05/06/2025
আজ হজ ২০২৫ এর আরাফাত দিবস-এ হাজীরা মক্কার আরাফাত ময়দানে সমবেত হচ্ছে। এই পবিত্র দিনটিতে মুসলিমরা আল্লাহর কাছে তাওবা ও দোয়া করেন, আত্মপীড়নের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যেখানে মুসলমানরা তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করেন।
🕋 আজকের এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে আমাদের লাইভ সম্প্রচার দেখুন।
🌍 বিশ্বব্যাপী মুসলমানরা আজকের দিনটি দোয়া ও তাওবার মাধ্যমে কাটাচ্ছেন।
🔴 লাইভ দেখুন এবং শেয়ার করুন এই মহান মুহূর্ত।
#আরাফাত_দিবস