক গ্রুপে নিয়মিত রক্তদানের ছবি ও গল্প প্রকাশ করে অন্যদের রক্তদানে অনুপ্রাণিত করা।

6️⃣ মাসিক নতুন দাতা সংগ্রহ ক্যাম্পেইন:
প্রতি মাসে অন্তত ১টি ক্যাম্প আয়োজনের মাধ্যমে নতুন রক্তদাতা যুক্ত করা।

7️⃣ স্বচ্ছতা ও জবাবদিহিতা:
মাসিক রিপোর্ট প্রকাশ, যেখানে উল্লেখ থাকবে— কতজন রক্ত দিয়েছেন, কতজন উপকৃত হয়েছেন এবং কার্যক্রমের সারসংক্ষেপ।

---

🤝 সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা – আপনাদের সময়, শ্রম ও আন্তরিকতার জন্যই আমাদের সংগঠন আজ এগিয়ে যাচ্ছে।
আসুন, আমরা একসাথে মানবতার সেবায় কাজ করে যাই, কারণ আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন ❤️

জয় হোক মানবতার,
জয় হোক ভুরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপের❣️

❤️ রক্তদাতাকে হৃদয় থেকে শুভেচ্ছাএকজন মানুষের জীবন রক্ষা করার জন্য আপনি যে রক্ত দিয়েছেন, তাতে আমরা গর্বিত।আপনার এক ফোঁটা ...
08/08/2025

❤️ রক্তদাতাকে হৃদয় থেকে শুভেচ্ছা

একজন মানুষের জীবন রক্ষা করার জন্য আপনি যে রক্ত দিয়েছেন, তাতে আমরা গর্বিত।
আপনার এক ফোঁটা রক্তে জেগে উঠেছে কারো নতুন ভোর।
আপনিই আমাদের গর্ব, আপনিই এই মানবতার যোদ্ধা।



🤝 স্বেচ্ছাসেবক—আপনিই নীরব নায়ক

রক্তদানের প্রতিটি মুহূর্তে আপনি ছিলেন সহযোদ্ধা।
নীরবে, নিঃস্বার্থভাবে সবার পাশে থেকে যেভাবে ছুটে যান, তার জন্য হাজারো সালাম।



📞 রক্ত লাগলে, ভয় নয়—যোগাযোগ করুন

📱 রক্তের প্রয়োজন হলে কল করুনঃ ০১৭২৫৫০০০৪৪০
ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ—সব সময় পাশে আছি।

ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপছিলো, আছে, ইনশাআল্লাহ থাকবে…আপনাদের পাশে, আপনাদের জন্য 💉❤️একটি ইনভাইট – হতে পারে কারো জীব...
04/08/2025

ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ
ছিলো, আছে, ইনশাআল্লাহ থাকবে…
আপনাদের পাশে, আপনাদের জন্য 💉❤️

একটি ইনভাইট – হতে পারে কারো জীবন বাঁচার কারণ।
তাই অনুরোধ রইলো –
আপনার পরিচিতদের আমাদের গ্রুপে যুক্ত করুন।
আপনার ছোট্ট একটি সহযোগিতাই
হয়ে উঠতে পারে কারো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। 🙏

রক্ত দিন, জীবন বাঁচান।
সাথেই থাকুন, পাশে থাকুন। 🌟

❤️ রক্তদাতাকে হৃদয় থেকে শুভেচ্ছাএকজন মানুষের জীবন রক্ষা করার জন্য আপনি যে রক্ত দিয়েছেন, তাতে আমরা গর্বিত।আপনার এক ফোঁটা ...
02/08/2025

❤️ রক্তদাতাকে হৃদয় থেকে শুভেচ্ছা

একজন মানুষের জীবন রক্ষা করার জন্য আপনি যে রক্ত দিয়েছেন, তাতে আমরা গর্বিত।
আপনার এক ফোঁটা রক্তে জেগে উঠেছে কারো নতুন ভোর।
আপনিই আমাদের গর্ব, আপনিই এই মানবতার যোদ্ধা।



🤝 স্বেচ্ছাসেবক—আপনিই নীরব নায়ক

রক্তদানের প্রতিটি মুহূর্তে আপনি ছিলেন সহযোদ্ধা।
নীরবে, নিঃস্বার্থভাবে সবার পাশে থেকে যেভাবে ছুটে যান, তার জন্য হাজারো সালাম।



📞 রক্ত লাগলে, ভয় নয়—যোগাযোগ করুন

📱 রক্তের প্রয়োজন হলে কল করুনঃ ০১৭২৫৫০০০৪৪০
ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ—সব সময় পাশে আছি।

❤️ এক ফোঁটা রক্ত, এক নতুন জীবনআপনার রক্তে জেগেছে কারো বাঁচার আশা।আপনিই মানবতার নীরব নায়ক—শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে।⸻🤝 স্...
02/08/2025

❤️ এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন

আপনার রক্তে জেগেছে কারো বাঁচার আশা।
আপনিই মানবতার নীরব নায়ক—শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে।



🤝 স্বেচ্ছাসেবী, আপনি আড়ালের আলো

চুপচাপ পাশে থেকে আপনি বানিয়েছেন অসম্ভবকে সম্ভব।
আপনার ছুটে চলা প্রাণ বাঁচানোর গল্প বলে।



📞 রক্ত লাগলে হাত বাড়ান
রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন —
01725500440

ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন পরিবার সবসময় আপনার পাশে।

সাবধান!!
09/12/2024

সাবধান!!

Address

Rangpur
5670

Alerts

Be the first to know and let us send you an email when Bhurungamari Blood Donation Group - ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bhurungamari Blood Donation Group - ভূরুঙ্গামারী ব্লাড ডোনেশন গ্রুপ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category