MD jaman

MD jaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD jaman, Pharmacy / Drugstore, Rangpur.

সাধারণ দুর্বলতা শারীরিক দুর্বলতা রুসিবোদ্দক মাল্টিভিটামিন সিরাপ
14/03/2025

সাধারণ দুর্বলতা শারীরিক দুর্বলতা রুসিবোদ্দক মাল্টিভিটামিন সিরাপ

শ্বাসকষ্ট শুকনো কাশি কাশি হাঁপানি
14/03/2025

শ্বাসকষ্ট শুকনো কাশি কাশি হাঁপানি

21/08/2024

কিশোরগঞ্জ বাহাগিলী

আজ সূর্যাস্তের পরই শুরু হচ্ছে রমজানের শেষ দশক। শেষ দশকের বেজোড় ২১,২৩,২৫,২৭ ও ২৯ রাতগুলোর মধ্যেই একটি রাত 'শবে কদর'। যে ...
25/02/2024

আজ সূর্যাস্তের পরই শুরু হচ্ছে রমজানের শেষ দশক। শেষ দশকের বেজোড় ২১,২৩,২৫,২৭ ও ২৯ রাতগুলোর মধ্যেই একটি রাত 'শবে কদর'। যে রাতে ইবাদত করা হাজার মাস বা ৮৪ বছর ইবাদত করা থেকে উত্তম। যার যতটুকু সম্ভব এরাতগুলো জেগে ইবাদত করার চেষ্টা করুন। কমপক্ষে নীচের আমলগুলো অবশ্যই করুন যাতে শবে কদরের ফযীলতের মধ্যে শামিল হতে পারি ইনশাআল্লাহ।

১) সময়মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। পুরুষগণ জামায়াতে পড়ুন। ফজর ও ইশার নামাজ মসজিদে জামায়াতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব পাবেন। ২/৪/৬/৮/১০ রাকাত, যে যতটুকু পারেন রাতে, বিশেষত সেহরি খেতে উঠে নফল নামাজ পড়ুন।

২) কিছু না কিছু দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করুন। কেউ একান্ত না পারলে সামান্য টাকা হলেও দান করুন। মহিলারা নিজেদের জমানো টাকা থেকে দান করুন। একান্ত না পারলে সামান্য চাল, ডাল, পেঁয়াজ, রসুন বা অন্য যেকোনো কিছু দান করুন।

৩) যত বেশি পারেন মানুষের উপকার করার চেষ্টা করুন। আল্লাহর নিকট ঐ ব্যক্তিই সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।

৪) সকল মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আমাদের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়।

৫) যে যতটুকু পারেন কুরআন তেলাওয়াত করুন। একান্ত না পারলে ৩ বার সূরা ফাতিহা, ১০ বার সূরা ইখলাস পড়ুন।

৬) বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। যত বেশি পারেন এই দুআ পড়ুন- " আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা আফুআন্নি"- হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন।

৭) জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত চেয়ে আল্লাহ তা' আলার নিকট বেশি বেশি দুআ করুন ।

৮) যতবার পারেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ
পড়ুন।

21/02/2024
১০০% শরীরে ওয়েট কমাবে
20/02/2024

১০০% শরীরে ওয়েট কমাবে

20/02/2024

পেইনকুল(Capsule Painkul)
Generic name: Habb-e suronjan

কার্যকারিতা (Moode of action): Painkul একটি ন্যাচারাল একটি Painkiller ও anti-rheumatic medicine
Painkul শরীরে উৎপন্ন ইউরিক এসিড প্রশ্রাবের সাথে বের করে দেয় এবং উৎপন্ন ইউরিক এসিড deposition প্রতিরোধ করে।
1. Joint এর inflammation দূর করে।
2. Joint pain উপশম করে।
3. Joint সমূহ Stable করে।

রোগ নির্দেশনা (Indication):
1. Rheumatoid arthritis (বাত-ব্যাথা)
2. Gouty arthritis (গেঁটে বাত)
3. Osteoarthritis (অস্থি বেদনা)
4. Sciatica (কোমর ব্যাথা)
5. Low back pain (মেরুদণ্ডের বেদনা)

সেবনবিধি (Dose):
রোগীর অবস্থা অনুযায়ী ১-২ টি ক্যাপসুল দিনে ২ বার, খাবার পরে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সেবনবিধি (Contraindication) :
1. pregnancy
2. lactation
3. Renal failure
Presentation (পরিবেশনা) & Price (মূল্য):
10 × 5 = 50 capsule pvc blister strip, MRP- 300tk

হামজা ল্যাবরেটরীজ ইউনানী একটি স্বনামধন্য ইউনানী ঔষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে হামজা ল্যাবরেটরীজ অত্যন্ত সুনামের সাথে গুনগত মানসম্পন্ন ইউনানী ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে। আমাদের ৩টি ক্যাটাগরিতে 31টি প্রোডাক্ট(ঔষধ) রয়েছে।
প্রোডাক্ট ক্যাটাগরি : ক্যাপসুল(14টি), সিরাপ(15টি), সেমিসলিড(2টি)।
অ্যাপয়েন্টমেন্ট (Appointment) এর জন্য যোগাযোগ করুন: 01680487238

Drug License: U: 188
Head Office: 831, Godhuli Prangon, Ibrahimpur, Kafrul, Dhaka Cant : Dhaka : 1216

Address

Rangpur
RABBI4

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MD jaman:

Share