Dr. Sohan Chowdhury

Dr. Sohan Chowdhury অনলাইনে রোগী দেখাতে যোগাযোগের নাম্বার ☎️ 01719-255706
(1)

16/10/2025

আদরের সন্তানের পা কি বাঁকা❓❗

জানুন করণীয় ✅

👩🏻‍🦳 স্যার বাবুর আমাশয় ছিল।এ ওষুধ খাইয়াছি, কিছু সমস্যা কমে না।👨🏻‍⚕️এ ওষুধ কে দিয়েছে? 👩🏻‍🦳 ওমুক ডাক্তার ( ফার্মেসী ওয়ালা)...
16/10/2025

👩🏻‍🦳 স্যার বাবুর আমাশয় ছিল।
এ ওষুধ খাইয়াছি, কিছু সমস্যা কমে না।

👨🏻‍⚕️এ ওষুধ কে দিয়েছে?

👩🏻‍🦳 ওমুক ডাক্তার ( ফার্মেসী ওয়ালা) এ ওষুধ দিয়েছে।
উনি নাকি আপনার সাথে কথা বলছে। এরপর ওষুধ দিয়েছে।

👨🏻‍⚕️আপনার সামনে কথা বলেছে?

👩🏻‍🦳 না স্যার।

👨🏻‍⚕️ আপনি আমার চেম্বারে আসলেন না কেন?

👩🏻‍🦳 আমি আসতে চাইছি স্যার। উনি বলছে, আপনার সাথে নাকি ফোনে কথা হয়েছে। আপনি এগুলো খাওয়াতে বলেছেন।

এ বাচ্চা গতকাল আমার কাছে এসেছে। বয়স মাত্র ১৭ দিন। আমার নাম ভাঙিয়ে গ্রামের কোন এক ফার্মেসি ওয়ালা এই মহিলাকে তার বাচ্চার জন্য এসব ওষুধ দিয়েছে। যে ফার্মেসিওয়ালার নাম বলেছে তাকে আমি চিনিও না, নামও শুনিনি। এই রোগীর বাড়ি আমার চেম্বার থেকে প্রায় ১৮/২০ কিলোমিটার দূরে।

আমার কথা বাদই দিলাম, কোন এমবিবিএস ডাক্তার সুস্থ মস্তিষ্কে ১৭ দিনের বাচ্চাকে এসব ওষুধ খাওয়ানোর পরামর্শ দিবে না।

তাই আমার সাথে সরাসরি যোগাযোগ ছাড়া আমার নাম বলে কেউ যদি আপনার সন্তানকে ওষুধ দেয় তার যাবতীয় দায়-দায়িত্ব আপনার, আপনার সন্তানের কোন ক্ষতি হলে তার দায়ও আপনার। বাচ্চাকে না দেখে আমি সাধারণত চিকিৎসা দেই না, কেউ তার ব্যবসার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে তার দায় আমার উপর বর্তায় না।

সচেতন হোন। ✅

16/10/2025

আজ বেশ কয়েকজনের কাছে একটা পোস্টের লিংক পেয়েছি যে icddr,b এর কোন গবেষণায় নাকি পেয়েছে যে বাংলাদেশে টাইফয়েড মাত্র ১%. ঘটনাট...
15/10/2025

আজ বেশ কয়েকজনের কাছে একটা পোস্টের লিংক পেয়েছি যে icddr,b এর কোন গবেষণায় নাকি পেয়েছে যে বাংলাদেশে টাইফয়েড মাত্র ১%. ঘটনাটি সত্য কিনা!

আজ প্রায় ১২ বছর ধরে icddr,b তে আছি, কিন্তু এমন কোনো গবেষণার ফলাফলের কথা শুনি নাই! বরং আমাদের ACORN-HAI স্টাডিতে (২০২৩-২০২৪) আমরা ২ বছরে ৮২৯ জন রোগীর মধ্যে ২৪৯ জনের রক্তে টাইফয়েডের জীবাণু (Salmonella typhi) পেয়েছি! এর কাছাকাছি প্যারাটাইফয়েডের জীবাণু তো হিসাবেই ধরি নাই। অথচ ব্লাড কালচারে যা পজিটিভ আসে, তারচেয়েও অনেক বেশি আক্রান্ত রোগী থাকে, যাদের ক্ষেত্রে রোগনির্ণয় করা সম্ভব হয় না।

অর্থাৎ মেইনলি ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগী, সাথে যাদের রক্তে অন্যান্য ইনফেকশনও ছিলো, তাদের মধ্যেই ৩০% এরও উপরে টাইফয়েডের জীবাণু ছিলো! টাইফয়েডের লক্ষণ নিয়ে অন্যান্য জেনারেল হাসপাতালে যারা ভর্তি হয়, তাদের মধ্যে এই হার আরও বেশি হতে পারে বলে আমার ধারণা।

অথচ কোত্থেকে, কোনো রেফারেন্স ছাড়া একজন বলে দিলো যে icddr,b এর গবেষণা, আর সবাই সেটাকে বিশ্বাসও করে নিলো!

সাথে এটাও জেনে রাখেন যে টাইফয়েডের এই ভ্যাক্সিন কোভিডের মতো নতুন বা ইমারজেন্সী সিচুয়েশনে ব্যবহার করার জন্য জরুরী ভিত্তিতেও তৈরি করা নয়। এটা অনেক আগে থেকেই বাংলাদেশ সহ অনেক দেশে আছে, এবং এতোদিন অনেকেই এটা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা চেম্বার বা ফার্মেসী থেকে ১২০০-১৪০০ টাকায় কিনে দিতো। মানুষের উপকারের জন্য এখন ফ্রি তে যে ভ্যাক্সিন দিচ্ছে, এটা বাজারে পাওয়া ভ্যাক্সিনের চেয়েও ভালো। অথচ শুধুমাত্র ফ্রি তে দিচ্ছে বলেই বাঙালীর সন্দেহ শুরু হয়েছে যে ফ্রি তে দিলো কেন!

ডা. গাজী সালাউদ্দিন
Assistant Scientist,
icddr,b

চেম্বারে দেখা রোগী। 🩺জন্ম থেকেই তার দু'টি দাঁত দেখা যাচ্ছে। জন্মের সাথে সাথে কি কোনো শিশুর দাঁত গজাতে পারে❓এ নিয়ে অভিভাব...
14/10/2025

চেম্বারে দেখা রোগী। 🩺
জন্ম থেকেই তার দু'টি দাঁত দেখা যাচ্ছে।

জন্মের সাথে সাথে কি কোনো শিশুর দাঁত গজাতে পারে❓

এ নিয়ে অভিভাবকরা নানান দুশ্চিন্তায় পড়েন।
এই দাঁত নিয়ে অনেক কুসংস্কারও প্রচলিত আছে সমাজে।

বিষয়টি অত জটিল নয়।
প্রতি দুই হাজার নবজাতক শিশুর মধ্যে একজন এমন জন্মকালীন দাঁত নিয়ে জন্মাতে পারে। এসব দাঁত সাধারণভাবে মাড়ির সঙ্গে আলগাভাবে আটকে থাকে।

তবে এ জন্মকালীন বা নবজাতক বয়সে দাঁত থাকার কারণে শিশুর কিছু সমস্যা হতে পারেঃ

▪️ শিশু ব্যথা পেতে পারে।

▪️মায়ের দুধ খেতে অসুবিধা হয়।

▪️বুকের দুধ খাওয়ানোর সময় দাঁতের কামড় বা আঁচড়ে দুগ্ধদানকারী মা অস্বস্তি অনুভব করেন।

▪️ আবার দাঁত যদি নড়বড়ে থাকে তবে তা হঠাৎ ছুটে গিয়ে শ্বাসনালিতে চলে যাওয়ার ভয় থাকে।

আপনার করণীয় হচ্ছে যদি আপনার সন্তানের এমন জন্মদাঁত থাকে তাহলে শুরুতেই চিকিৎসক দেখিয়ে পরামর্শ অনুযায়ী ব্যবস্হা নিবেন।

✒️ Dr. Sohan Chowdhury

🔴 যেসব শিশুর রক্ত শূন্যতার ঝুঁকি বেশিঃ🩸গর্ভাবস্হায় মায়ের রক্তশূন্যতা থাকলে🩸 শিশুর জন্মের সময় মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হল...
12/10/2025

🔴 যেসব শিশুর রক্ত শূন্যতার ঝুঁকি বেশিঃ

🩸গর্ভাবস্হায় মায়ের রক্তশূন্যতা থাকলে

🩸 শিশুর জন্মের সময় মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হলে

🩸 নির্ধারিত সময়ের আগে জন্ম নিলে অথবা কম ওজন নিয়ে জন্ম নিলে

🩸শিশুর নাড়ি জন্মের পর খুব দ্রুতই (৩০ সেকেন্ডের মধ্যে) কেটে ফেলা হলে

🩸মায়ের দুধ না পেলে। কারণ, মায়ের দুধের আয়রন গরুর বা অন্য দুধের আয়রনের তুলনায় ২ গুণ বেশি রক্তে শোষিত হয়

🩸 শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পরপরই বুকের দুধের পরিবর্তে নিয়মিতভাবে গরুর দুধ, ছাগলের দুধ, কৌটার দুধ ইত্যাদি খাওয়ালে

🩸 বাচ্চাকে নিয়মিতভাবে আয়রনহীন খাবার যেমন সুজি, চালের গুঁড়া, বার্লি বা প্যাকেটজাত শিশু খাদ্য খাওয়ালে।

🩸 যেসব শিশু দীর্ঘদিন ডায়রিয়া বা ক্রিমির সমস্যায় ভুগে।

আরও জানতে ফলো করুন,
🩺 Dr. Sohan Chowdhury

11/10/2025

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাচ্চাদের টাইফয়েড টিকা ক্যাম্পেইন।
বাচ্চাকে টিকা দিলে কি ক্ষতি হবে?
# ©

10/10/2025

বাচ্চাকে দেখা শেষে বাচ্চার দাদী ও মা পরষ্পরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছেন!

👨🏻‍⚕️ কিছু বলবেন?

👩🏻‍🦳 বাচ্চার আপেলটা একটু দেখতেন। একটু ফোলা ফোলা লাগে।

👨🏻‍⚕️ আপেল!

👩🏻‍🦳 এত শরম করলে হবে? বাচ্চার সমস্যা দেখাবার লাগবে তো।
দাদী একথা বলতে বলতে নাতীর প্যান্ট খুলে আপেল দেখালেন।

👨🏻‍⚕️ টুনটুনি, সোনাপাখি আরও কত নাম শুনেছি। আপেল নামটা আজ প্রথম শুনলাম। সাথে নিউটন সাহেবের কথা মনে পড়ে গেল। 🤔

09/10/2025

বাচ্চা ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে ❓❗
কৃমির সমস্যা নাকি অন্য কিছু? 😇motivation
জানুন বিস্তারিত ✅

Address

Rangpur

Telephone

+8801719255706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sohan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category