13/07/2025
🍁সকল প্রশংসা মহান আল্লাহর 🍁
গঙ্গাচড়ার মুনমুন বিয়ের ৫ বছর পর আমার কাছে চিকিৎসা নিয়ে কনসিব করেন।পূরো প্রেগনেন্সি আমার চিকিৎসাধীন ছিলেন।গর্ভকালীন সময় উনার হাইপো থাইরয়েড, হাই প্রেসার, রক্ত শূন্যতা সব ধরনের জটিলতাই ছিল।৩৮ সপ্তাহে সিজার করি।গতকাল ছোট্ট অতিথি কে নিয়ে চেম্বারে আসে দেখা করতে। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।
অন লাইনে কোনো নতুন রুগী দেখা হয় না।
রোগী দেখার সময় : বিকাল ৪ টা থেকে রাত ৯টা(প্রতিদিন), শুক্রবার বন্ধ।
চেম্বার :
এপোলো ডায়াগনস্টিক সেন্টার,
ধাপ,জেল রোড,রংপুর।
সিরিয়ালের জন্য : 01791959428
(অগ্রীম সিরিয়াল নেয়া হয় না।যেদিন দেখাবেন সেদিন সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে সিরিয়াল নেয়া হয়।
মোবাইলে কল দিয়ে সিরিয়াল নিবেন, হোয়াটসঅ্যাপে সিরিয়াল নেয়া হয় না।)