16/06/2025
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।
যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পক্ষ থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের উৎসাহিতকরন করার জন্য এই দিবসটির গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় আজ ১৬ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এর পক্ষ থেকে দিনাজপুর জেলার মধ্যে কয়েকটি সংগঠনকে অধিকবার রক্তদানের সনদ প্রদান করা হয়। বিগত তিন বছর ধরে অধিকবার রক্তদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়ে আসছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ । এ সময়ে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি,সহ-সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, কেন্দ্রীয় সদস্য মারুফ, উপজেলার ভোগনগর ইউনিয়নের দায়িত্বশীল রনি হোসাইন, আরাফাত হোসেন শামীম সহ অন্যান্যরা