Perfect life

Perfect life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Perfect life, Health & Wellness Website, Shaheed Drive zikrul haque road, AB Bank (2nd Floor), , Saidpur, Nilphamari, Rangpur.
(40)

স্টেমসেল নিউট্রেশন থেরাপি" ব্যবহার করে কিভাবে রোগমুক্ত হবেন জানতে ৫ মিনিট কল করে কথা বলুন
01828040337
সর্ব রোগের একটি চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান করেছে আবিষ্কার,
স্টেমসেল নিউট্রেশন ব্যবহারে এক যোগে সকল রোগের চিকিৎসা হবে এবার।

♥ব্যাথার ড্রাগ যে ভাবে ব্যাথা কমায় জানলে ভুলেও খাবেননা!♦ব্যাথার ড্রাগ কিভাবে ব্যাথা কমায় এটি বুঝার আগে দেহে ব্যাথা কিভাব...
29/09/2025

♥ব্যাথার ড্রাগ যে ভাবে ব্যাথা কমায় জানলে ভুলেও খাবেননা!

♦ব্যাথার ড্রাগ কিভাবে ব্যাথা কমায় এটি বুঝার আগে দেহে ব্যাথা কিভাবে তৈরি হয় তা একটু সংক্ষেপে জেনে নি।
মানবদেহ জীবন্ত কোষে তৈরি। একএকটি অঙ্গ একই ধরনের বিশেষায়িত কোষ দ্বারা তৈরি। কিন্তু দেহ কোষের কাজ আলাদা হলেও প্রতিটি কোষের এনাটমি ও ফিজিওলজি এক।

দেহের ভিতরের ও বাইরের সব যোগাযোগের কেন্দ্রস্থল হচ্ছে ব্রেইন যা নিউরন নামক বিশেষায়িত কোষ দ্বারা তৈরি।এ ধরনের কোষের সংখ্যা ১০০ বিলিয়ন। মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড মিলে এক সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ করে। এ কেন্দ্রীয় স্নায়ুকোষ (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড) থেকে এক ধরনের তন্তু (নার্ভ ফাইবার) সারা শরীরে জালের মত বিস্তৃত হয়ে প্রতিটি দেহ কোষে গিয়ে সংযুক্ত হয়েছে। দেহে মোট নার্ভ ফাইবারের দৈর্ঘ প্রায় ৫ লাখ কিলো মিটার। পৃথিবী ও চাঁদের দূরত্বের চেয়েও বেশী। এ নার্ভ ফাইবারের শেষ প্রান্ত কতকগুলো গ্রাহী কোষ আছে যে গুলো ঠান্ডা,গরম,চাপ,তাপ আঘাত, ঝাল,মিষ্টি,টক সব ধরনের অনুভুতি গ্রহন করে এটিকে রাসায়নিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে স্পাইনাল কর্ড হয়ে মস্তিষ্কে প্রেরন করে। মস্তিষ্কে প্রতিটি অনুভুতিকে আলাদা আলাদা ভাবে গ্রহন করার জন্য স্নায়ুকোষ রয়েছে। এ স্নায়ুকোষগুলো নির্দিষ্ট অনুভুতি গ্রহন করে প্রসেস করে এবং ফিরতি স্নায়ু পথে দেহের নির্দিষ্ট স্থানে পৌঁছায় দেয়। সেকেন্ডের হাজার ভাগের একভাগ সময়ের মধ্যে দেহর সব ধরনের যোগাযোগ স্নায়ুকোষের মাধ্যমে সম্পন্ন হয়।

🔴দেহে ব্যাথার সৃষ্টি হয় যেভাবে সেটি বুঝার চেষ্টা করব। দেহ টিস্যুতে জোরে আঘাতের কারনে ছিঁড়ে গেলে বা জীবানুর আঘাতে ক্ষত সৃষ্টি হলে বা অটোইমিউন এর কারনে টিস্যুকোষ ধ্বংস হলে দেহ সাধারন,মাঝারী ও তীব্র ব্যাথা অনুভূত হয়। এ ঘটনা দেহের ভিতর ও বাইরের যে কোন স্থানে হতে পারে। যখন টুস্যু ক্ষতবিক্ষত হয় তখন টিস্যুকোষ থেকে একধরনের প্রোটিন কক্স-২(সাইক্লো অক্সিজেনেজ-২) নিঃসৃত হয়। এটি টুস্যুর চর্বি ফ্যাটিএসিড কে ভেঙ্গে দেয়। ফ্যাটিএসিড ভেঙ্গে প্রষ্টাগ্ল্যান্ডিন নামে কয়েক ধরনের হরমোন নিঃসৃত হয়। এ হরমোন নার্ভ ফাইবার প্রান্তকে স্পর্শ করা মাত্র উত্তেজিত করে। এ উত্তেজনা স্পাইনাল কর্ড হয়ে মস্তিষ্কের নির্দিষ্ট কোষ কেন্দ্রে পৌঁছে।

ব্যাথার প্রধান ড্রাগগুলোকে একসাথে কক্স-১, কক্স-২ ইনিহিবিটর ড্রাগ বলে। যেমন এসপিরিন,ডাইক্লোফেনাক,
এসিক্লোফেনাক,
ইনডোমেথাসিন, ন্যাপ্রোক্সেন।আবার কোন কোন ড্রাগ প্রষ্টাগ্যাল্ডিনকে বাঁধা দেয় যেমন প্যারাসিটামল।

♦কিছু ড্রাগ আছে শুধু কক্স-২ কে ইনিহিবিট করে যেমন কক্সিব। কক্স-১ এনজাইম প্রস্টাগ্ল্যান্ডিন হরমোন তৈরি করে বিভিন্ন অর্গানকে প্রদাহ থেকে রক্ষা করে। কক্স-১ ও কক্স-২ ইনহিবিটরি ড্রাগগুলো পাকস্থালীর আলচার তৈরি করে কারন কক্স-১ পাকস্থলীর প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি করে এসিডের হাত থেকে রক্ষা করে।

♦কিছু ব্যাথার ড্রাগ আছে চেতনানাশক। যেমম মরফিন। এটি নার্ভের সিগনাল প্রেরনকে আটকে রাখে। ফলে ব্যাথার উৎস কেন্দ্র থেকে পেইন সিগনাল মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রে পৌঁছতে পারেনা।

♦কিছু কিছু ড্রাগ আছে যেগুলো স্নায়ুতন্তুর সংকেত পরিবহনের রাসায়নিক সিসটেেমকে বাঁধাগ্রস্ত করে। যেমন ঘুমের ড্রাগ গাবা ইনিহিবিটর ড্রাগ ডায়াজিপাম, ক্লোবাজাম, বুফাম ইত্যাদি। এ ড্রাগগুলো স্নায়ুকোষের ভিতর অতিরিক্ত সোডিয়াম ঢুকিয়ে দেয়। সোডিয়াম একটি পজেটিভ পরমানু। স্নায়ু কোষ অভ্যন্তরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশের কারনে পজেটিভ আয়ন বেড়ে স্নায়ুকোষ নিস্তেজ হয়। এর ফলে ঘুম আসে এবং ব্যাথা কম অনভূত হয়।

♦কিছু কিছু ড্রাগ এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে সংকেত বহনকারী নিউরোট্রান্সমিটার (এক ধরনের প্রোটিন যা বিভিন্ন ধরনের স্নায়ু কোষ থেকে তৈরি হয় যেমন,ডোপামিন,সেরোটনিন,
এড্রানালিন,নরএড্রেনালিন) ইনহিবিট বা শোষনের মাধ্যমে মস্তিষ্ক নিউরোন কোষের উত্তেজনা প্রশমন বা স্থিতি অবস্থায় রাখে।যেমন সিলেকটিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটরি ড্রাগ।

মানব দেহের নার্ভ সিসটেম পরিচালনার জন্য ১০০ বিলিয়ন স্নায়ু কোষ রয়েছে। এ কোষ দেহ থেকে স্নায়ুতন্তু বের হয়ে সারা দেহে জালের মত ছড়িয়ে পড়েছে। এ স্নায়ুতন্তু লম্বা করলে এর দৈর্ঘ হবে ৫ লক্ষ কিলোমিটার। প্রায় দেড়লাখ কিলোমিটার স্নায়ুতন্তুর উপরের আবরন মায়েলিন (চর্বি ও প্রোটিনের আস্তরন) দ্বারা আবৃত। এটি অনেকটা ইলেকট্রিক তারের মত। ইলেকট্রিক তারের ভিতর যেমন তামা থাকে যেটির ভিতর বিদ্যুত প্রবাহিত হয় বাহিরটা রাবারের আবরনে তৈরি যার ভিতর দিয়ে বিদ্যুত প্রবাহিত হয়না। স্নায়ুতন্তুও বৈদ্যুতিক তারের মত কাজ করে।
বাকী তন্তু আবরণহীন। আবরন যুক্ত নার্ভ ফাইবারে নার্ভ সংকেত প্রবাহের গতি সেকেন্ডে ৬০/৭০ মিটার হতে পারে। আবরণহীন তন্তুতে সেটি অনেক কম। নার্ভ ফাইবার ক্ষতিগ্রস্ত হলে স্নায়ুর সংকেত ধীরগতি বা বন্ধ হয়ে যায়। দেহের বাহির ও ভিতর থেকে স্নায়ু সংকেত মস্তিষ্ক কোষে না পৌঁছালে বা ফিরতি পথে মস্তিষ্ক থেকে নির্দিষ্ট গন্তব্যে না আসলে পুরো দেহ সিসটেম ভেঙ্গে পড়ে।

🔴ক্রনিকেল ব্যাথার একটি প্রধান কারন নার্ভতন্তুর আবরন ক্ষতিগ্রস্ত হওয়া। এটিকেই বলে নিউরোপ্যাথিক পেইন। অন্য প্রধান কারন দেহ টিস্যুর প্রদাহ। এ প্রদাহের কারন মেকানিকেল আঘাত,ক্যামিকেল আঘাত,জীবানুর আঘাত এবং অটোইমিউন ডিজিজ।
টিস্যুর প্রদাহ থেমে গেলে ব্যাথাও থেমে যায়।

♥♥স্টেমসেল নিউট্রেশন থেরাপির মাধ্যমে ব্যাথার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব। Call:01828040337

✅ সহজ শ্বাসে সুস্থ জীবন, নিশ্চিত স্বস্তির নিশ্বাস!প্রতিদিনের জীবন যেন দমবন্ধ হয়ে না যায়! Azma Gold আপনার ফুসফুসের রক্ষাক...
29/09/2025

✅ সহজ শ্বাসে সুস্থ জীবন, নিশ্চিত স্বস্তির নিশ্বাস!

প্রতিদিনের জীবন যেন দমবন্ধ হয়ে না যায়! Azma Gold আপনার ফুসফুসের রক্ষাকবচ, যা—

শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা থেকে আরাম দেয় 🌬️

হাঁপানিতে অত্যন্ত কার্যকর 🫁

ফুসফুসের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে 💪

🌱 সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
🌿 নিয়মিত ব্যবহার করুন আর উপভোগ করুন মুক্ত শ্বাসে সুস্থ জীবন।

👉 আপনার এবং প্রিয়জনের ফুসফুসের সুরক্ষায় আজই নিন Azma Gold।
📦 স্টক সীমিত, এখনই অর্ডার করুন!

📞 কল করুন: 01828040337
🔗 WhatsApp / Imo / Direct Call – সব জায়গায় আমরা আছি আপনার পাশে।

💥 আপনার সুস্থতার আসল পাওয়ার সলিউশন হাজির! 💥🫀 হৃদপিণ্ডকে রাখবে শক্তিশালী🧠 মস্তিষ্ককে করবে তীক্ষ্ণ👀 চোখের দৃষ্টি করবে পরি...
28/09/2025

💥 আপনার সুস্থতার আসল পাওয়ার সলিউশন হাজির! 💥

🫀 হৃদপিণ্ডকে রাখবে শক্তিশালী
🧠 মস্তিষ্ককে করবে তীক্ষ্ণ
👀 চোখের দৃষ্টি করবে পরিষ্কার
💪 ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে দারুণ কার্যকর

🌿 ১০০% প্রাকৃতিক Ultra Omega (Omega 3-6-9)
👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে
👉 শরীরকে রাখবে ফিট, ফ্রেশ আর এনার্জেটিক

🚀 যারা একবার ব্যবহার করেছে, তারা আর ছাড়তে পারছে না!
এখনই কল করুন – 📞 01828040337
আপনার হাতে পৌঁছে যাবে অল্প সময়ে!

✨ সুস্থতার সঠিক বিনিয়োগ – Ultra Omega ✨

✨ আপনার সুস্থ জীবনের সেরা উপহার – Nutra Organic Spirulina ✨ডায়াবেটিস, কোলেস্টেরল আর দুর্বলতায় ভুগছেন? চিন্তার কোনো কারণ ...
27/09/2025

✨ আপনার সুস্থ জীবনের সেরা উপহার – Nutra Organic Spirulina ✨

ডায়াবেটিস, কোলেস্টেরল আর দুর্বলতায় ভুগছেন? চিন্তার কোনো কারণ নেই! 🌿
প্রকৃতির অপূর্ব দান স্পিরুলিনা এখন এক সমাধানেই দিচ্ছে আপনাকে সুস্থ, প্রাণবন্ত আর এনার্জিতে ভরপুর জীবন।

✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
✅ রক্তের খারাপ কোলেস্টেরল কমায়
✅ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ অ্যালার্জি ও চর্মরোগ দূর করতে সাহায্য করে
✅ শরীরকে দেয় সতেজতা ও অদম্য শক্তি

👉 নিয়মিত ব্যবহারেই পাবেন সুস্থতার নিশ্চয়তা আর জীবনের আনন্দ দ্বিগুণ।
আজই অর্ডার করুন আর পরিবর্তনটা নিজেই টের পান!

📞 অর্ডারের জন্য কল করুন: 01828040337
🌿 সুস্থতা আর শক্তির গোপন রহস্য – Nutra Organic Spirulina 🌿

*ডায়াবেটিসে নয় হতাশা, নিয়মিতেই মিলুক ভরসা!*ডায়াবেটিস আপনার জীবনের শেষ নয়—শুরু হতে পারে এক নতুন অধ্যায়!  Nutra Orga...
25/09/2025

*ডায়াবেটিসে নয় হতাশা, নিয়মিতেই মিলুক ভরসা!*

ডায়াবেটিস আপনার জীবনের শেষ নয়—শুরু হতে পারে এক নতুন অধ্যায়!
Nutra Organic এবং Perfect Life-এর যৌথ উদ্যোগে নিয়ে এলাম *"ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভরসা"*, একটি প্রাকৃতিক উপাদানে তৈরি হারবাল মেডিসিন যা আপনাকে দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা।

✅ *রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়ক*
✅ *ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর*
✅ *কোলন পরিষ্কার ও শরীর ডিটক্সিফাই করে*

🌿 পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেষজ ফর্মুলা
🧪 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান
🔬 প্রস্তুত করেছে কেয়ারফুল রিসার্চ টিম

*বিশ্বাস রাখুন প্রাকৃতিক সমাধানে, বদলে দিন জীবনধারা।*
আর দেরি নয়! আজই অর্ডার করুন বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

📞 *01828040337*
📲 WhatsApp | Imo | কল করুন এখনই!
🌐 *Perfect Life | Stem Cell Nutrition Therapy*

স্ক্যান করুন কিউআর কোড ও শুরু করুন আপনার সুস্থ জীবনের পথচলা!

💚আর নয় টেনশন, ঘরে বসেই হবে মেয়েলী রোগের প্রাকৃতিক চিকিৎসায় সব সমাধান!মেয়েদের মেয়েলী সমস্যা অনেক ধরনের হয়। এর মধ্যে অনিয়...
25/09/2025

💚আর নয় টেনশন, ঘরে বসেই হবে মেয়েলী রোগের প্রাকৃতিক চিকিৎসায় সব সমাধান!

মেয়েদের মেয়েলী সমস্যা অনেক ধরনের হয়। এর মধ্যে অনিয়মিত ঋতু , বয়ঃসন্ধি, মেনোপজ, গর্ভধারন জটিলতা,জরায়ু ও স্তন ক্যান্সার অন্যতম। এ সব সমস্যার পিছনে যে কারনটি দায়ী সেটি হচ্ছে হরমোন এর গোলমাল।

যে হরমোনের উলটা পালটা আচরনে এত এত সমস্যার সৃষ্টি হয় সে হরমোন নিয়ে প্রথমে একটু আলোচনা করব।

🚹🚺হরমোন ল্যাটিন শব্দ যার অর্থ গতি স্থাপন। দেহের ভাব আবেগ,প্রশান্তি,আনন্দ উল্ল্যাস,ঘুমানো, জাগ্রত হওয়া,গর্ভধারন,সন্তান জন্মদান এককথায় দেহের সমস্ত গতিশীলতার পেছনে আছে এ হরমোন।

হরমোন একটি রস যা দেহে অবস্থিত কিছু গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে তৈরি হয়। এ গ্রন্থিগুলো বিশেষায়িত কোষ দ্বারা তৈরি। এক একটি গ্রন্থি একটি নির্দিষ্ট হরমোন তৈরি করে যা দেহের একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। ঐ নির্দিষ্ট হরমোনের অতিকার্যকারীতা বা কম কার্যকারীতা বা নিষ্ক্রিয়তা যেটিই হোকনা কেন তা দেহের নানা কাজের ব্যাঘাত করে গতিশীলতা নষ্ট করে।

দেহের হরমোন উৎপাদনকারী মুল গ্ল্যাডটি মস্তিষ্কে অবস্থিত। এটির নাম পিটুইটারি গ্ল্যান্ড। এ গ্ল্যান্ডটিকে বলা হয় মাদার গ্ল্যান্ড। এটি প্রায় ৭ টি হরমোন উৎপাদন করে। আর হরমোনগুলো দেহের অন্যান্য গ্ল্যান্ডের হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করে। সুতরাং পিটুইটারি গ্ল্যান্ডের অসুস্থতায় পুরো দেহের হরমোন ভারসাম্যাতা নষ্ট হয়ে জটিল জটিল রোগ লক্ষন তৈরি করতে পারে।

এ গ্রন্থিগুলো যে সমস্ত রস তৈরি করে সেগুলোর কাঁচা মালের জোগান আসে খাদ্য ও পুষ্টি থেকে। একধরনের হরমোনের প্রধান কাঁচামাল ফ্যাটি এসিড যার উৎস চর্বি জাতীয় খাবার। অন্যটির কাঁচামাল এমাইনোএসিড যার উৎস প্রোটিন। তা হলে বুঝা যাচ্ছে যথাযত পুষ্টি ব্যবস্থাপনা না থাকলে দেহে হরমোন উৎপাদন ব্যহত হয়।

এ আলোচনার মুল কেন্দ্র থাকবে কোন কোন হরমোনের সমস্যার কারনে মেয়েদের মেয়েলী সমস্যাগুলো হয়। এবং লেখাটা মনযোগ দিয়ে পড়লে এ সব সমস্যার সমাধান পাওয়া যাবে।

আলোচনার শুরুতে মেয়েদের বয়ঃসন্ধি কালের কিছু শারীরিক সমস্যা নিয়ে কথা বলব। এ সমস্যাগুলোর পেছনে যে হরমোনটা দায়ী সে হরমোনটির নাম এসট্রোজেন। এ হরমোনটি জীবনের শেষ সময় পর্যন্ত একজন মেয়ে মানুষের সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। এ হরমোনটি প্রথম সক্রিয় হয় ৮ থেকে ১৫ বছরের মধ্যে। এ হরমোন এর প্রভাবে একজন শিশু মেয়ে, নারীতে রূপান্তরিত হয়। মেয়েলী আচরন ও শারীরিক গঠন আর্কষনীয় রূপ নেয় এ হরমোনের প্রভাবে।

এ হরমোন এর প্রভাবে জীবনের প্রথম ঋতু (মিনস) এ সময়কাল (৮ বৎসর থেকে ১৫ বৎসর) থেকে শুরু হয়। চলে ৪৫ থেকে ৫৫ বৎসর পর্যন্ত। একজন মেয়ের জীবনের প্রতিমাসেই এ ঋতু সংঘটিত হয়। ঋতুস্রাবের স্থায়ীকাল ৩ দিন থেকে ৭ দিন হতে পারে। একজন মেয়ের জীবনে এটি একবারেই প্রাকৃতিক ঘটনা। হরমোনটির অতিসক্রিয়তা,কমসক্রিয়তা ও নিস্ক্রিতার কারনে অনেক ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়।

এ হরমোনটির উৎপত্তি ডিম্বাশয় (ওভারি) থেকে। এছাড়া ডিম্বাশয় থেকে আরও একটি হরমোন তৈরি হয় সেটির নাম প্রজেসটেরন।
গর্ভধারন ও জরায়ু গঠনের জন্য এ হরমোনটি সক্রিয় হয়।

এ হরমোন দুটির প্রভাবে প্রতিমাসে একবার কিভাবে ঋতুস্রাব সংঘটিত হয় সেটি নিয়ে কথা বলব।

প্রথম ঋতুস্রাব থেকে পরবর্তী ঋতুস্রাব পর্যন্ত সময়কালকে মাসিক বা মেনুসট্রেশন বা পিরিয়ড বলে।

মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) তৈরি করে। এ হরমোনটি ডিম্বাশয়ের ফলিকলকে ( ডিম্ব ধারনকারী পাত্র) উত্তেজিত করে। এ হরমোনের প্রভাবে প্রতিমাসে একটি ডিম্বানু পরিপক্ক হয় শুক্রানুর সাথে মিলিত হওয়ার জন্য। ওভারীতে প্রায় ৪ লাখ ডিম্বানু জন্ম নেয়। মাসিক শুরু হওয়ার ১৪ দিনের মাথায় একটি ডিম্বানু পরিপক্ক হয়। ডিম্বানুটি পরিপক্ক হওয়ার পর মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যন্ড অন্য একটি হরমোন লিউন্যাইটাইজিং (LH) তৈরি করে। এটি ফলিকলের পরিপক্ক ডিম্বানুটিকে মুক্ত করতে সাহায্য করে। এ হরমোনের প্রভাবে পরিপক্ক ডিম্বানুটি ডিম্বনালীতে (ফলোপিয়ান টিউব) প্রবেশ করে। যে ফলিকল থেকে ডিম্বানুটি মুক্ত হয়েছে সে ফলিকলটি ধীরে ধীরে করপাস লিউটেনাম (নতুন ধরনে কোষে রূপান্তর) পরিবর্তিত হয়। এ করপাস লিউটেনাম একটি হরমোন তৈরি করে যেটিকে প্রজেসটেরন বলে। মাসিকের ৪র্থ সপ্তাহ পর্যন্ত এটির নিঃসরন হয়। এ সময়ের মধ্যে ডিম্বানুটি শুক্রানুর সাথে মিলিত হয়। নিষিক্ত (ফার্টিলাইজড) ডিম্বানুটি জরায়ুতে প্রতিস্থাপন হয়। ডিম্বানুটি প্রতিস্থাপন এর আগে জরায়ুর পুর্নগঠনের কাজ সম্পন্ন হয়। এ সবগুলো কাজ সম্পন্ন হয় প্রজেসটেরন হরমোনের প্রভাবে। এ সময়ের মধ্যে ডিম্বনালীতে অপেক্ষমান ডিম্বানুটি কোন শুক্রানুর সাথে মিলিত না হলে জরায়ুর ভাঙ্গন শুরু হয়। জরায়ুর জলীয় রক্ত ও মৃত কোষ সহ জরায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। এটিকেই রক্তস্রাব বলে। এটি ৩ দিন থেকে ৭ দিন চলতে পারে। এ সময় প্রজেসটেরন ও এসট্রোজেন নিঃসরন কমে যায়। মস্তিষ্কের ফলিকল স্টিমুলেটিং হরমোন কার্যকর হয়। পরবর্তী মাসের ঋতুচক্র (মেনসট্রুয়াল সাইকেল) শুরু হয়। এ ভাবে ৪৫ বৎসর থেকে ৫০ বৎসর বয়স পর্যন্ত চলে। ডিম্বাশয় থেকে মুক্ত ডিম্বানু ডিম্বনালীতে সর্বোচ্চ ২৪ ঘন্টা বেঁচে থাকে। শুক্রানু বেঁচে থাকে ৪/৫ দিন। এ সময়ের মধ্যে নিষিক্ত না হলে ঐ মাসে গর্ভধারন না হয়ে গর্ভধারনের জন্য প্রস্তুত জরায়ুটি ভেঙ্গে যায়। এটিই ঋতুস্রাব।

মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যাড থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটেইনাইজিং হরমোন এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত এসট্রোজেন ও প্রজেসটেরন হরমোনের অতিসক্রিয়তা, কমসক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারনেই ঋতু জটিলতা,গর্ভধারন সমস্যা, স্তন ও জরায়ুর ক্যান্সার হয়।

🔴মস্তিষ্কের হাইপোথ্যালামাস ( মস্তিষ্কের একটি প্রধান গ্ল্যান্ড) অক্সিটোসিন নামে হরমোন তৈরি করে যা মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যাডের মাধ্যমে রক্তে আসে।

এটি সন্তান প্রসবে মুখ্য ভূমিকা পালন করে। সন্তান প্রসব সময় হলে এটি সক্রিয় হয় এবং জরায়ুর সংকোচন প্রসারন বাড়িয়ে সন্তানকে জড়ায়ুর বাইরে নিয়ে অাসে।

🔴দুগ্ধ তৈরি ও নিঃসরন এ হরমোন এর প্রভাবেই হয়। এটিকে ভালবাসার হরমোনও বলে। একে অপরকে জরিয়ে ধরে আনন্দ উপভোগ এ হরমোনের প্রভাবেই হয়।

আধুনিক ড্রাগ চিকিৎসায় এ বিষয়টিকে এন্ডোক্রাইনোলজি বলে। এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের এন্ডোক্রাইনোলজিষ্ট বল। হরমোনজনিত শারীরিক সমস্যাগুলোর আধুনিক ড্রাগ ট্রিটমেন্ট নিয়ে কিভাবে হয় সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা করব এ কারনে যে, এর বিপরীতে প্রাকৃতিক চিকিৎসা কি হতে পারে সেটি বুঝার জন্য।

মেয়েদের প্রধান হরমোনগুলো কি কি এবং এর কাজ কি উপরের আলোচনায় তা বুঝিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। আলোচনার সুবিধার্থে সেগুলোর নাম আবারও উল্লেখ করছি;
♥এসট্রোজেন
♥প্রজেসটেরন
♥অক্সিটোসিন
♥ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)
♥লিউনেইটাইজিং হরমোন(LH)।

এ হরমোনগুলোর অধিকাংশই ল্যাবে কৃত্রিম ভাবে তৈরি কর হয়েছে। আবার দেহের হরমোন তৈরির রসায়নকে ব্যহত করার জন্যও ড্রাগ আছে। অভিজ্ঞ ডাক্তার হরমোন এর ঘাটতি হলে হরমোন মুখে বা ইনজেকশান এর মাধ্যমে দেহে ঢুকিয়ে দেন। আবার বেশী হলে হরমোনের কাজকে বাঁধাগ্রস্ত করার ড্রাগ প্রয়োগ করেন। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নাই। হরমোন বেড়ে গেলে দেহে কি কি সমস্যা হয় আবার কমে গেলে বা বন্ধ হলে কি সমস্যা হয় এটি চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘদিনের অভিজ্ঞাতায় বইতে লিপিপদ্ধ আছে। সুতরাং চিকিৎসার সহজ ব্যাকরন হরমোন কম থাকলে বাইর থেকে দিতে হবে,বেশী হলে এর কাজ আটকিয়ে দিতে হবে বা তৈরি ব্যহত করার ড্রাগ প্রয়োগ করতে হবে।

🚯জরায়ু ও স্তন ক্যান্সারের অন্যতম প্রধান কারন এ কৃত্রিম হরমোন চিকিৎসা। জন্ম নিয়ন্ত্রণ (কন্ট্রাসেপটিভ) বড়ির উপাদান সিনথেটিক এসট্রোজেন ও প্রজেসটেরন।

জন্ম নিয়ন্ত্রণ পিল কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করে তা এখন একটু জানব। এ পিল ব্যবহার করে মনের অজান্তই জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি বয়ে বেড়াচ্ছে এর ব্যবহারকারী মেয়েরা।

এসট্রোজেন ও প্রজেসটেরন এক যোগে নিষিক্ত ডিম্বানু ধারনের জন্য জরায়ু গঠনে কাজ করে। মাসিকের শেষ সপ্তাহে এটির নিঃসরন কমে যায়। এর ফলে নিজে নিজেই জরায়ু ভেঙ্গে যায়।

♦কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার কারনে হরমোন দুটির আধিপত্য থেকে যায়,এর ফলে জরায়ু আরও মোটা হয়। জরায়ুর পুরত্ব বারার কারনে শুক্রানু ডিম্বানুর কাছে পৌঁছতে পারেনা। এর আগে উল্লেখ করেছি ডিম্বাশয় থেকে মুক্ত ডিম্বানুটি ২৪ ঘন্টার মধ্য শুক্রানুর সাথে মিলিত না হলে গর্ভধারন হয় না। এসট্রোজেন এর আধিপত্যের কারনে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডের ফলিকল স্টিমুলেটিং হরমোন উত্তজিত হয় না। এর ফলে ডিম্বাশয় থেকে ডিম্ব অবমুক্ত হয়না।]

এসট্রোজেন এর প্রভাবে স্তন উন্নত হয়,দেহ গঠন আকর্ষনীয় হয়। অতিরিক্ত এসট্রোজেন এর প্রভাবে স্তনের অতি বৃদ্ধির কারনে স্তনের কোষে পরিবর্তন আসে। সেখান থেকে টিউমার হতে পারে। এ টিউমার ক্যান্সারে রূপ নিতে পারে।

অতিরিক্ত প্রজেসটেরন এর কারনে জরায়ুর গঠনে পরিবর্তন আসে। সেখান থেকে সিস্ট,টিউমার ও ক্যান্সার হতে পারে।

অক্সিটোসিন হরমোনটি স্বাভাবিক প্রসব বেদনা তৈরি করে স্বাভাবিক সন্তান প্রসবে প্রভাব বিস্তার করে। সিনথেটিক অক্সিটোসিন ইনজেকশান করে পুশ করে এখন জোর করে ডেলিভারি করানো হয়। এটি শিশুর দুগ্ধপানে(ব্রেস্টফিডিং) সাহায্য করে। দেহ মনে ভালবাসা তৈরি করে। কৃত্রিম হরমোন ব্যবহারের কারনে এ সব কিছুতেই কৃত্রিমতা তৈরি হয়। এ হরমোনটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়। সিনথেটিক অক্সিটোসিন ব্যবহারের কারনে দেহে এটি তৈরি হয়না। ফলে ভালবাসা,আবেগ অনভুতি ও সেক্সের ঘাটতি দেখা দেয়। সংসারগুলোতে আগের মতো জোরলো বন্ধন নাই। এর পেছনে এ হরমোনটির অভাব পরিলক্ষিত হয়।

আবার হাইপোথ্যালামাস অতিরিক্ত অক্সিটোসিন তৈরি করলে এর প্রভাবে অতিরিক্ত আবেগ অনুভুতি ভালবাসা পরিলক্ষিত হয়। জরায়ুর সংকোচন প্রসারন বেড়ে যায়। যার ফলে মাসিকের সময় ব্যাথা ও অতিরিক্ত স্রাব হতে পারে।

মেনোপজ বা ঋতুবন্ধ ৪৫ বৎসর বয়স থেকে ৫৫ বৎসর বয়সে যে কোন সময়ে শুরু হতে পার। এ সময়ে এসট্রোজেন ও প্রজেসটেরন হরমোন দুটির নিঃসরন একেবারই কম থাকে। যার ফলে জরায়ু গঠন ও ডিম্বানু পরিপক্ক হয়না। এসট্রোজেন কমে যাওয়ার কারনে শারীরিক নানা সমস্যার উদ্ভব হয়।

মেনোপজ মেয়েদের খুব পরিচিত একটি সমস্যার নাম হট ফ্ল্যাশ। হঠাৎ করে ঘাড় মুখ বুক গরম হয়ে ঘাম ঝরতে থাকে। বুক ধপ ধপ করে। এটি ২ মিনিট থেকে ৩০ মিনিটও চলতে পারে। এসট্রোজেন কম থাকার কারনে এ রকমটি হয়। এ ছাড়া স্তন ঝুলে যাওয়া,স্কিনের ব্রাইটনেস কমে যাওয়া, যৌনতা কমে যাওয়া, খিটখিটে মেজাজ এ সব অনেক সমস্যার মোকাবেলা করতে হয়।

এ সব সমস্যা সমাধানের জন্য অনেকই আধুনিক চিকিৎসার দ্বারস্থ হন। আধুনিক চিকিৎসায় সারা বিশ্বে জনপ্রিয় পদ্ধতি এইচআরটি(HRT) হরমোন রিপ্লেইসমেন্ট থেরাপী। নাম দেখেই বুঝার কথা এটি অন্য কিছু নয় দেহে সিনথেটিক হরমোন ঢুকিয়ে দেয়া হয়। যার সুদূর প্রসারী পরিনতি হচ্ছে স্তন ও জরায়ু ক্যান্সার। এ থেরাপির কারনে হৃদ রোগেরও সূচনা হয়।

সিনথেটিক হরমোন ড্রাগ ব্যবস্থাপনায় রোগী সাময়িক ভালবোধ করলেও দীর্ঘমেয়াদি জটিল রোগের সূচনা করে।

এখন আলোচনা করব প্রাকৃতিক চিকিৎসায় কিভাবে এন্ডোক্রাইন (অন্তক্ষরা গ্রন্থি) কে সুস্থ রাখা যায়:
♦যেহেতু আনন্দ,উচ্ছাস,হাসি কান্না, প্রেম,ভালবাসা ভাললাগা ঘৃনা, মাসিক, গর্ভধারন, প্রসব এর সব কিছুর পেছনে রয়েছে হরমোন এর প্রভাব তাই এর ব্যবহারিক দিকগুলো বাস্তব ও পরিবেশ উপযোগী গড়ে তুলতে হবে। অর্থাৎ আপনি যদি সারাক্ষণ রেগে থাকেন তাহলে হরমোন ঠিক সেভাবেই দেহের ভিতর স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। বাহ্যিক ব্যবহারিক আচরন নিয়ন্ত্রণ করে ভিতরের হরমোন কে নিয়ন্ত্রণ করা যায়। আসলেই এটিই মেডিটেশন।

♦ গ্ল্যান্ডগুলো প্রত্যেকটি আলাদা আলাদা বিশেষায়িত কোষ দ্বারা তৈরি। ঐ বিশেষায়িত কোষগুলোই এ হরমোন তৈরি করে। সুতরাং কোষকে সুস্থ রাখতে হবে। কোষ সুস্থ থাকলে তা থেকে তৈরি হরমোন লক্ষ্য টিস্যু কোষে সঠিক ভাবে কার্যকর হয়।

আগেই একটু আলোচনা করেছি হরমোন গুলোর জৈব রসায়ন বিশ্লেষন করলে দেখা যায় এর জৈব উপাদান এমাইনোএসিড ও ফ্যাটিএসিড ছাড়া অন্য কিছু নয়। প্রোটিন ভেঙ্গে দেহে এমাইনোএসিড এবং চর্বি ভেঙ্গে ফ্যাটি এসিড তৈরি হয়। খাদ্যে যদি উপাদানগুলোর অভাব থাকে তবে এ হরমোন তৈরি ব্যাহত হয়। তবে মনে রাখতে হবে হরমোন ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশু অটিজমের অন্যতম প্রধান কারন।

সিনথেটিক হরমোন নয় প্রতিদিনের সঠিক খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা ও জীবন যাপন দেহ হরমোনের
উৎপাদন ঠিক রাখা শতভাগ সম্ভব।

🔥 piles এর যন্ত্রণা আর সহ্য করবেন কেন? 🔥👉 প্রতিদিন টয়লেটের পর রক্তক্ষরণ, ব্যথা, জ্বালা আর অস্বস্তি আপনার জীবনকে দুর্বিষ...
24/09/2025

🔥 piles এর যন্ত্রণা আর সহ্য করবেন কেন? 🔥

👉 প্রতিদিন টয়লেটের পর রক্তক্ষরণ, ব্যথা, জ্বালা আর অস্বস্তি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে?
👉 বহু বছর ধরে চিকিৎসা করেও পাচ্ছেন না স্থায়ী সমাধান?

✅ এখনই বেছে নিন Nutra Organic PILES CARE
💊 এটি প্রাকৃতিক উপাদানে তৈরি নিরাপদ সাপ্লিমেন্ট
💊 piles এর ভেতরকার ও বাইরের সমস্যা দূর করতে সহায়ক
💊 টয়লেটের পর রক্তপাত ও জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে সাহায্য করে
💊 ক্ষত শুকিয়ে ফেলে ও চুলকানি দূর করে

🌿 100% হারবাল – কোন সাইড ইফেক্ট নেই
🌿 স্থায়ী সমাধান – নিশ্চিন্ত জীবন

💡 আপনার কষ্টকে বিদায় জানানোর সঠিক সময় এখনই!
অর্ডার করতে এখনই কল করুন: 📞 01828040337

✨ piles এর যন্ত্রণার শেষ – স্বাভাবিক জীবনের শুরু!

🌿 অপারেশন নয় – প্রাকৃতিকভাবে পাইলসের স্থায়ী সমাধান! 🌿আপনি কি পাইলসের যন্ত্রণায় ভুগছেন❓👉 কোষ্ঠকাঠিন্য,👉 রক্তপাত,👉 ফোলা...
23/09/2025

🌿 অপারেশন নয় – প্রাকৃতিকভাবে পাইলসের স্থায়ী সমাধান! 🌿

আপনি কি পাইলসের যন্ত্রণায় ভুগছেন❓
👉 কোষ্ঠকাঠিন্য,
👉 রক্তপাত,
👉 ফোলা ও প্রদাহ – এসব সমস্যায় কি জীবন দুর্বিষহ লাগছে❓

এখন থেকে চিন্তার কোনো কারণ নেই!
💊 Nutra Organic BYE BYE PILES – ১০০% প্রাকৃতিক সাপ্লিমেন্ট, যা আপনাকে দেয় দ্রুত আরাম ও স্থায়ী সমাধান।

❤️ কোষ্ঠকাঠিন্য দূর করে
❤️ রক্তপাত কমায়
❤️ ফোলা ও প্রদাহ কমিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়

👉 আর অপারেশন নয়, প্রাকৃতিকভাবেই সুস্থ হোন।
👉 একবার ব্যবহার করলেই পার্থক্য বুঝবেন।

📞 অর্ডার করতে এখনই কল করুন: 01828040337
✅ সুস্থ জীবন উপভোগ করুন, ব্যথাহীন থাকুন।

🌿 গ্যাস্ট্রিক ও এসিডিটি থেকে মুক্তি এখন একেবারে সহজেই!প্রতিদিনের অস্বস্তি, বুকজ্বালা, হজমের সমস্যা আর টেনশনের দিন শেষ।Nu...
22/09/2025

🌿 গ্যাস্ট্রিক ও এসিডিটি থেকে মুক্তি এখন একেবারে সহজেই!
প্রতিদিনের অস্বস্তি, বুকজ্বালা, হজমের সমস্যা আর টেনশনের দিন শেষ।
Nutra Organic – GASTRO CARE
💚 ১০০% প্রাকৃতিক ফর্মুলা
💚 পার্শ্বপ্রতিক্রিয়াহীন
💚 দ্রুত কার্যকর

👉 বুকজ্বালা যাবে দূরে
👉 হজম হবে সহজে
👉 শরীর থাকবে হালকা ও সতেজ

যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক বা এসিডিটির কষ্টে ভুগছেন, তাদের জন্য GASTRO CARE হতে পারে এক বিশ্বস্ত সমাধান।

✨ আপনার সুস্থ জীবন শুরু হোক আজ থেকেই!

📞 অর্ডার করতে কল করুন: 01828-040337

প্রতিদিনের ব্যথা থেকে মুক্তি এখন হাতের নাগালেই! 👉 হাড়ে-জোড়ে ব্যথা?👉 মাংসপেশীতে টান?👉 শারীরিক দুর্বলতায় ভুগছেন?এখন আর দুশ...
21/09/2025

প্রতিদিনের ব্যথা থেকে মুক্তি এখন হাতের নাগালেই!
👉 হাড়ে-জোড়ে ব্যথা?
👉 মাংসপেশীতে টান?
👉 শারীরিক দুর্বলতায় ভুগছেন?

এখন আর দুশ্চিন্তার কিছু নেই!
💊 Nutra Pain Relief – ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি,
যা প্রতিদিনের ব্যথা দূর করে আপনাকে ফিরিয়ে দেবে স্বাভাবিক সুস্থ জীবন।

✅ হাড় ও জোড়ের ব্যথা কমায়
✅ শরীরের দুর্বলতা দূর করে
✅ গঠন ও ক্ষয় রোধ করে
✅ সম্পূর্ণ প্রাকৃতিক সুরক্ষায় দীর্ঘস্থায়ী আরাম

💚 প্রতিদিনের ছোট্ট একটি সাপ্লিমেন্টই পারে আপনার জীবনকে করতে হালকা, প্রাণবন্ত ও ব্যথামুক্ত!

📞 এখনই অর্ডার করুন: 01828040337
👉 কারণ স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ।

✨ আপনার হাড়কে দিন নতুন শক্তি ✨হাড় ক্ষয়, জয়েন্টের ব্যথা বা আলসেমিতে ভুগছেন❓তাহলে সময় এসেছে আপনার হাড় ও জয়েন্টকে ভেত...
20/09/2025

✨ আপনার হাড়কে দিন নতুন শক্তি ✨

হাড় ক্ষয়, জয়েন্টের ব্যথা বা আলসেমিতে ভুগছেন❓
তাহলে সময় এসেছে আপনার হাড় ও জয়েন্টকে ভেতর থেকে শক্ত করার।

✅ Nutra Boan Cal-D – ক্যালসিয়াম, ভিটামিন D ও মিনারেল সমৃদ্ধ প্রাকৃতিক সাপ্লিমেন্ট
👉 হাড়কে রাখে মজবুত
👉 ব্যথা ও জড়তা কমাতে সাহায্য করে
👉 আলসেমি দূর করে শরীরে আনে ফ্রেশ অনুভূতি

💊 নিয়মিত সেবনে আপনি পাবেন—
➡️ হাড় ক্ষয় থেকে সুরক্ষা
➡️ সহজে হাঁটা-চলা ও কাজের স্বাচ্ছন্দ্য
➡️ জীবনে ফিরে আসবে শক্তি ও হাসি

🌿 প্রকৃতির উপহার, Nutra Organic এর আস্থা 🌿

📞 অর্ডার করতে এখনই কল করুন: 01828040337

👉 ব্যথামুক্ত, শক্তিশালী হাড়ের জন্য আজই শুরু করুন Boan Cal-D ✨

✅ ব্যথা ছাড়া জীবন – শক্ত হাড়, মজবুত জয়েন্ট ও সক্রিয় দেহপ্রতিদিনের জীবনযাত্রায় হাড়ের ব্যথা, জয়েন্টের সমস্যা বা শরী...
19/09/2025

✅ ব্যথা ছাড়া জীবন – শক্ত হাড়, মজবুত জয়েন্ট ও সক্রিয় দেহ

প্রতিদিনের জীবনযাত্রায় হাড়ের ব্যথা, জয়েন্টের সমস্যা বা শরীরের দুর্বলতা আপনাকে কি কষ্ট দিচ্ছে?
ZERO PAIN – Natural Pain Solution আপনাকে দিতে পারে সেই আরাম ও নিশ্চিন্ততা যা আপনি খুঁজছেন।

🌿 সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি
🌿 ব্যথা দ্রুত উপশমে সহায়ক
🌿 হাড় ও জয়েন্টকে করে শক্তিশালী
🌿 রক্ত সঞ্চালন বাড়াতে কার্যকর

👉 ব্যথামুক্ত জীবন মানেই—সুখী জীবন, স্বাভাবিক জীবন।

আজই শুরু করুন ZERO PAIN, অনুভব করুন পরিবর্তন মাত্র কয়েকদিনেই।
📞 কল করুন: 01828040337

🔥 আপনার শরীরের যত্ন নিন আজই – আগামীকাল হোক ব্যথামুক্ত

Address

Shaheed Drive Zikrul Haque Road, AB Bank (2nd Floor), , Saidpur, Nilphamari
Rangpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Perfect life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram