07/09/2025
আসসালামু আলাইকুম ম্যাডাম।কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাব দীর্ঘ ১১বছর পর আমাদের ঘরে খুশির খবর আসছে সবই আপনার উছিলা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানী। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।আমরা বাড়ির সকলেই খুশি।
আজ সকালে এই মেসেজ পেয়ে ঘুম ভাঙ্গলো।
🍁সকল প্রশংসা মহান আল্লাহর..🍁
গাইবান্ধার খাদিজা মাত্র ৪ মাস আমার চিকিৎসা নিয়ে বিয়ের ১১ বছর পর কনসিভ করে।তিনি পিসিওএস রোগী। তার AMH 4.95।সবাই মা ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।
অন লাইনে কোনো নতুন রুগী দেখা হয় না।
রোগী দেখার সময় : বিকাল ৪ টা থেকে রাত ৯টা(প্রতিদিন), শুক্রবার বন্ধ।
চেম্বার :
এপোলো ডায়াগনস্টিক সেন্টার,
ধাপ,জেল রোড,রংপুর।
সিরিয়ালের জন্য : 01791959428
(অগ্রীম সিরিয়াল নেয়া হয় না।যেদিন দেখাবেন সেদিন সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে সিরিয়াল নেয়া হয়।
মোবাইলে কল দিয়ে সিরিয়াল নিবেন, হোয়াটসঅ্যাপে সিরিয়াল নেয়া হয় না।)