MXN Modern Herbal Food LTD

MXN Modern Herbal Food LTD health and beauty service,,

14/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Mezanur Rahman, Habibur Rahman

13/03/2023

Mxn Bangladesh , একটু সময় থাকলে পড়েন জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আগামী ১০/১২ মাসে ৩০/৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ 👉MXN কি?
👉Direct Selling কি?
👉MXN এর পূর্ণ শব্দ Modern Maltipol Network যার অর্থ মর্ডানে অগনীত নেটওয়ার্ক ইনকাম
MXN একটি Direct Selling Company যার অর্থ হলো সরাসরি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কোম্পানির উৎপাদিত পণ্য গুলো সরাসরি আমাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে মুনাফা লাভ করে থাকেন এবং উক্ত মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমাদের দিয়ে থাকেন।
যার জন্য এ business করে আপনিও সাবলম্বী হতে পারেন।

👉আসলে সমস্যা সেখানেও না। সমস্যা হল আমাদের মনে(Think) চিন্তা শক্তির।

♦আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, যদি আমাদেরকে বলা হয় ১ লক্ষ টাকা জমা রাখেন কয়েক দিন পরে ২ লক্ষ টাকা পাবেন তাহলে জমি জায়গা বিক্রি করে হলেও আমরা টাকা রাখবো।
কিন্তু আমরা ভাবছি না এটা কি ভাবে সম্ভব?
আর তাই আমাদের কে বোকা বানিয়ে অনেক প্রতিষ্ঠান চলে গেছে এবং যাচ্ছে।

👉একটু লক্ষ্য করুনঃ ১৯৮২- এর মধ্যে অনেক Direct Selling Company এসে আবার চলে গেছে।
তাহলে MXN ও তো একটা Same Company এটি চলে গেলো না কেনো ?

এর মধ্যে এমন কি আছে যার জন্যে আজও ব্যবসা করে যাচ্ছে মানুষের সেবা দেয়ার মাধ্যমে।

❤️সেটা হলো বিশ্বাস💚
""""""""""""""'''''''''''''''''''''''''''''''''"""""""""""""
আমাদের পন্য গুলো মানসম্মত বলে সব
*কোম্পানির পরিচয়ঃ-*
# কোম্পানির নামঃ
MxN Modern Herbal Food Ltd.
# প্রতিষ্ঠাকালঃ ১৯৮২ সাল।
# চেয়ারম্যানঃ- ডাঃ আলমগীর মতি।
# হেড অফিসঃ- মগবাজার, ঢাকা।
# নিজেস্ব ফ্যাক্টরীঃ- কোনাপাড়া, ডেমরা, ঢাকা।
# উৎপাতিদ পন্যঃ- ৪৫০+, মেডিসিন, ফুড & কসমেটিক্স।
# লাইসেন্সঃ- BSTI, ISO, HACCP & GMP.
# বাংলাদেশে সর্বপ্রথম MLM-01 লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান ২০০৩।
# মোট বিভাগীয় অফিস ২৫ টি।
# মোট সদস্য সংখ্যা- ১২ লাখ+
# কোম্পানির বয়সঃ- ৩৮ বছর+
# কোম্পানির উদ্দেশ্যঃ- মানুষকে স্বাস্থ্যসেবা ও অর্থসেবা দেয়া।

*MxN Offer*
১। সপ্তাহে মাত্র ১০-১২ ঘন্টা সময় দিতে হবে।
২। ৪-৫ ট্রেনিং করতে হবে।
৩। সেই সাথে লিডারের দিকনির্দেশা মোতাবেক ৬-২৪ মাস লেগে থাকলেই মাসে ১০-৫০ হাজার ইনকাম করা সম্ভব।

√√ জয়েনিং সিস্টেমঃ

১। সাধারন মেম্বর।
২। MBO প্যাকেজ।

Mukti Rice Bran Oil
03/12/2022

Mukti Rice Bran Oil

" শুধু শারীরিক দুর্বলতা  বা রোগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য নয় বরং শারীরিক, মানসিক, ও সামাজিকভাবে  সম্পুর্ণরূপে সুস্থ থাকা...
15/09/2022

" শুধু শারীরিক দুর্বলতা বা রোগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য নয় বরং শারীরিক, মানসিক, ও সামাজিকভাবে সম্পুর্ণরূপে সুস্থ থাকাকে বলা হয় স্বাস্থ্য।" বিশ্ব সাস্থ্য সংস্থা
"Health is not merely the absence of physical infirmity or disease, but complete physical, mental, and social well-being." WHO

লিভার কেয়ার
10/08/2022

লিভার কেয়ার

13/05/2022
18/11/2020

যে হাসিখুশি রয়, তার বহু রােগের নিরাময় হয়,-
ডাঃ আলমগীর মতি

18/11/2020

''রসুন হাট্টের সুস্থতার জন্য অদ্বিতীয়"
- ডাঃ আলমগীর মতি

18/11/2020

*MxN মানেই, সাধারণ মানুষের অসাধারণ ইনকাম''*
সময় (Time) আপনি যা চান, যখন চান, যেভাবে চান ঠিক সেভাবেই সময় আপনার অধীন হবে।
একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর আপনি কাজ করবেন তুলনামূলকভাবে কম কিন্তু
বিনিময়ে পাবেন তার চেয়েও অনেক বেশি। আর এ সময়টা তখনই আসবে যখন আপনি MxN
এর একজন ডিস্ট্রিবিউটর হয়ে আপনারই মত
ডিস্ট্রিবিউটর সমৃদ্ধ একটি নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবেন।
স্বপ্ন পূরণে অদম্য অসংখ্য যােগ্য ও দক্ষ
স্বীকৃতি (Recognition) MxN পরিবারে আপনার যােগদানের পর নেতৃত্বের প্রতিটি ধাপেই স্বীকৃতি
পাবেন। ভবে এই স্বীকৃতি অর্জনে আপনার অবশ্যই একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও তার যথাযথ
বাস্তবায়ন থাকতে হবে।
সম্ভষ্টি (Satisfaction) অন্যের সুস্বাস্থ্য অর্জনে ও সৌন্দর্য বৃদ্ধিতে সহযােগিতা করার মাধ্যমে
একমাত্র MxN এ জড়িত থাকলেই আপনি পাবেন পরিপূর্ণ আত্মতূপ্তি। এটি আপনার মনকে
অনাবিল প্রশান্তি ও শ্িক্ষতায় ভরিয়ে তুলবে।
MxN এর নেটওয়ার্ক ব্যবসায় সফল হতে আপনার করণীয়
এবার আপনি ভাবছেন, কিভাবে কাজ শুরু করবেন? আপনার এ ভাবনাকে অত্যন্ত সহজতর
করতে MxN আপনাকে দিচ্ছে নিম্নোক্ত দিকনির্দেশনা।
প্রতিজ্ঞাবদ্ধ (Commitment) প্রথমেই আপনার কাজ্জ্িত লক্ষ্য অর্জনে Strong Commitment
থাকতে হবে। বিখ্যাত মনীষী Malk Douglas এর মতে, "কোন ব্যক্তির লক্ষ্য অর্জন তখনই
সুনিশ্চিত হয় যখন সে ঐ লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়"।
আপনি যত বড় বাঁধা বিপত্তি বা প্রতিকূলতা অতিক্রম করে আপনার কাজ চালিয়ে যাবেন তত দ্রুত
আপনি আপনার কাজ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেন। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে আপনার লক্ষ্য
অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ হবেন? এর উত্তর রয়েছে Harry Emerson Fasdick এর কথায়। তিনি
বলেছেন,
"No horse gets anywhere until he is harnessed. No stream or gas drives anything until it
is confined. No Niagara is ever turned into light and power until it is tunneled. No life
ever grows great until it is focused, dedicated, disciplined"
এজন্যই আপনার Commitment এর ক্ষেত্রে নিয়নোক্ত তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে।
1. Focused: প্রতিনিয়ত অসংখ্য সুযােগ আমাদের অগােচরেই থেকে যায়, শুধুমাত্র মনােযােগ
সহকারে তার দিকে দৃষ্টিপাত না করার কারণে। তাই MxN এ আপনার নেটওয়ার্ক ব্যবসায়
প্রতিদিনকার কাজের প্রতি পূর্ণ মনােযােগ দিন।

"শুধু শারীরিক দুর্বলতা বা রােগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য নয় বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবেসম্পূর্ণরুপে সুস্থ থাকাকে ...
18/11/2020

"শুধু শারীরিক দুর্বলতা বা রােগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য নয় বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে
সম্পূর্ণরুপে সুস্থ থাকাকে বলা হয় স্বাস্থ্য।'' বিশ্ব স্বাস্থ্য সংস্থা
একটি জাতির সমৃদ্ধির মূলে রয়েছে সে জাতির শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা। দেহের পরিপূর্ণ
সুস্থতার জন্য প্রয়ােজন যথাযথ খাদ্য, পথ্য ও ঔষধের। আর এসকল খাদ্য, পথ্য উষধসমূহকে অবশ্যই) পার্শ-প্রতিক্রিয়ামুক্ত হতে হবে। তাই রােগমুক্ত দেশ গড়ার প্রয়াসে এবং সেশের মানুষকে
পার্শ-প্রতিক্রিয়ামুক্ত খাদ্য, পথ্য ও ঔষধের মাধ্যমে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে দীর্ঘ ৩৫ বছর পর্বে
আমি প্রতিষ্ঠা করি মডার্ণ হারবাল ফুড। অতঃপর এটিকে ঘিরে বাড়তে থাকে জনপ্রিয়তা এবং ধীরে ধীরে
লিমিটেড কোম্পানীতে পরিণত হয়।
মডার্গ হারবাল গ্রুপ প্রাচীনকাল থেকেই সমাদৃত হয়ে আসা অত্যন্ত সহজলভ্য ভেষজ ঔষধ ও চিকিৎসা
পদ্ধতির আধুনিকায়নের কাজ করে আসছে, যার মূল উদ্দেশ্যই হল সর্বজন স্বীকৃত প্রাচীন এই চিকিৎসা
পদ্ধতির নবজাগরণের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা সুবিধা বঞ্চিত, বৃহৎ জনগােষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা
নিশ্চিত করা এবং প্রকারান্তরে এই বাংলাদেশকে স্বাস্থ্যবান জনগােষ্ঠী উপহার নেওয়া। উল্লেখা, বর্তমানে
বাংলাদেশে প্রায় ১৬ কোটি লােকের বসবাস এবং সমগ্র জনগােষ্ঠীকে সুস্বাস্থ্য দান করার মাধ্যামে দেশকে
আরাে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়া যাবে।
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের পাশাপাশি দরিদ্র এ বৃহৎ জনগােষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মডার্ণ
হারবাল গ্রুপ বেছে নিয়েছে সর্বাধুনিক একটি বিগণন ব্যবস্থা, যার সম্পৃক্ততায় প্রতিনিয়ত এ দেশের
পিছিয়ে পড়া জনগােষ্ঠী আত্মকর্মসংস্থানের সুযােগ পেয়ে স্বাবলম্বী ও সমৃদ্ধ হচ্ছে। দক্ষ মানব সম্পদ
তৈরির মাধ্যমে এ অগ্রযাত্রাকে আরাে বেশি বেগবান করতে ভেষজ চিকিহসা পদ্ধতি ও আধুনিক
ব্যবসায়িক জ্ঞান ও পণ্য বিপণন সম্পর্কিত দক্ষতা সৃষ্টিতে ব্যাপক ট্রেনিং কার্যক্রম পরিচালনা করছে
মডার্ণ হারবাল গরুপ। আর এর বিশেষ উদ্যোগ হিসেবে MxN ট্রোনিং একাডেমি ও যুব উন্নয়ন বিভ্ঞাগ
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুস্থতা ও সমৃদ্ধির এই অগ্রযাত্রাকে অধিকতর বেগবান করার লক্ষ্যে
আমরা প্রকাশ করেছি মডার্ণ হারবাল গ্রুপের পথ্যের কার্যকারিতা ও প্রয়ােগবিধির স্বপক্ষে তথ্য সমুদ্ধ
প্রােডাক্ট ক্যাটালগ যা বিএসটিআই কর্তৃক অনুমােদিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তক স্বীকৃত

Address

Rangpur
07

Telephone

+8801988102252

Website

Alerts

Be the first to know and let us send you an email when MXN Modern Herbal Food LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram