
26/07/2025
👶🏻বাচ্চার বয়স ৬ মাসঃ
-বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে হাসে না?
👶🏻বয়স যখন ৯ মাসঃ
-চারপাশের কোনো শব্দ বা হাসির উত্তরে কোনো ভাব প্রকাশ করে না?
👶🏻 বয়স যখন ১২ মাসঃ
-আধো আধো কথা ( মা মা, বা বা) বলে না?
-আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখায় না/ইশারা করেনা?
-টা টা দেয় না?
-হাত বাড়িয়ে কিছু ধরতে চায় না?
👶🏻 বয়স যখন ১৬ মাসঃ
কোনো অর্থপূর্ণ শব্দ বলে না? ( বল ⚽, পুতুল 👸)
👶🏻 বয়স যখন ২ বছরঃ
দুটি শব্দের মিশ্রণে বাক্য বলে না? (পানি খাবো / কোলে নাও)
👶🏻 যেকোন বয়সেঃ
-আগে আধো আধো কথা বলতো হটাৎ বলা বন্ধ হয়ে গেছে?
-নাম ধরে ডাকলে সাড়া দেয়না?
-চোখে চোখ রেখে তাকায় না?
-আলাদা থাকতে পছন্দ করে?
-একই নিয়মে চলতে পছন্দ করে, কোনো পরিবর্তন পছন্দ করেনা?
-বিনা কারণে অতিরিক্ত কান্নাকাটি করে?
-অস্বাভাবিক আচরণ করে?
নজর রাখুন!
এগুলো অটিজমের বিশেষ লক্ষণ ( Red Flag Sign)🚩🚩
তাই জানতে হবে....
📢📢 যদি আপনার বাচ্চার এমন কোনো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করুন। 👨🏻⚕
অটিজম কোনো রোগ নয়, স্নায়ুর বিকাশজনিত সমস্যা যা শিশুর ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যে দেখা যায়। এর ফলে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়,কর্মক্ষমতা হয় ব্যাহত ।
তবে দ্রুত শনাক্তকরণ ও যথাযথ ব্যবস্হা নিলে এ শিশুরাও অন্যান্য শিশুদের মতো উন্নতি করতে পারে।
🍀🌻AUTISM 🌻🍀
✒️ Dr. Sohan Chowdhury