20/07/2025
এই ঘুষখোর মোতালেব ইন্সপেক্টর রংপুর ১। রংপুরবাসীকে জিম্মি করে ফেলেছে তাকে ঘুষ না দিলে ও তার সাথে ব্যবসা না করলে। ফায়ারের লাইসেন্স রেনু হয় না। এমন কি সে রাজস্ব আয় নিজের পকেটে ঢুকে নেয় ৪-৫ বছরের বকেয়া থাকলে এক বছরের রেনু করে বাকি অর্থ বছরের রাজস্ব সে নিজের পকেট ভরায়। সে সরকার কেউ ফাঁকি দিচ্ছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।