গল্প প্রেমী

গল্প প্রেমী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

24/08/2024

24/08/2024
24/08/2024

দামি গাড়িতে চলার ব্যাখ্যা দিলেন সারজিস

সমন্বয়েকরা দামি গাড়ি কোথায় পাচ্ছেন, এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম। নিউজ হান্টকে তিনি বলেছেন, ‘‘এর আগে দুই-তিনদিন যে ভাইয়ের গাড়িতে আমরা ঘুরেছি, যে ভাই একজন ড্রাইভারসহ গাড়িটি দিয়েছেন, উনি চুয়েট থেকে পড়া একজন ইঞ্জিনিয়ার। ঢাকায় ওনার একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম রয়েছে। এভাবে একেক দিন, একেক ভাই আমাদের নিজে থেকে মেসেজ দিয়ে বলেন, যে আপনাদের কোনো সহযোগিতা লাগবে কি না। আমরা বলি যে ভাই একদিনের জন্য আপনি ড্রাইভারসহ যদি আপনার একটি গাড়ি দিতে পারেন, তাহলে আমাদের জন্য ভালো হয়।’’

সাম্প্রতিক বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবিগুলো গুজব ❌তবে প্রকৃতপক্ষে বন্যার বাস্তব দৃশ্য আরো করুণ😔
23/08/2024

সাম্প্রতিক বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবিগুলো গুজব ❌
তবে প্রকৃতপক্ষে বন্যার বাস্তব দৃশ্য আরো করুণ😔

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতিCredit- Mahfuzul Hasan
23/08/2024

ইছাপুর, বুড়িচং (কুমিল্লা) এর আজকের পরিস্থিতি

Credit- Mahfuzul Hasan

বাবা ❤️
23/08/2024

বাবা ❤️

23/08/2024


23/08/2024

পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলেও পশুর মনুষ্যত্ব এখনো বেঁচে আছে!'💔

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্য...
30/12/2023

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।

ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!

সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো। পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।

প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে...!🙂

স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে ফোন করছে,কিন্তু নাম্বার ওয়েটিং, স্বামী বাসায় এসে দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালামদিলেন, তার...
28/12/2023

স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে ফোন করছে,
কিন্তু নাম্বার ওয়েটিং,
স্বামী বাসায় এসে দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম
দিলেন, তারপর জিজ্ঞাসা করলেন কেমন
আছো?? স্ত্রী বলল ভাল, স্বামী বলল, তোমায়
ফোন করেছিলাম, কিন্তু নাম্বার ওয়েটিং ছিলো,
কোথায় কথা বলছিলে, স্ত্রী বলল আমার
বান্ধবীর সাথে, স্বামী বলল, আমার আল্লাহ
সুবহানাহু তায়ালা আদেশ করেছেন
সত্য বলার জন্য, যদিও তোমার জীবন বিপন্ন হয়ে
যায়, আর বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন
তাহার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা ১
মাইল দূরে চলে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন,
আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারেনা।
স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার
এক বন্ধুর সাথে কথা বলছিলাম,
স্বামী বলল দেখ আল্লাহ সুবহানাহু তায়ালা,
স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল,
আর তুমি যে ছেলের সাথে কথা বললে,
এমন ছেলেদের সাথে কথা বলা হারাম,
তুমি কি জানো জান্নাত কোথায়।
স্ত্রী বলল না,
স্বামী বলল, হুজুর পাক (সাঃ)
বলেছেন, জান্নাত তোমার দু উরু ও দু
চোয়ালের মধ্যেখানে, যে ব্যক্তি এই
দুটি জিনিসের হেফাজত করবে, সে
জান্নাতি। স্বামী নামাজে দাঁড়ালেন, নামাজ
শেষে স্ত্রীর জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ
তুমি যদি হযরত ওয়াশী( রাঃ)মতো কঠিন
হৃদয়ের মানুষকে, দ্বীনের বুঝ দিতে পারো,
হযরত উমার ফারুক (রাঃ) মতো কঠিন
মানুষকে দ্বীনের বুঝ দিতে পারো, তাহলে
আমার স্ত্রীকে ও তুমি হেদায়েত দাও, তার
মাধ্যমে আমাকে নেক্কার সন্তান দাও।
স্ত্রী স্বামীর মোনাজাত শুনে,
চিন্তা করলো আমি যার সাথে কথা বলি সে তো, এই
মানুষের জুতা টানার যোগ্যতা নাই, সব
কিছু জেনেও আমাকে এতোটা ভালবাসে।
আর নয়, আজই তওবা করবো, আর স্বামীর
পায়ে ধরে ক্ষমা চাইবো।
গভীর রাতে স্ত্রী তার স্বামীর
পায়ে ধরে ক্ষমা চাইছে, স্বামী বলছে, আমি
জানি তুমি অবুঝ, তাই ভূল করেছো, আল্লাহ তোমায়
হেফাজত করুন, স্বামী তাহার স্ত্রীকে
বুকে টেনে নিয়ে চোখের পানি ছেড়ে, আল্লাহর
দরবারে শুকরিয়া আদায় করলো।
আমাদের সমাজে আজকাল এমন ছেলে
পাওয়াই কষ্টকর, আপনার স্ত্রী তো আর
ফেরেশতা নয়,
তাহলে তার ভূল গুলো কেন
সুধরে নিতে পারেন না।
আল্লাহ্ সবার ভাগ্যে এমন স্বামী নসিব
করে দিও, আমিন

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্প প্রেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram