29/07/2025
আপনি সুস্থ বলে ভাবছেন আপনি নিরাপদ? হেপাটাইটিস বি – এমন এক ভাইরাস, যা আপনার শরীরে বছর পর বছর বাসা বেঁধে ধীরে ধীরে ধ্বংস করতে পারে আপনার লিভারকে।"
✅ হেপাটাইটিস বি কী?
"হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত লিভারে সংক্রমণ ঘটায়। এটি Acute বা Chronic – উভয় ধরণেরই হতে পারে।"
✅ কতটা বিপজ্জনক?
"বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৯ লাখ মানুষ এই ভাইরাসজনিত কারণে মারা যান।"
✅ কীভাবে ছড়ায়?
"হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায়—
🔹 আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে
🔹 যৌন সংস্পর্শে
🔹 অনিরাপদ সিরিঞ্জ
🔹 জন্মের সময় মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে"
✅ লক্ষণ কী কী?
"বেশিরভাগ সময় কোনো উপসর্গ থাকে না। তবুও কিছু লক্ষণ হতে পারে—
🔸 জ্বর
🔸 বমি
🔸 চোখ ও ত্বকে হলুদভাব (জন্ডিস)
🔸 পেটের ডান পাশে ব্যথা
🔸 অতিরিক্ত ক্লান্তি"
✅ কারা বেশি ঝুঁকিতে?
বেশি ঝুঁকিতে রয়েছেন—
🧒 জন্মের সময় আক্রান্ত মা থেকে সন্তান
💉 যারা বারবার ইনজেকশন নেন
🩸 যারা রক্ত গ্রহণ করেন
👨⚕️ চিকিৎসাকর্মীরা
✅ কিভাবে নির্ণয় করা হয়?
"রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজেই জানা যায় আপনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত কি না। HBsAg, Anti-HBc – এইসব টেস্ট করা হয়।"
✅ প্রতিরোধ কীভাবে সম্ভব?
"ভালো খবর হলো— হেপাটাইটিস বি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।
✅ জন্মের পরপরই প্রথম ডোজ
✅ ৩টি ডোজে সম্পূর্ণ সুরক্ষা
✅ নিরাপদ রক্ত ও সিরিঞ্জ ব্যবহার"
🥼চিকিৎসা আছে কি?
"যদি সংক্রমণ হয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে ওষুধ দিয়ে ভাইরাসের গতি কমানো যায়। কিন্তু প্রতিরোধই সবচেয়ে ভালো পথ।"
মেডিসিন ক্লাব প্রতিনিয়ত ভ্যাকসিনেশন ও সাস্থ্যসচেতনতা তৈরির মাধ্যমে হেপাটাইটিস বি প্রীতিরোধে প্রতিজ্ঞাবদ্য |