Easy Shefa সহজ নিরাময়

Easy Shefa  সহজ নিরাময় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy Shefa সহজ নিরাময়, Medical and health, Dhap,Rangpur, Rangpur.

✅ স্বাস্থ্য সম্পর্কিত অসাধারণ কিছু টিপস জেনে নিনঃ১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা প...
18/02/2025

✅ স্বাস্থ্য সম্পর্কিত অসাধারণ কিছু টিপস জেনে নিনঃ
১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।

২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।

৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।

৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।

৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।

৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।

৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।

৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।

১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।

১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।

১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।

১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।

১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।

১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।

১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।

১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন৷

নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের পেইজে লাইক দিন৷

ঔষধ বিহীন চিকিৎসা পেতে নির্ভরযোগ্য প্রটিষ্ঠান, এএমসি থেরাপি সেন্টার, কাকলি লেন,ধাপ, ( আট তলা মসজিদ এর ২০০ গজ উত্তরে ) রং...
26/05/2024

ঔষধ বিহীন চিকিৎসা পেতে নির্ভরযোগ্য প্রটিষ্ঠান, এএমসি থেরাপি সেন্টার, কাকলি লেন,ধাপ, ( আট তলা মসজিদ এর ২০০ গজ উত্তরে ) রংপুর। মোবাইল : ০১৭৩৭৩৭৩৪৯৬।
Visit now- www.https://easyshefa.com

22/05/2024
আগামীকাল সকাল ৮ ঘটিকায় রংপুর জিলা স্কুল মাঠে ঈদুলফিতর এর প্রথম জামাত অনুষ্টিত হবে ইনশাআল্লাহ্। আপনারা স-পরিবারে আমন্ত্রি...
10/04/2024

আগামীকাল সকাল ৮ ঘটিকায় রংপুর জিলা স্কুল মাঠে ঈদুলফিতর এর প্রথম জামাত অনুষ্টিত হবে ইনশাআল্লাহ্। আপনারা স-পরিবারে আমন্ত্রিত। আমন্ত্রনে, মোঃ আলমগীর হোসেন মামুন, এএমসি থেরাপি সেন্টার কাকলিলেন, ধাপ, রংপুর

এএমসি থেরাপি সেন্টার ,কাকলিলেন,ধাপ,রংপুর এর পক্ষথেকে সবাইকে ঈদুলফেতের এর শুভেচ্ছা। https://easyshefa.com
10/04/2024

এএমসি থেরাপি সেন্টার ,কাকলিলেন,ধাপ,রংপুর এর পক্ষথেকে সবাইকে ঈদুলফেতের এর শুভেচ্ছা। https://easyshefa.com

05/04/2024

আজ রংপুর জেলায়
ইফতার এর সময়
০৬:22 মিঃ

29/03/2024

আজ রংপুর জেলায়
ইফতার এর সময়
০৬:১৯ মিঃ

Address

Dhap,Rangpur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Easy Shefa সহজ নিরাময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easy Shefa সহজ নিরাময়:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram