04/10/2023
#স্তন_ক্যান্সার সচেতনতা মাস'২৩
#অক্টোবর
স্তন ক্যান্সার কি?
চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।
সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।
#লক্ষণ বা উপসর্গ:
১. স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া.
২. স্তনের আকার বা আকৃতির পরিবর্তন.
৩. স্তনবৃন্তের আকারে পরিবর্তন.
৪. স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া।
৫. স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া
৬. বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
৭. স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া।
#ঝুঁকির মাত্রা বেশি যাদের:
৫০ বছরের বেশি বয়সীদের ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। স্তন ক্যান্সারে যতোজন আক্রান্ত হন তাদের ৮০ ভাগেরই বয়স হচ্ছে ৫০-এর ওপর। সেই সাথে যাদের পরিবারে কারোর স্তন ক্যান্সার রয়েছে তাদেরও এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর।
তথ্যসূত্র:
GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (৮ অক্টোবর ২০১৬)। "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015."। Lancet। ৩৮৮ (১০০৫৩): 1459–1544। ডিওআই:10.1016/s0140-6736(16)31012-1। পিএমআইডি ২৭৭৩৩২৮১ |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। পিএমসি ৫৩৮৮৯০৩  |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)।
#যোগাযোগের_ঠিকানা:
ডা: খন্দকার মো. আরিফ হাসনাত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (অনকোলজি)
#চেম্বার_ঠিকানা
পপুলার কনসালটেশন সেন্টার
ধাপ, জেল রোড, রংপুর।