Dr. Sohan Chowdhury

Dr. Sohan Chowdhury শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজের সাথে থাকুন
(1)

👶🏻বাচ্চার বয়স ৬ মাসঃ  -বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে হাসে না? 👶🏻বয়স যখন ৯ মাসঃ  -চারপাশের কোনো শব্দ বা হাসির উত্তরে কোনো ভাব প...
26/07/2025

👶🏻বাচ্চার বয়স ৬ মাসঃ
-বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে হাসে না?

👶🏻বয়স যখন ৯ মাসঃ
-চারপাশের কোনো শব্দ বা হাসির উত্তরে কোনো ভাব প্রকাশ করে না?

👶🏻 বয়স যখন ১২ মাসঃ
-আধো আধো কথা ( মা মা, বা বা) বলে না?
-আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখায় না/ইশারা করেনা?
-টা টা দেয় না?
-হাত বাড়িয়ে কিছু ধরতে চায় না?

👶🏻 বয়স যখন ১৬ মাসঃ
কোনো অর্থপূর্ণ শব্দ বলে না? ( বল ⚽, পুতুল 👸)

👶🏻 বয়স যখন ২ বছরঃ
দুটি শব্দের মিশ্রণে বাক্য বলে না? (পানি খাবো / কোলে নাও)

👶🏻 যেকোন বয়সেঃ
-আগে আধো আধো কথা বলতো হটাৎ বলা বন্ধ হয়ে গেছে?
-নাম ধরে ডাকলে সাড়া দেয়না?
-চোখে চোখ রেখে তাকায় না?
-আলাদা থাকতে পছন্দ করে?
-একই নিয়মে চলতে পছন্দ করে, কোনো পরিবর্তন পছন্দ করেনা?
-বিনা কারণে অতিরিক্ত কান্নাকাটি করে?
-অস্বাভাবিক আচরণ করে?

নজর রাখুন!
এগুলো অটিজমের বিশেষ লক্ষণ ( Red Flag Sign)🚩🚩
তাই জানতে হবে....


📢📢 যদি আপনার বাচ্চার এমন কোনো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করুন। 👨🏻‍⚕

অটিজম কোনো রোগ নয়, স্নায়ুর বিকাশজনিত সমস্যা যা শিশুর ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যে দেখা যায়। এর ফলে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়,কর্মক্ষমতা হয় ব্যাহত ।

তবে দ্রুত শনাক্তকরণ ও যথাযথ ব্যবস্হা নিলে এ শিশুরাও অন্যান্য শিশুদের মতো উন্নতি করতে পারে।

🍀🌻AUTISM 🌻🍀







✒️ Dr. Sohan Chowdhury

23/07/2025

আপনার আদরের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন একদম ছোট বয়স থেকেই। বড় হয়ে শিখবে এমন চিন্তা করতে করতে সব হাতছাড়া না হয়ে যায়।

23/07/2025

📢 টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়!অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প...
22/07/2025

📢 টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখে) সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

🔹 ভ্যাকসিনের নাম: TCV (Typhoid Conjugate Vaccine)

🔹 ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে

🔹 কারা পাবে: ৯ মাস বয়সী শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী

🔹 কোথায় দেওয়া হবে:

◾ স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে
◾ অন্যদের স্থানীয় টিকা কেন্দ্রে
যাবে।

🔹টাইফয়েড টিকা কেন জরুরি?

টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।

🔹 টিকা নিতে যা দরকার:

✔️ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
✔️ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
✔️ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ

🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
👉 https://vaxepi.gov.bd

🔹 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
➤ শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

🔹যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১️. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২️. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন

✅ এই টিকাটি নিরাপদ, কার্যকর এবং আপনার সন্তানকে টাইফয়েড জ্বর ও তার জটিলতা থেকে সুরক্ষা দেয়।

আপনার পরিবার ও আশেপাশের মানুষের সাথে তথ্যটি শেয়ার করুন। ✅

21/07/2025
🌡️🌡️শিশুর জ্বর ও আমাদের করণীয়ঃপ্রয়ই রোগীর মা- বাবা বা আত্মীয়স্বজন কল  দিয়ে বলেন "স্যার বাচ্চার অনেক জ্বর, ১০৩°-১০৪° হবে,...
21/07/2025

🌡️🌡️শিশুর জ্বর ও আমাদের করণীয়ঃ

প্রয়ই রোগীর মা- বাবা বা আত্মীয়স্বজন কল দিয়ে বলেন "স্যার বাচ্চার অনেক জ্বর, ১০৩°-১০৪° হবে, কি ওষুধ খাওয়াব??"

🔹যখন জিজ্ঞেস করি, আপনি কি বাচ্চার জ্বর মেপেছেন থার্মোমিটার দিয়ে? তখন ওনারা বলেন, না আমি বাচ্চার শরীরে হাত দিয়ে জ্বর অনুভব করেছি!

🔹অনেকে আবার অনুমান করে জ্বরের ওষুধ প্যারাসিটামল সিরাপও খাওয়ান!

🔹 কেউ আবার জ্বর আসা মাত্র বাচ্চাকে এ্যান্টিবায়োটিক খাওয়ান!

এগুলো বর্জন করতে হবে। বাচ্চার ভালোর জন্য...

✅আমাদের করনীয়ঃ

১.বাচ্চার জ্বর হলে আতংকিত হওয়া যাবে না

২.থার্মোমিটার দিয়ে সঠিকভাবে জ্বর পরিমাপ করতে হবে।

৩.অনেকে বলেন, ওনি জ্বর মাপতে জানেন না। জ্বর পরিমাপ করা একদম সহজ একটি বিষয়, দরকার হলে যিনি জানেন ওনার কাছ থেকে সহায়তা নিবেন। এখন ডিজিটাল থার্মোমিটার সবখানে পাওয়া যায়।

৪.বাচ্চার যখন জ্বর হবে তখন বাচ্চার জ্বর সঠিকভাবে পরিমাপ করে ডাক্তারের পরামর্শ মতে প্যারাসিটামল সিরাপ বা ড্রপ খাওয়াবেন (মনে রাখবেন বাচ্চাদের ওষুধের মাত্রা ওজন ও বয়সের উপর নির্ভর করে)

৫. কুসুম কুসুম গরম পানি দিয়ে বাচ্চার হাত -পা,শরীর মুছে দিবেন,(১৫-২০ মিনিট) তবে ঠান্ডা পানি ব্যবহার না করা উত্তম কারন এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভবনা থাকে। শুধু মাথায় জলপট্টি দেওয়া যাবেনা।

৬. বাচ্চার বয়স ৬ মাসের বেশি হলে- ঘন ঘন তরল খাবার,ভিটামিন-সি জাতীয় খাবার দিবেন।
৬ মাসের কম হলে বেশি বেশি মায়ের বুকের দুধ দিবেন।

৭.বাচ্চাকে পাতলা/ ঢিলেঢালা পোশাক পরাবেন।

🚩সর্তকতাঃ

🔹বাচ্চাকে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ধরনের এ্যান্টিবায়োটিক খাওয়াবেন না।

🔹বাচ্চার শরীর গরম মানে সবসময় জ্বর হবে তা কিন্তু নয়, আপনি থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন। জ্বর হলে প্যারাসিটামল খাওয়াবেন অন্যথায় খাওয়াবেন না।

🟨 কখন ডাক্তারের শরণাপন্ন হবেনঃ

১.শিশুর যদি ৭২ ঘন্টার মধ্যে জ্বর না কমলে,

২.জ্বরের সাথে খিঁচুনি হলে,

৩.শিশু অবিরাম কাঁদতে থাকলে,

৪.শিশুর ঘাড় শক্ত হয়ে গেলে,

৫.জ্বরের সাথে যদি বাচ্চার শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হলে,

৬. জ্বরের সাথে বাচ্চার গায়ে, বুকে, পিঠে যদি ফুসকুড়ি / Rash দেখা দিলে।

🩺🩺ডা. সোহান চৌধুরী

20/07/2025

একজন ভালো মা/বাবা হওয়ার পূর্বশর্ত হচ্ছে ধৈর্যশীল হওয়া

অনেকেই মনে করেন, চিনি বা মিষ্টি জাতীয় খাবার  খেলে কৃমি হয়। এ ধারণা ভুল। কৃমির সংক্রমণের অন্যতম কারণ হলো অপরিষ্কার থাকা.....
20/07/2025

অনেকেই মনে করেন, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে কৃমি হয়। এ ধারণা ভুল। কৃমির সংক্রমণের অন্যতম কারণ হলো অপরিষ্কার থাকা...

কৃমি এক ধরনের পরজীবী। এটি মানুষের শরীর থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে, বংশবিস্তার করে। শিশুদের মধ্যে এই পরজীবীর সংক্রমণ বেশি দেখা যায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে কৃমির সংক্রমণ বেশি হয়। তবে সতর্ক থাকলে এই পরজীবীর সংক্রমণ প্রতিরোধ করা যায়...

🔴 শিশুর কৃমির সংক্রামণের লক্ষণগুলো হলঃ

- পেটব্যথা, পেট ফোলা-ফাঁপা
- রক্ত বা রক্তযুক্ত ডায়রিয়া
- বমিভাব/ বমি
- ক্ষুধামান্দ্য, ওজন কমা
- জ্বর, ক্লান্তি
- হাতে-পায়ে ব্যথা এবং মাথাব্যথা
- খিটখিটে আচরণ বেড়ে যাওয়া
- মলদ্বারে চুলকানি হওয়া
- চুলকানির কারণে ঘুম কমে যাওয়া

এছাড়াও যকৃৎ, মাংসপেশি, চোখ, মস্তিষ্ক, ফুসফুস প্রভৃতি অঙ্গপ্রত্যঙ্গে বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণে জন্ডিস, খিঁচুনি, অ্যাজমাসহ নানা রোগের লক্ষণ দেখা দিতে পারে....

🟢 চিকিৎসা ও প্রতিরোধঃ

বাচ্চার মধ্যে কৃমির সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ সঠিক ওষুধ ও নিদিষ্ট মাত্রার ডোজ না হলে বাচ্চা কৃমিমুক্ত হবে না।

🟡 কিছু সতর্কতাঃ

কিছু কৃমি মাটি থেকে পায়ের ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাই শিশুকে নোংরা মাটিতে খালি পায়ে হাঁটতে দেওয়া যাবে না।

শিশুর খাবার প্রস্তুতকারী ও পরিচর্যাকারীর পরিচ্ছন্নতা জরুরি। একইভাবে জরুরি টয়লেট ব্যবহারের পর এবং খাওয়ার আগে শিশুর হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যাস গড়ে তোলা..

📢 সুস্থ থাকুক প্রতিটি শিশু

আরও জানতে পেইজের সাথে থাকুন

19/07/2025

১ থেকে ৩ মাস বয়সি বাচ্চারা পেটে গ্যাস জমলে অতিরিক্ত মোচড়ামুচড়ি করে। এ সমস্যা বেশি হয় সন্ধ্যার পর থেকে। বাচ্চা রাতে বেশি কান্না করে। ডাক্তারী ভাষায় একে বলা হয় "ইনফ্যান্টাইল কলিক"

🔴 লক্ষণসমূহঃ

🔹 বাচ্চার পেট ফুলে যাবে
🔹 বমি বেশি হবে।
🔹 অল্প অল্প করে বারবার পায়খানা করবে।
🔹 রাতে অতিরিক্ত কান্না করবে।

তাই এই লক্ষণগুলো প্রকাশ পেলে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে...

18/07/2025

প্রায়ই অভিভাবকরা বাচ্চাসহ চিপসের প্যাকেট হাতে চেম্বারে এসে বলেন- "স্যার বাচ্চার খাবারের রুচি নাই।"

কারণ কি আপনারা বলেন তো?

17/07/2025

আনারস ও দুধ একসাথে খেলে কি হয়?

এবছর মহামারী আকারে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস বা খোসপাঁচড়া। এটি পরজীবীজনিত অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। নবজাতক শিশু থেকে বৃদ...
17/07/2025

এবছর মহামারী আকারে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস বা খোসপাঁচড়া। এটি পরজীবীজনিত অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। নবজাতক শিশু থেকে বৃদ্ধ মানুষ যে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হতে পারেন।

✅ কিভাবে ছড়ায়?

স্ক্যাবিস আক্রান্ত কারো সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামা-কাপড়, বিছানা, তোয়ালেসহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের পরজীবী ছড়ায়।

পরিবার, হোস্টেল, মেসে কেউ একজন আক্রান্ত হলে বাকি সদস্যরাও আক্রান্তের ঝুঁকিতে থাকেন। অপরিচ্ছন্ন ঘনবসতিপূর্ণ পরিবেশ, হোস্টেল, মাদ্রাসা, মেস যেখানে অনেকে একসঙ্গে থাকেন সেখানে স্ক্যাবিস বা খোসপাঁচড়া খুব দ্রুত ছড়ায়।

✅ লক্ষণগুলো কি?

▪️শরীরে তীব্র চুলকানি ও চামড়ায় প্রদাহ সৃষ্টি হয়।

▪️সারা শরীর বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়।

▪️চুলকানি রাতে বেশি হয়।

▪️আক্রান্ত স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র র‌্যাশ বা ফুসকুঁড়ি হয়। সঠিক চিকিৎসা না হলে এগুলো ঘা দেখা যায়।

🚩জটিলতা

🔺সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে বাচ্চাদের কিডনিতে জটিলতা দেখা দিতে পারে।

🔺অনুজীব সংক্রমণের ফলে শরীরে ব্যাথা, জ্বর অনূভুত হতে পারে। আক্রান্ত স্থানে ঘা হয়ে যায়।

✅ প্রতিরোধ

🔸পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। নিয়মিত গোসল করতে হবে।

🔸স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক ও ব্যবহৃত যে কোন জিনিস ব্যবহার করা যাবে না। স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র আলাদা করে দিতে হবে।

🔸ঘনবসতিপূর্ণ, সংক্রমণপ্রবণ এলাকায় বাড়তি সতর্কতা মেনে চলতে এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

🔸পরিবারের কেউ সংক্রমিত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে। একইসাথে লক্ষণ না থাকলেও পরিবারের বাকি সবার চিকিৎসা নিতে হবে।

✅ চিকিৎসাঃ

লক্ষণ ও আক্রান্ত ব্যক্তির অবস্থাভেদে স্ক্যাবিসের নানা ধরনের চিকিৎসা দেয়া হয়ে থাকে। সাধারণত গায়ে মাখা
পারমিথ্রিন ৫% ক্রিম অথবা পারমিথ্রিন + ক্রোটামিটন লোশন এবং খাবার ঔষধ দেয়া হয়ে থাকে।

এটির চিকিৎসা খুব সহজ হলেও নিরাময় পেতে চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করার বিকল্প নেই। সঠিক নিয়মে ও নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা না নিলে রোগ পুনরায় ফিরে আসতে পারে।

🚩বিশেষ সতর্কতা:
শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

✅বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারণ ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আপনার আদরের সন্তান বা পরিবারের কেউ আক্রান্ত হলে যতো দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।


Address

Rangpur

Telephone

+8801719255706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sohan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category