13/03/2022                                                                            
                                    
                                                                            
                                            হোমিও চিকিৎসায় অশ্ব বা পাইলস রোগ থেকে ১০০% মুক্তি (ইনশাআল্লাহ)
মাত্র ৬০ দিনের চিকিৎসা কোর্সে । প্রথম সপ্তাহ হতেই রোগ কমতে শুরু করবে ইংশাআল্লাহ। খরচও তুলনা মুলক কম
হোমিওপ্যাথিক চিকিৎসার সুফলঃ
――――――――――――――
১। অস্ত্রোপচার / অপারেশন করতে হয়না।
২। ভবিষ্যতে পুনরায় হাবার সম্ভাবনা নেই।
৩। কিছু দিন চিকিৎসার পরে ব্যথা এবং রক্তক্ষরণ থেকে সম্পুর্ন মুক্তি।
৪। পাইলস স্থায়ীভাবে নিরাময় করে এবং আপনার হজমের উন্নতি করে।
৫। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।
৬। এটি সবচেয়ে নিরাপদ, অরিজিনাল জার্মানি ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়।
☎ কল করুনঃ ০৯৬৩৯১-৬৮৮৪৩ / ০১৭১৬-৫৪৬০৫০ অথবা ইনবক্স করুন আমাদের পেইজে
কিছু কমন প্রশ্নঃ
―――――――
◉ অনেক দিন ধরে নানা ধরনের চিকিৎসা নিয়েছি কিন্তু পাইলস ভালো হচ্ছে না, অথবা যত দিন ঔষধ খাই ততদিন ভালো থাকি পরে আবার রোগ ফিরে আসে । 
◉ অনেকে অপারেশন করতে বলছে এখন কি আমি অপারেশন করবো নাকি হোমিও চিকিৎসা নিয়ে অপারেশন ছাড়াই ভালো হবে ?
◉ দুই চার বছর ধরে পাইলসের সমস্যা, প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি এখন চিকিৎসা করাতে চাচ্ছি । 
◉ আমার রক্ত আসে না এবং ব্যাথাও হয় না তবে মলদ্বারে অতিরিক্ত গুটির মত হয়েছে । ঐগুলি আঙ্গুল দিয়ে ভিতরে দিয়ে দিতে হয় ।
◉ আমার একটু কোষ্ঠকাঠিন্য হলেই রক্ত আসে এবং মনে হয় শিরা গুলো ছিড়ে ছিড়ে যাচ্ছে । গুটি বা ঠোঁটের মত হয়েছে বুঝা যায় ।
◉ পাইলস/অর্শ অপারেশন করেছিলাম কিন্তু এখন আবার আগের মত লক্ষন দেখা দিয়েছে । 
এমন অনেক বক্তব্য থাকে আমাদের রোগীদের । তাদের সবার জন্য আমরা যে উত্তরটি দেই তা হলো সঠিক চিকিৎসায়, এবং নিয়ম মত ঔষধ কোর্স মেইন্টেইন করে খেলে যে কোন রোগই ভাল হবে ইনশাআল্লাহ। তবে ব্যাক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার কম-বেশির জন্য সময় কম-বেশি লেগে থাকে । 
▶ পুরাতন এবং অপারেশনের পরের রোগীদের ধর্য্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। যারা পূর্বে অনেক ঔষধ খেয়েছেন তাদের জন্যেও একই কথা। 
আপনি যেখানে যত চিকিৎসাই করুন না কেন, সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাবেন, সঠিক চিকিৎসা পাবার সহজ উপায় হলো অভিজ্ঞ ডাক্তার দেখানো। আমাদের ডাক্তার ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন্য (আলহামদুলিল্লাহ)
পাইলসের ব্যাপারে আমাদের ৬০ দিনের কোর্সটি খুবই ডিটেইল ভাবে সাজানো প্রতিটি ডোজ রোগীর রোগের কন্ডিশন অনুযায়ী নির্ধারন করা হয় । পুরো কোর্সটি ৩ ভাগে অর্থাৎ ২০, ২০, ২০ দিন করে ভাগ করে চিকিৎসা নিতে হবে । প্রতি বার ঔষধ নেবার আগে ডাক্তারের সাথে কথা বলতে হবে ।
এই কোর্সের চিকিৎসায় আমরা কোন পরামর্শ ফি নিচ্ছি না। রোগি দেখা শেষে ঔষধ লিখা হবে এবং ঔষধ গুলো তৈরি করে কুরিয়ার যোগে পাঠানো হবে ।
আরো জানতে আমাদের পেইজে ইনবক্স করুন
অথবা কল করুনঃ ☎ ০৯৬৩৯১-৬৮৮৪৩ / ০১৭১৬৫৪-৬০৫০
সবার সুস্বাস্থ্য কামনা করছি