Dr. Khandokar Md. Arif Hasnat

Dr. Khandokar Md. Arif Hasnat Assalamu Alaikum. This is DR. Khandokar MD. Arif Hasnat, MBBS, BCS(health), MD (Oncology)

30/03/2024

পর্ব-০৭ - কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস - মার্চ ২০২৪ উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান “ক্যান্সার জয়”

আলোচক:ডা: খন্দকার মো. আরিফ হাসনাত ক্যান্সার বিশেষজ্ঞ আলোচনার বিষয়: কোলোরেক্টার ক্যান্সার দেখবেন: ৩০ মার্চ ২০২৪ (আজকে), শ...
30/03/2024

আলোচক:
ডা: খন্দকার মো. আরিফ হাসনাত
ক্যান্সার বিশেষজ্ঞ

আলোচনার বিষয়: কোলোরেক্টার ক্যান্সার

দেখবেন: ৩০ মার্চ ২০২৪ (আজকে), শনিবার, বিকাল : ৪.০০ টায়

03/02/2024
03/02/2024

World Cancer Day 2024
The theme is "close the care gap” for patients with cancer.

Alhamdulillah,Immunotherapy is given at my Chamber. Chamber Address: Popular Consultation Centre, Unit-3, Rangpur.
27/01/2024

Alhamdulillah,
Immunotherapy is given at my Chamber.
Chamber Address: Popular Consultation Centre, Unit-3, Rangpur.

 #ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস #নভেম্বর ফুসফুসের ক্যান্সার (ইংরেজি: Lung cancer) বা ফুসফুস ক্যান্সার একটি রোগ যাতে ফুসফু...
16/11/2023

#ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস
#নভেম্বর

ফুসফুসের ক্যান্সার (ইংরেজি: Lung cancer) বা ফুসফুস ক্যান্সার একটি রোগ যাতে ফুসফুসের টিস্যুগুলিতে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির ফলে মেটাস্ট্যাসিস, প্রতিবেশী টিস্যু আক্রমণ এবং ফুসফুসের বাইরে সংক্রমণ ঘটতে পারে।ফুসফুসের ক্যান্সারের কারণে প্রতি বছর বিশ্বে ১৩ লক্ষ লোক মারা যান।

#লক্ষণ ও উপসর্গ:

#কাশিঃ দুই-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রেই ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে কাশি দেখা যায়। এক্ষেত্রে শুকনো কাশি অথবা ঘন ঘন কাশি হতে পারে।

#কাশির সাথে রক্ত যাওয়াঃ এটিও ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ এবং ধূমপানকারী পুরুষ রোগীদের ক্ষেত্রে লক্ষণটি বেশি দেখা যায়।

#বুক ব্যথাঃ প্রায় ৩০% ফুসফুস ক্যান্সারের রোগীর ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায়।

জ্বরঃ ক্যান্সারের প্রদাহের কারণে জ্বর হয়ে থাকে এবং শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি এর নিচে থাকে।

#বুক ব্যথা এবং শ্বাস-কষ্টঃ ক্যান্সারের কারণে ফুসফুসের শ্বাস প্রশ্বাস গ্রহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।

#প্রতিকার:
ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এর মধ্যে উল্লেখযোগ্য হল সার্জারি, কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি। অনেক সময় তিনটি পদ্ধতির সমন্বিত চিকিৎসা দেওয়া হয়।

টার্গেটেড থেরাপি বর্তমানে ব্যবহার হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগ প্রতিকার করা সহজ হয়।

আসুন আমরা সচেতন হই,
#নভেম্বর ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস।।

#যোগাযোগের_ঠিকানা:
ডা: খন্দকার মো. আরিফ হাসনাত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (অনকোলজি)

#চেম্বার_ঠিকানা
পপুলার কনসালটেশন সেন্টার
ধাপ, জেল রোড, রংপুর।

 #স্তন_ক্যান্সার সচেতনতা মাস'২৩ #অক্টোবরস্তন ক্যান্সার কি?চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ও...
04/10/2023

#স্তন_ক্যান্সার সচেতনতা মাস'২৩
#অক্টোবর
স্তন ক্যান্সার কি?
চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।
সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।

#লক্ষণ বা উপসর্গ:

১. স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া.

২. স্তনের আকার বা আকৃতির পরিবর্তন.

৩. স্তনবৃন্তের আকারে পরিবর্তন.

৪. স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া।

৫. স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া

৬. বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া

৭. স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া।

#ঝুঁকির মাত্রা বেশি যাদের:

৫০ বছরের বেশি বয়সীদের ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। স্তন ক্যান্সারে যতোজন আক্রান্ত হন তাদের ৮০ ভাগেরই বয়স হচ্ছে ৫০-এর ওপর। সেই সাথে যাদের পরিবারে কারোর স্তন ক্যান্সার রয়েছে তাদেরও এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর।

তথ্যসূত্র:
GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (৮ অক্টোবর ২০১৬)। "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015."। Lancet। ৩৮৮ (১০০৫৩): 1459–1544। ডিওআই:10.1016/s0140-6736(16)31012-1। পিএমআইডি ২৭৭৩৩২৮১ |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। পিএমসি ৫৩৮৮৯০৩  |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)।

#যোগাযোগের_ঠিকানা:
ডা: খন্দকার মো. আরিফ হাসনাত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (অনকোলজি)

#চেম্বার_ঠিকানা
পপুলার কনসালটেশন সেন্টার
ধাপ, জেল রোড, রংপুর।

06/09/2023

প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস
#সেপ্টেম্বর মাস

পুরুষদের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারকেই প্রোস্টেট ক্যান্সার বলে। পুরুষদের মধ্যে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়স হলে পুরুষদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে।

প্রোস্টেট সমস্যা

কোনো কারণে যদি প্রস্টেট বড় হয়ে যায় তাহলে মুত্রনালীর মুখ সংকুচিত হয়ে আসে। ফলে মুত্র বের হতে সমস্যা হয়। সাধারণত প্রস্টেটর তিন ধরনের সমস্যা দেখা যায়: সাধারণ প্রসারন (BPH), প্রস্টেটের প্রদাহ (একে প্রস্টাইটিস-ও বলে) এবং প্রস্টেট ক্যান্সার।
এই সবগুলোর ক্ষেত্রেই সাধারণত একইরকম লক্ষণ দেখা যায়:

১. ঘনঘন প্রস্রাব করার প্রয়োজন হয়, বিশেষ করে রাতের বেলায়।

২. প্রস্রাব করতে কষ্ট হওয়া।

৩. প্রস্রাব করার পরো মুত্রথলিতে প্রস্রাব রয়েছে এমন অনুভব হওয়া।

এছাড়াও আরো কিছু লক্ষণ মাঝে মাঝে দেখা যায়:

১. প্রস্রাব করার সময় যন্ত্রণা হওয়া।

এই লক্ষণ বা উপসর্গগুলোর এক বা একাধিকটি যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যাতে করে কি কারণে এই সমস্যা দেখা যাচ্ছে সেটা নির্ধারন করা যায়।

প্রোস্টেট ক্যান্সার:

পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার খুবই সাধারণ। প্রস্টেট গ্রন্থির মধ্যে কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে তখনই ক্যান্সার হতে পারে। সাধারণত ৫০ বছরের পর পুরুষদের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এর চাইতে কম বয়সেও প্রস্টেট ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা সচরাচর দেখা যায় না। বয়স যতো বাড়তে থাকে, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ততোই বেড়ে যায়। পরিবারের কারো যদি (ভাই কিংবা বাবার) প্রস্টেট ক্যান্সার থাকে তাহলেও ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি।

প্রস্টেট ক্যান্সার হলে আগে যেসব লক্ষণ বলা হয়েছে সেগুলোর সাথে আরো যেসব লক্ষণ দেখা দিতে পারে:

১. পিঠের নিচের দিকে ব্যাথা।
২. লিঙ্গোত্থানে সমস্যা।
৩. বীর্য কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া - কিন্তু এটা খুবই কম দেখা যায়।

আসুন সচেতন হই

Address

Rangpur
5400

Telephone

+8801717524903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khandokar Md. Arif Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Khandokar Md. Arif Hasnat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category