28/05/2025
"আজ মনটা ভীষণ ভার।
হয়তো বোঝাতে পারব না ঠিক কতটা কষ্টে আছি,
কিন্তু চোখের জলে আজ হৃদয়ের বোঝা একটু হালকা করতে চাই।
সবকিছু ঠিক থাকার ভান করি,
কিন্তু ভিতরে ভেঙে পড়ি প্রতিদিন।
কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে পারে না…
তাই হয়তো এই নিঃশব্দ কান্নাই আমার একমাত্র সঙ্গী।"